শায়েস্তাগঞ্জ – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Sat, 04 Nov 2023 06:36:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি ॥ https://prothomsheba.com/archives/17099 https://prothomsheba.com/archives/17099#respond Sat, 04 Nov 2023 06:36:27 +0000 https://prothomsheba.com/?p=17099 স্টাফ রিপোর্টারঃ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, মহাসড়কে যেকোন নাশকতা দমনে পুলিশ হার্ডলাইনে রয়েছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। গত ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
ডিআইজি আরো বলেন, হরতাল অবরোধের নামে মহাসড়কে কোন ধরনের বাঁধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বিচ্ছিন্ন দুই-এক জায়গায় তারা গাড়ি পোড়াচ্ছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাই অবরোধে সাধারণ মানুষের জীবন যাপন সহজ করতে পুলিশ জনগণকে সকল ধরনের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, একদফা দাবিতে বিএনপি-জামায়াত এর ডাকা টানা তিনদিনের অবরোধের তৃতীয় দিনে জেলার বিভিন্ন থানা এলাকা তিনি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস সামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপারনির্মলেন্দু চক্রবর্তী, মোঃ আবুল খয়ের, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন প্রমুখ।

]]>
https://prothomsheba.com/archives/17099/feed 0
শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে করে আবারও চার বাসায় চুরি https://prothomsheba.com/archives/16943 https://prothomsheba.com/archives/16943#respond Sat, 05 Aug 2023 07:41:06 +0000 https://prothomsheba.com/?p=16943 স্টাফ রিপোর্টারঃ শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে করে আবারও চার বাসায় চুরি সংঘটিত হয়েছে। তবে এসব চুরিতে এলাকায় আতংক বিরাজ করছে। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টায় সর্বশেষ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দণি লেঞ্জাপাড়াস্থ ডা. আব্দুর রউফের বাসায় চুরি সংঘটিত হয়।
জানা গেছে, দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে ওই বাসার একটি লোহার জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এতে বাসার লোকেরা অজ্ঞান হয়ে যান। এ ফাঁকে বাসায় রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি হয়। অজ্ঞান হওয়া ব্যক্তিদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের জিকুয়া মীর বাড়ির লিটন মিয়া ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল হেলিম এবং সাবাসপুরে ব্র্যাক কর্মকর্তা দেলোয়ার হোসেনের বাসায় একই পদ্ধতিতে চুরি সংঘটিত হয়। এতে করে শায়েস্তাগঞ্জবাসী মনে করছেন এমন ঘটনায় আইন শৃংখলাবাহিনীর গাফিলতি রয়েছে। অচিরেই যদি এর ব্যবস্থা করা না হয় তবে এর লাগাম টানা যাবে না। শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, চুরির বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অচিরেই রহস্য উদঘাটন করা হবে।

]]>
https://prothomsheba.com/archives/16943/feed 0
বাহুবল ও শায়েস্তাগঞ্জের পৃথক স্থানে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু https://prothomsheba.com/archives/16933 https://prothomsheba.com/archives/16933#respond Thu, 03 Aug 2023 05:28:22 +0000 https://prothomsheba.com/?p=16933 স্টাফ রিপোর্টারঃ বাহুবল ও শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের পৃথক স্থানে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২ আগস্ট) বাহুবল ও শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। তারা হলো- বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের নোয়াগড় গ্রামের জুলহাস মিয়ার কন্যা তোহা মিয়া (৬) ও শায়েস্তাগঞ্জের বারলাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রিহান মিয়া (৩)।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান জানান, বাড়ির পাশের ডোবায় পড়ে তোহা মারা যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, গতকাল বুধবার দুপুরে শিশু রিহান বাড়ির সবার অগোচরে পাশের ময়লাযুক্ত একটি ডোবায় পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ ওই ডোবায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

