স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলা জুড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়ে মারা গেছেন। আবার এ রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। খবর নিয়ে জানা গেছে, বিভিন্ন বাসা-বাড়ির ছাদের ওপর ফুলের টপ, ড্রেনসহ পানি জমে থাকে এমন স্থান পরিস্কার না করায় মশার কামড়ে ডেঙ্গুজ্বর হচ্ছে। এ ছাড়াও সচেতনমূলক কোনো পদক্ষেপ না নেয়ায় দিন দিন এ রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।
গতকাল মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলার নন্দনপুরের সাদিয়া আক্তার (১৬) নামের এক কিশোরী ডেঙ্গু জ্বরে উপসর্গ নিয়ে মারা গেছে। এ ছাড়াও বিভিন্ন উপজেলায় আরও অনেকে আক্রান্ত অবস্থায় রয়েছেন।ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা,মশা নিধনে সবাইকে সচেতন হতে হবে।
Leave a Reply