হবিগঞ্জ সদর – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Tue, 14 Feb 2023 15:44:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 হবিগঞ্জে মাদকের খুচরা বিক্রেতা আছমা আটক https://prothomsheba.com/archives/16623 https://prothomsheba.com/archives/16623#respond Tue, 14 Feb 2023 15:44:51 +0000 https://prothomsheba.com/?p=16623 নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ পৌর শহরের শায়েস্তানগর পূর্বাংশ পৈল রোডের জনৈক জামাল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে ১০০ পিস ইয়াবাসহ মাদকের খুচরা বিক্রেতা আছমা আক্তার (৪০) কে আটক করেছে ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদকের ডিলার মান্না নামের এক ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত নারী হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা এলাকার মো: বাছির মিয়ার স্ত্রী । মঙ্গলবার (১৪ ফেব্রয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, সোমবার রাতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রিয়াজ উদ্দিনসহ একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে আছমাকে তার ভাড়াটিয়া বাসা থেকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা জব্দ করে আটককৃত আছমার বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। ওসি বলেন, আছমার বাড়ি সদর উপজেলার বড় বহুলা হলেও বর্তমানে শায়েস্তানগর পূর্বাংশ পৈল রোডের জনৈক জামাল মিয়ার ভাড়াটিয়া বাসায় থেকে আছমা উমেদনগর এলাকার মান্নার নিকট থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে হবিগঞ্জ পৌর শহরের বিভিন্ন মাদক সেবীদের নিকট খুচরা বিক্রয় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়। এধরনের ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে।

]]>
https://prothomsheba.com/archives/16623/feed 0
হবিগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ নবীগঞ্জের কারবারি গ্রেপ্তার https://prothomsheba.com/archives/16609 https://prothomsheba.com/archives/16609#respond Fri, 10 Feb 2023 16:21:52 +0000 https://prothomsheba.com/?p=16609 নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মো: রবিউল্ল্যার নেতৃত্বে এসআই রফিকুল ইসলামসহ একদল রেইডিং পার্টি হবিগঞ্জ সদর মডেল থানাধীন নিবার্চন কর্মকর্তার কার্যালয়ের সামনে হবিগঞ্জ টু শায়েস্তাগঞ্জ রাস্তার পূর্ব পাশে ফুটপাত এলাকায় অভিযান চালিয়ে আঃ সালাম (৪২) কে আটক করেন। আটক আ: সালাম নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা এলাকার আব্দুল মন্নাফের পুত্র। এ তথ্য নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মো: রবিউল্ল্যা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক পাচারকালে আ: সালামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাত ৯ টায় হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে।

]]>
https://prothomsheba.com/archives/16609/feed 0
হবিগঞ্জে অচঅগঝ সফটওয়্যার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/16277 https://prothomsheba.com/archives/16277#respond Thu, 31 Mar 2022 07:30:28 +0000 http://prothomsheba.com/?p=16277 খায়রুল ইসলাম সাব্বির:- বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সঠিক ও সহজভাবে প্রণয়নের জন্য জেলা প্রশাসন হবিগঞ্জ কর্তৃক অচঅগঝ সফটওয়্যার ব্যবহার বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সহ আরো অনেকেই।

এ সময় প্রশিক্ষণে ২৫ টি দপ্তর থেকে কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সঠিক ও সহজভাবে প্রণয়নের অচঅগঝ সফটওয়্যার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করেন।

]]>
https://prothomsheba.com/archives/16277/feed 0
আজ হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর’র ট্রাস্ট দলিল রেজিষ্ট্রেশন হবে https://prothomsheba.com/archives/16273 https://prothomsheba.com/archives/16273#respond Thu, 31 Mar 2022 07:04:38 +0000 http://prothomsheba.com/?p=16273 প্রেস বিজ্ঞপ্তি :-আজ বৃহস্পতিবার বেলা ২টায় হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর এর ট্রাস্ট দলিল রেজিষ্ট্রেশন করার কথা রয়েছে। হবিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে সব রেজিস্ট্রার শংকর কুমার ধর জাদুঘরের এই আইনগত প্রক্রিয়াটি সম্পাদন করবেন বলে জানা গেছে। এরই মধ্যে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর- এর ১১ জন ট্রাস্টি হবিগঞ্জ চলে এসেছেন। দুপুর ২ টায় সাব-রেজিস্ট্রার অফিসে রেজিষ্ট্রেশন শেষে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিগণ বিকলে ট্রাস্টের ১ম সভায় মিলিত হবেন। এই
প্রসঙ্গে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরের আইনগত প্রক্রিয়ায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান, জাদুঘরের প্রতিষ্টাতা ও দাতা সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি বলেন, স্বপ্ন পূরণের একটি স্তম্ভ ইনশাআল্লাহ আজ রচিত হতে যাচ্ছে।

]]>
https://prothomsheba.com/archives/16273/feed 0
শৈলজুড়ায় হাওরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু https://prothomsheba.com/archives/16268 https://prothomsheba.com/archives/16268#respond Thu, 31 Mar 2022 06:48:33 +0000 http://prothomsheba.com/?p=16268 মোঃ তৌহিদ মিয়া :-হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামের পার্শ্ববর্তী হাওরে মোটর পাম্পের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুখলেছ মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মুখলেছ মিয়া শৈলজুড়া গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুখলেছ মিয়া নামে ওই কৃষক হাওরে মোটর পাম্পের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে তার জমিতে সেচ দিয়ে
আসছিলেন। উল্লেখিত সময়েও তিনি তার নিজ জমিতে সেচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বজনরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

]]>
https://prothomsheba.com/archives/16268/feed 0
করোনাকালের মানবিক-সামাজিক সংকটের দুঃখগাথা নিয়ে নাটক ‘অবিনাশী কাল’ মঞ্চস্থ https://prothomsheba.com/archives/16249 https://prothomsheba.com/archives/16249#respond Wed, 30 Mar 2022 06:13:45 +0000 http://prothomsheba.com/?p=16249 স্টাফ রিপোর্টার:- করোনা অতি মহামারী মানবিক ও সামাজিক সংকটে বিশ্বব্যাপী যে দুঃখগাথা নিয়ে রচিত নাটক ‘অবিনাশী কাল’ মঞ্চস্থ করেছে জীবন সংকেত। নাটকে লকডাউন, কোয়ারেন্টাইন, ভ্যান্টিলেশনসহ করোনাকালের দুর্বিষহ পরিবেশ তুলে ধরা হয়েছে। এই নাটকের মাধ্যমে জীবন সংকেতের স্টুডিও থিয়েটারের যাত্রা শুরু হল।
গত সোমবার ও গতকাল মঙ্গলবার হবিগঞ্জ শহরের শ্মশানঘাট রোডস্থ জীবন সংকেত স্টুডিও থিয়েটারে নাটকটির তিনটি মঞ্চায়ন হয়। গত সোমবার রাত ৯টায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম স্টুডিও থিয়েটার উদ্বোধন করেন। এসময় প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নাট্যজন এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু ও এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জীবন সংকেতের সিনিয়র সদস্য অনুপ কুমার ধর মনা, হবিগঞ্জ জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, জীবন সংকেতের সিনিয়র সদস্য এডভোকেট তুষার কান্তি মোদক, জীবন সংকেতের সিনিয়র সদস্য যুক্তরাজ্যপ্রবাসী দেলোয়ার হোসেন হিরু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মুকসিত চৌধুরী রাজীব, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান প্রমুখ। গতকাল মঙ্গলবার নাটকের দ্বিতীয়দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সাংস্কৃতিক কর্মকর্তা মো. সোয়েব শাত-ঈল ঈভান, কবি তাহমিনা বেগম গিনি, অধ্যাপক জাহানারা খাতুন, শিশু সংগঠক বাদল রায়, পানিউমদা রাগীব-রাবেয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ এনামুল হক, প্রগতি লেখক সংঘ হবিগঞ্জের সাধারণ সম্পাদক তানসেন আমীন, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল আজাদ রাসেল ও জনপ্রিয় কন্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান প্রমুখ।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক শীর্ষক আয়োজনের অংশ হিসেবে জীবন সংকেত ‘অবিনাশী কাল’ মঞ্চায়ন করে জীবন সংকেত। রুমা মোদক রচিত ও অনিরুদ্ধ কুমার ধর নির্দেশিত এ নাটকে অভিনয় করেন অনিরুদ্ধ কুমার ধর, জুয়েল দাস, অদ্বিতীয়া ধর, তন্বি পাল, ঊর্মি বডুয়া, তুষ্টি রায়, শক্তি রানী দাস সৃষ্টি, লুৎফুর রহমান, তানজিয়া আহমেদ ও শাহ মো. রাসেল। নাটকটির আলো ও মঞ্চ পরিকল্পনা জুনায়েদ ইবনে ইউসুফ, পোশাক ও সঙ্গীত পরিকল্পনা করেন নুসরাত জাহান জিসা।

]]>
https://prothomsheba.com/archives/16249/feed 0
জেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি, কৃষকদের মধ্যে স্বস্থি https://prothomsheba.com/archives/16247 https://prothomsheba.com/archives/16247#respond Wed, 30 Mar 2022 06:05:25 +0000 http://prothomsheba.com/?p=16247 স্টাফ রিপোর্টার :- হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সাধারণ কৃষকদের মধ্যে স্বস্থি নেমে এসেছে। তবে কৃষকরা জানান, বেশ কিছুদিন ধরে প্রচন্ড খরার কারণে বোরো ফসলসহ শাক সবজি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এরই মধ্যে বোরো ধানের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলেও ফসলের জন্য উপকার হবে। এছাড়া রাস্তা ঘাটে ধুলাবালি থাকার কারণে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। চলাচলেও পথচারীদের ব্যাঘাত ঘটছে। এই বৃষ্টির কারণে এখন আর ধুলাবালি বাতাসের সাথে উড়ে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। চৈত্রের খড়া থেকে বাচতে গ্রামগঞ্জে অনেক কৃষকরা দোয়া মাহফিল করেছে। এছাড়াও সনাতন ধর্মালম্বীরা বৃষ্টির জন্য ব্যংঙের বিয়েও দিয়েছেন। গতকাল সরেজমিনে শহরের পার্শ্ববর্তী বিভিন্ন হাওরে গিয়ে দেখা যায়, এই বৃষ্টির কারণে ফসলের মধ্যে যেন প্রাণ ফিরে এসেছে।

]]>
https://prothomsheba.com/archives/16247/feed 0
হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা https://prothomsheba.com/archives/16242 https://prothomsheba.com/archives/16242#respond Wed, 30 Mar 2022 05:38:33 +0000 http://prothomsheba.com/?p=16242 হবিগঞ্জ প্রতিনিধি:- ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ৮টায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের নারিকেল হাটায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া। সাধারণ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ¦ ফরিদ উদ্দিন আহমেদ, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ এমদাদুর রহমান বাবুল ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন লাল বনিক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এছাড়াও গীতা পাঠ করা হয়। সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু দাশ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ রুবেলসহ যে সব ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ ফরিদ উদ্দীন আহমেদ। বার্ষিক হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা ও আহবায়ক হাজী মোঃ ইছাক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ উছমান গণি, বর্তমান উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মোঃ শরীফ উল্লাহ, সাবেক চেয়ারম্যান মোঃ সজীব আলী, শংকর পাল, সুখলাল সূত্রধর, শংকর দাস, স্বদীপ কুমার বনিক, হাজী মোঃ শফিকুল ইসলাম ও মোঃ তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ ও মোঃ মঈনুল মিয়া, দপ্তর সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সমাজ কল্যাণ সম্পাদক রতন রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, সদস্য মোঃ নাছির উদ্দিন, বদরুল আলম চৌধুরী, অমীয় রায়, মঈনুদ্দিন খান, তাজুল ইসলাম, আব্দুল মন্নান, শফিউল আলম টুটুল ও অফিস সহকারী মরম আলীসহ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

]]>
https://prothomsheba.com/archives/16242/feed 0
হবিগঞ্জে ৫৮ কনেস্টেবল পদে ২ হাজার প্রার্থী দিচ্ছে পরীক্ষা https://prothomsheba.com/archives/16217 https://prothomsheba.com/archives/16217#respond Tue, 29 Mar 2022 06:13:16 +0000 http://prothomsheba.com/?p=16217 আব্দুর রাজ্জাক রাজু চুনারুঘাটঃ-হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫৮টি পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ২ হাজার ৪২ জন তরুণ-তরুণী। নিয়োগ পেতে অবৈধ প্রক্রিয়ায় প্রতারকের ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরি প্রত্যাশীদের সতর্ক করেছে জেলা পুলিশ।

জানা গেছে, এ বছরের শুরুর দিকে হবিগঞ্জে ৫৮ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ পর্যন্ত আবেদন করেছেন ২ হাজার ৪২ জন তরুণ-তরুণী।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) থেকে আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত সকাল ৮টায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে আবেদনকারীদের শারীরিক মাপ, সহনীলতা ও কাগজপত্র যাচাই করা হবে। আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় একই স্থানে লিখিত পরীক্ষা এবং ২০ এপ্রিল সেখানে নেওয়া হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা।

