মাধবপুর প্রতিনিধি :-মাধবপুর থানা পুলিশের অভিযানে ট্রাক ও টাইলস উদ্ধার করা হয়েছে। এসময় এ দুইজনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার বিকেলে মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মাধবপুর থানা এলাকার বিএইচ এল সিরামিক্স কোম্পানী লিঃ থেকে গত মার্চ রাতে ফেনী ড-১১-০৭৩৫ এর চালক আলী হোসেন ওরফে মোঃ অনিক ও তার সহযোগী মোঃ রিয়াদ চালন মোতাবেক ৪০০ কাটুন সিরামিক্স, যাহার মূল্য-৩,৬৭,৭৬৫/- টাকা ট্রাকে লোড করে টাইলস্ গার্ডেন, দেবিদ্ধার বাজার, কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরদিন গাড়ী চালক আলী হোসেন এর সাথে বিএইচএল কোম্পানীর লোক যোগাযোগ করিলে সে জানায় গাড়ীর চাকা পাংচার হইয়া গেছে। বর্তমানে সে মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় আছে। পরবর্তীতে তার ফোন কোম্পানীর লোকজন বন্ধ পায় এবং যথা স্থানে মালামাল পৌছায় নাই। এরই ধরাবাহিকতায় অভিযোগের প্রেক্ষিতে
ফেনী সদর থানা থেকে অভিযান পরিচালনা করিয়া গত ১৯ মার্চ আসামীদের ব্যবহৃত বহনকৃত ট্রাক ফেনী ড-১১-০৭৩৫ উদ্ধার করেন এবং পরদিন ফেনী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে তাদের দেয়া স্বীকারোক্তিতে কুমিল্লা চৌদ্দ গ্রাম থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করিয়া আত্মসাৎকৃত ৪০০ কাটুন টাইলস্ আসামীদের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করেন। গতকাল সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply