নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট পুরাতন মরা খোয়াই নদী সরকারী ভুমি থেকে অবধৈ দখলদারদের স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা বাসী নদীটি উদ্ধারের দাবীতে আন্দোলন করেছেন। অবশেষে জেলা প্রশাসন নদীটি অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১০টায় পৌরশহরের পাকুড়িয়া,বড়াইল মৌজা সমূহের নদীর উভয় তীরে মধ্যবাজার ও বিভিন্ন সাস্থানে অভিযান শুরু করে জেলা প্রশাসনের একটি টিম। আগামী কয়েক দিনের ভেতরে সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে। মরা নদী উদ্ধারে ছিলেন আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানাসহ চুনারুঘাট থানার এসআই মোসলিম এর নেতৃত্বে একদল পুলিশ। এদিকে উচ্ছেদের খবর পেয়ে অনেকেই নিজ উদ্যোগে নিজেদের স্থাপনা ভেঙে ফেলছেন।
সরকারি উদ্যোগে ভাঙলে জরিমানা গুনতে হবে এ আশঙ্কায় তারা নিজ উদ্যোগেই স্থাপনা ভেঙে নিচ্ছেন। সুত্র জানায়, নদীর পুরোনো অংশটি পরিত্যক্ত হয়ে পড়লে তা দখল করে নেন স্থানীয় বাসিন্দারা। এতে অস্তিত্ব হারিয়ে ফেলে নদীটি। নদীতে গড়ে তোলা হয়েছে দোকানপাঠ, বাসা বাড়ি।, আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, উচ্ছেদ কার্যক্রম নিয়মিত কার্যক্রমের একটি অংশ। উপজেলাবাসীর দীর্ঘদিনের একটি দাবি পুরাতন মরা নদী উদ্ধার। আমরা সবার সহযোগিতায় এ কার্যক্রমে এবার হাত দিয়েছি। আশা করছি, সবার সহযোগিতায় এটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।
Leave a Reply