শাহ মোহাম্মদ দুলাল আহমেদ বাহুবল :পৃথিবী জুড়ে করোনা ভাইরাস সংক্রমন বেড়েই চলেছে। বাংলাদেশেও করোনার প্রভাব ক্রমান্বয়ে বাড়ছেই। ফলে এর প্রভাব পরছে দেশের কৃষি খ্যাতে।
এমন অবস্তায় হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের অনু মিয়া চলতি মৌসুমের বোরো ধানে কেটে ঘরে তুলবেন।এমনি অবস্থায় শ্রমিক সংকটের মুখোমুখি।
শ্রমিক দিয়ে নিজের ধান কেটে ঘরে তুলবেন তাতেও নেই তার নিকট অর্থ সামর্থ।
এমন একজন কৃষকের খবর জানার পর ওই কৃষকের ধান কাটার জন্যে এগিয়ে এসেছে বাহুবল উপজেলা ছাত্রলীগ।
রবিবার(১৯ এপ্রিল) সকাল কৃষক অনু মিয়ার ডাকে সারা দিয়ে ধান কেটে দিল ছাত্রলীগ নেতা এম এ রহিম’র নেতৃত্বে বাহুবল উপজেলা ছাত্রলীগ একটি দল।
জানা যায়, করোনার প্রভাবে দেশ লকডাউন অবস্থায় বোরো ধান শ্রমিক সংকটে সময় মত ঘরে ঘরে তুলতে পারতেছে না, এমন অবস্থায় বাহুবল উপজেলা ছাত্রলীগ নেতা এম এ রহিম’র ইমনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অনু মিয়ার মিয়ার ৪০ শতাংশ জমির ধান কেটে দেয়।
এসময় প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে ধান কাটার কাজ সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা
এম.এ রহিম,জুনায়েদ আহমেদ, খালেদ আহমেদ,তুফায়েল আহমেদ,শিক্ষানবিশ আইনজীবি আল আমীন,আহমেদ তুহা, মোজামিল আহমেদ,জীবন আহমেদ,অলি মিয়া, হাফিজুর রহমান, ফরহাদ,মাহমুদ মিয়া,তুফায়েল মিয়া, সুহাগ আহমেদ, নুরুল আমিন প্রমূখ।
বাহুবল উপজেলা ছাত্রলীগ নেতা এম এ রহিম জানান, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান’র নির্দেশ দিয়ে বলেন, মহামারি করোনায় যেন কোন কৃষক শ্রমিক সংকটে না পরেন।এজন্য বাহুবল উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ এবং কর্মীরা কৃষকদের পাশে দাড়াতে হবে।
এই নির্দেশে আমরা ছাত্রলীগ কর্মীরা উপজেলার অলুয়া গ্রামের এক কৃষকের ধান কেটে দেই।
ছাত্রলীগ নেতা এম.এ. রহিম জানান,আমার নেতৃত্বে বাহুবল উপজেলা ছাত্রলীগ সর্বদায় মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষৎতে থাকবে।
Leave a Reply