]]>
https://prothomsheba.com/archives/16933/feed 0
মহাসড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ https://prothomsheba.com/archives/16511 https://prothomsheba.com/archives/16511#respond Mon, 19 Dec 2022 13:52:25 +0000 https://prothomsheba.com/?p=16511 স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এ উচ্ছেদ অভিযান মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ।সোমবার (১৯) ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় এক্সকেভেটর দিয়ে শতাধিক পাকা ও আধপাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বাংলানিউজকে জানান, শায়েস্তাগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ করা শতাধিক স্থাপনার মধ্যে অধিকাংশই ছিল ব্যবসা প্রতিষ্ঠান। সেগুলো পাকা ও আধপাকা। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা ও হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিব আকবরসহ পুলিশ সদস্যরা।

]]>
https://prothomsheba.com/archives/16511/feed 0
শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা https://prothomsheba.com/archives/16280 https://prothomsheba.com/archives/16280#respond Thu, 31 Mar 2022 07:37:22 +0000 http://prothomsheba.com/?p=16280 মুহিন শিপন:- শায়েস্তাগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ মার্চ) বিকালে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার এবং ড্রাইভার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজরাতুন নাঈম ।

এ সময় মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় দাউদনগর বাজারের আব্দুল হাই স্টোরকে ৩ হাজার টাকা, একই অপরাধে ড্রাইভার বাজারের হিরাজ স্টোরকে ২ হাজার টাকা এবং ফুল মিয়া স্টোর কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে
অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।

]]>
https://prothomsheba.com/archives/16280/feed 0
শায়েস্তাগঞ্জে পারাবতের ইঞ্জিন বিকল আড়াই ঘন্টা বিলম্বে ছেড়ে গেল ট্রেন https://prothomsheba.com/archives/16275 https://prothomsheba.com/archives/16275#respond Thu, 31 Mar 2022 07:08:39 +0000 http://prothomsheba.com/?p=16275 শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :-শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকাগামী যাত্রীরা পড়েন ভোগান্তিতে। অবশেষে আড়াই ঘন্টা পর বিকল ইঞ্জিনের পরিবর্তে অন্য আরেকটি ইঞ্জিন হাজারখানেক যাত্রী বহণকারী পারাবত ট্রেনটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বুধবার রাত
সাড়ে ৯টার দিকে বিকল ইঞ্জিন বাদ দিয়ে আখাউড়া থেকে আসা অন্য আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের সময় আান্তঃনগর পারাবতন ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেল জংশনে যাত্রাবিরতি করে। নির্ধারিত যাত্রাবিরতী শেষে ৭টার দিকে ছেড়ে যাবার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এদিকে, আড়াই ঘন্টা বিলম্বের কারণে হাজারো যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। অনেক যাত্রী বিলম্বের কারণে বাইরোডে তাদের গন্তব্যে চলে যান। শ্রীমঙ্গলের কানু রায় নামের এক যাত্রী জানান রাত ১১টায় ঢাকা গিয়ে পৌঁছার কথা এখন কখন গিয়ে ঢাকায় পৌছি এর কোন ঠিক নাই।
সহকারি স্টেশন মাষ্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে অন্য আরেকটি ইঞ্জিন এসে প্রায় এক হাজার যাত্রীবহনের পারাবত ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

]]>
https://prothomsheba.com/archives/16275/feed 0
অলিপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মানববন্ধন https://prothomsheba.com/archives/16264 https://prothomsheba.com/archives/16264#respond Thu, 31 Mar 2022 06:45:44 +0000 http://prothomsheba.com/?p=16264 স্টাফ রিপোর্টার :-শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভার ব্যানারে মুজিব শতবর্ষের লগো ও বঙ্গবন্ধুর ছবি ব্যবহার না করায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে নুরপুর ইউনিয়নবাসির ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়ার নেতৃত্বে এই
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোব্ধ জনতা ১ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভ কারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, ৩নং সংরক্ষিত মহিলা সদস্য রাবিয়া বেগম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, নুরপুর ইউনিয়ন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মারুফ আহমেদ ও উপজেলা যুবলীগের সসদ্য শফিকুল হক সুয়েবসহ শত শত গ্রামবাসি। মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নানের অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এর পুর্বে বিষয়টি অবগত করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবীতে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভার ব্যানারে মুজিব শতবর্ষের লগো ও বঙ্গবন্ধুর ছবি অনিচ্ছাকৃত প্রিন্টিং মিস ভুল হয়েছে বলে স্বীকার করেছেন প্রধান শিক্ষক।

