নুর উদ্দিন সুমন: রাস্তা নাকি বালুর ঘাট। এ কেমন জুলুম। কেমন বিবেক। রাস্তা বন্ধ করে বালু ব্যবসা করা। যেন দেখার কেউ নেই । কর্তৃপক্ষ নিরব কেন? এ প্রশ্ন অনেকের।
সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পুরানবাজারের বেইলী ব্রিজের মুখ থেকে লস্করপুর রেলওয়ে গেইট পর্যন্ত খোয়াই নদীর উত্তেলিত বালু স্তুপ করে রাখা হয়। অবস্থা চলে আসছে প্রায় দীর্ঘ এক দিন যাবৎ।
লস্করপুরের গঙ্গানগর হাইস্কুল রাস্তা বন্ধ করে বালুর স্তুপের সামনে ট্রাক দাঁড় করিয়ে চলে লোডিং-আনলোডিং। সড়কের অধিকাংশ জায়গায় বালুর স্তুপ। সারাদিন বালুর ট্রাকের দখলে থাকায় পথচারীরের পোহাতে হচ্ছে ভোগান্তি। এমনকি বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই কারো। এতে করে বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা। একই সঙ্গে ১০ চাকার ভারি ট্রাক চলায় নষ্ট হয়ে যাচ্ছে এ সড়কটি।
বালুর স্তুপের সামনে ট্রাক দাঁড় করিয়ে চলে লোডিং-আনলোডিং
এলাকার সাধারণ মানুষ জানান, বালু ব্যবসায়ীরা লস্করপুর এলাকার। এজন্য তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। প্রশাসনের কাছে তারা এর প্রতিকার চেয়েছেন।
Leave a Reply