পরে কৃতকার্যদের ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি বলেন, গত বছরের শেষের দিকে হবিগঞ্জে ৩৭ জন পুরুষ ও ৭ জন নারীসহ ৪৪ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় আবেদন করেছিলেন ১ হাজার ৭৬০ তরুণ-তরুণী।

পুনরায় আরও ৫৮ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। আগের নিয়োগটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। চলতি নিয়োগেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে। কেউ কোনো প্রকার আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রমাণ হলে বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।

]]>
https://prothomsheba.com/archives/16217/feed 0
একাত্তরের ২৭ মার্চে ট্রেজারির অস্ত্র দিয়েই হবিগঞ্জে মুক্তিযুদ্ধ শুরু https://prothomsheba.com/archives/16206 https://prothomsheba.com/archives/16206#respond Tue, 29 Mar 2022 05:33:39 +0000 http://prothomsheba.com/?p=16206 স্টাফ রিপোর্টার:-মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানিক চৌধুরী পাঠাগারে একাত্তরের ‘২৭ মার্চ অস্ত্রাগার লুণ্ঠন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । রবিবার (২৭মার্চ) দুপুরে মানিক চৌধুরী পাঠাগারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
পাঠাগারের সভাপতি ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এতে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জে একাত্তরে জাতীয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা মিয়া মুহাম্মদ শাহাজান। আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা কাজি গোলাম মর্তুজা ও লেখক-গবেষক সায়দুর রহমান তালুকদার প্রমুখ ।

সভার বক্তাগন বলেন, হবিগঞ্জ মহকুমা ট্রেজারির অস্ত্র দিয়েই আমরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ছিলাম। । ২৫ মার্চ দিবাগত রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার বার্তাটি হবিগঞ্জ মহকুমায় আওয়ামী লীগ নেতা ও গণপরিষদের নির্বাচিত সদস্য কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র হাতে পৌঁছায় ।

২৭ মার্চ হবিগঞ্জ মহকুমায় এক অভূতপূর্ব ঘটনার উদয় হয়। মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পরতে আনসার মুজাহিদসহ সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অস্ত্রের জন্য হবিগঞ্জ মহকুমায় রাস্তায় নেমে পড়েন। সেদিন মেজর জেনারেল এম এ রবের নেতৃত্বে হবিগঞ্জের আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে হবিগঞ্জ মহকুমা প্রশাসক আকবর আলী খান অস্ত্র দিতে অস্বীকৃতি জানান ।

এমতাবস্থায় কমান্ড্যান্ট মানিক চৌধুরী অস্ত্রের মুখে তাকে হবিগঞ্জ মহকুমার ট্রেজারি হতে অস্ত্র বের করতে বাধ্য করেন । অতঃপর মানিক চৌধুরীর স্বাক্ষরে ২৭ মার্চ অস্ত্র বের করা হয়। এই অস্ত্র দিয়েই পরবর্তীতে শেরপুর সাদীপুর রক্তাক্ত রণ যুদ্ধের সূচনা হয়।

এই প্রসঙ্গে ১৯৭২ সালের দৈনিক যুগভেরীতে ’মুক্তিযুদ্ধে সিলেটের অবদান’ শিরোনামে প্রকাশিত কমান্ড্যান্ট মানিক চৌধুরীর সাক্ষাৎকারে ৫৫০ টি (৩০৩ রাইফেল) এবং ২২০০০ রাউন্ড গুলি নিয়ে মুক্তিফৌজ গঠনের তথ্য পাওয়া যায়।

হবিগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক তথ্যের তাগিদের কথা উল্লেখ করে বক্তাগণ বলেন, এই বিষয়ে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর দায়িত্ব নিলে জাতি সেটা চিরদিন মনে রাখবে। অনুষ্ঠানটিতে কমান্ড্যান্ট মানিক চৌধুরী কন্যা, মানিক চৌধুরী পাঠাগারের প্রতিষ্ঠাতা কেয়া চৌধুরীর সহ আরও উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান মাসুদ, মৃণাল কান্তি রায় সৈয়দ জাহির, সিদ্দিকী হারুন ।

সভা শেষে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

]]>
https://prothomsheba.com/archives/16206/feed 0