সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ইয়াবাসহ মা-মেয়ে আটক চুনারুঘাটে মেধাবী শিক্ষার্থী ও লন্ডনের মেয়র সমতা খাতুনকে সংবর্ধনা মাধবপুরে ইউএনও ও কৃষি কর্মকর্তা ব্যতিক্রম উদ্যোগ হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য ও মদ আটক চুনারুঘাটে শিশুকে ধর্ষণের ঘটনায় মাহফুজ কারাগারে রাজনৈতিক মামলায় জেলে গিয়েছি, ছাত্রদল নেতা এমদাদুল হক ইমন কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় ফুচকা আটক করেছে বিজিবি সদর থানার ওসি আলমগীর কবির মার্চ মাসে শ্রেষ্ট অফিসার নির্বাচিত চুনারুঘাটে জিম্মি করে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ। চুনারুঘাটে এসএসি পরীক্ষা কেন্দ্র থেকে ২৩ জন শিক্ষককে অব্যাহতি।

স্কুল শিক্ষিকা ঝর্ণার শোকে জগদীশপুর চা বাগানে শোকের মাতম

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২২৫ বার পঠিত

ইয়াছিন তন্ময়,মাধবপুর :-দশ মাস দশদিন গর্ভে ধারণ করা নাড়িছেঁড়া ধন ঝর্ণা কে হারিয়ে শোকে বার বার মুর্ছা যাচ্ছেন গর্ভধারিনী মা। মায়ের মায়া-মমতা মিথ্যে হয়ে যাওয়া ভাগ্যবিড়ম্বিত ঝর্ণার ৪বছরের অবুঝ শিশু কন্যা সানু ভয়াতুর চোখে তাকিয়ে থাকে আর মা মা করে চিৎকার করে।

এদিকে কন্যা কে হারিয়ে বাবা কেশব কুর্মী পাগল প্রায়। থমথমে হয়ে গেছে তার পরিবারের স্বাভাবিক জীবন-যাপন। ঝর্ণার শোকে তার আত্মীয়-স্বজন,বন্ধু বান্ধব ও বাবার বাড়ি জগদীশপুর চা বাগানের মানুষের চোখে অশ্রু ভেঁজা কান্না ।

স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মী চাকুরী করতেন মাধবপুর উপজেলার বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পাঁচ বছর আগে বিয়ে হয় শ্রীমঙ্গলের সোনাছড়া চা বাগানের বাসিন্দা সিউধনী কুর্মীর পুত্র ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুর্মী সাথে।

বিয়ের এক বছর পর ঝর্ণার কোলজুড়ে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান। ঝর্ণার ইচ্ছায় সন্তানের নাম রাখে সৃজিত কৃমী সানু। স্বামীর চাকুরীর সুবাদে ঝর্ণা এক বছর আগে বদলি হয়ে চলে যান তার শশুর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এর পর শ্রীমঙ্গল শহরের সুরভীপাড়ায় একটি ভাড়া বাসায় স্বামীর সাথে বসবাস করতেন ঝর্ণা। অভিযোগ আছে ঝর্ণার স্বামী পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন সময়ে-অসময়ে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে অত্যাচার ও গালমন্দ করতেন। এরই জেরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঝর্ণা হত্যা করে।

গত শুক্রবার (১৮মার্চ) দুপুরে সুরভীপাড়ায় বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ও আত্মীয়-স্বজন। এরপর ভাতিজী র সুখে কাতর চাচা রামপ্রসাদ কুর্মী শ্রীমঙ্গল থানায় ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মীসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে সঞ্জয় কে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় অন্য আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। অশ্রুসিক্ত নয়নে ঝর্ণার চাচা ণারায়ন কুর্মী ভাতিজী হত্যার বিচার দাবি করে বলেন আমার ভাতিজি কে সঞ্জয় ও তার পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে বাসার ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।

এই বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীমউর রশীদ তালুকদার জানান ঝর্ণার স্বামী
সঞ্জয় কে আটকের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীরা পালাতক রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com