]]>
https://prothomsheba.com/archives/16264/feed 0
জেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি, কৃষকদের মধ্যে স্বস্থি https://prothomsheba.com/archives/16247 https://prothomsheba.com/archives/16247#respond Wed, 30 Mar 2022 06:05:25 +0000 http://prothomsheba.com/?p=16247 স্টাফ রিপোর্টার :- হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সাধারণ কৃষকদের মধ্যে স্বস্থি নেমে এসেছে। তবে কৃষকরা জানান, বেশ কিছুদিন ধরে প্রচন্ড খরার কারণে বোরো ফসলসহ শাক সবজি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এরই মধ্যে বোরো ধানের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলেও ফসলের জন্য উপকার হবে। এছাড়া রাস্তা ঘাটে ধুলাবালি থাকার কারণে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। চলাচলেও পথচারীদের ব্যাঘাত ঘটছে। এই বৃষ্টির কারণে এখন আর ধুলাবালি বাতাসের সাথে উড়ে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। চৈত্রের খড়া থেকে বাচতে গ্রামগঞ্জে অনেক কৃষকরা দোয়া মাহফিল করেছে। এছাড়াও সনাতন ধর্মালম্বীরা বৃষ্টির জন্য ব্যংঙের বিয়েও দিয়েছেন। গতকাল সরেজমিনে শহরের পার্শ্ববর্তী বিভিন্ন হাওরে গিয়ে দেখা যায়, এই বৃষ্টির কারণে ফসলের মধ্যে যেন প্রাণ ফিরে এসেছে।

]]>
https://prothomsheba.com/archives/16247/feed 0
শায়েস্তাগঞ্জ আইএফআইসি ব্যাংকের উদ্যোগে স্বাধীনতা অলিম্পিয়াড https://prothomsheba.com/archives/16225 https://prothomsheba.com/archives/16225#respond Wed, 30 Mar 2022 05:01:41 +0000 http://prothomsheba.com/?p=16225 স্টাফ রিপোর্টার:-আইএফআইসি ব্যাংক লিমিটেড, শায়েস্তাগঞ্জ উপশাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জের স্কুলগুলোর শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা অলিম্পিয়াড-২০২২ আয়োজন করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বিকালে এই অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্যাংকটির শায়েস্তাগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ হরিদাস চক্রবর্তী পংকজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মশিউর রহমনা, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাউ স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল হক ও বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা।

অনুষ্ঠানে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রথমবারের মতো আায়োজিত এই স্বাধীনতা অলিম্পিয়াডে সম্মিলিতভাবে প্রথম স্থান অর্জন করে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল, ২য় স্থান অর্জন করে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করে শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

]]>
https://prothomsheba.com/archives/16225/feed 0
শায়েস্তাগঞ্জে দুর্ঘটনা: অজ্ঞাত ছেলের মৃত্যু https://prothomsheba.com/archives/15900 https://prothomsheba.com/archives/15900#respond Sat, 12 Mar 2022 08:40:09 +0000 http://prothomsheba.com/?p=15900 শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জে ভয়াবহ দুর্ঘটনার শিকার পরিচয়হীন ছেলেটি মৃত্যু বরন করেছে। আজ শনিবার (১২ মার্চ) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুবরণ করে। তার পরিচয় বা ঠিকানা এখনো পর্যন্ত কিছুই জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, গতকাল রাতে শায়েস্তাগঞ্জে দুর্ঘটনার পর রাতেই তাঁকে বিভিন্নজনের সহযোগিতায় সিলেট পাঠানো হয়। রাত তিনটার দিকে আইসিইউতে নেওয়া হয় এবং সকালে সে মৃত্যুবরণ করে।
তার ঠিকানা এখনো জানা যায় নি। ফলে তার মৃতদেহ এখনো সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। তাঁর ঠিকানা বা পরিচয় পেতে সকলের সহযোগিতা কামনা করা যাচ্ছে৷

]]>
https://prothomsheba.com/archives/15900/feed 0