লাখাই – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Mon, 09 May 2022 19:36:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ লাখাই থানার ওসি মো:  সাইদুল ইসলাম https://prothomsheba.com/archives/16346 https://prothomsheba.com/archives/16346#respond Mon, 09 May 2022 19:36:04 +0000 http://prothomsheba.com/?p=16346 নুর উদ্দিন সুমন : অভিন্ন মানদণ্ডে জেলার  শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  হলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো:  সাইদুল ইসলাম।  সোমবার হবিগঞ্জের পুলিশ কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ ওসি হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি । সংশ্লিষ্ট সুত্র জানায় , মাদক উদ্ধার, ডাকাত ও সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার সহ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি  ভাল রাখায় মে মাসে জেলার  শ্রেষ্ঠ ওসি  হিসেবে মনোনীত হন । পুরুস্কার প্রাপ্ত ওসি সাইদুল ইসলাম জানান,  জেলার পুলিশ সুপার স্যারের এর হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়া যেকোন পুলিশ সদস্যের জন্য সন্মানের। এ পুরুস্কার আমার কর্মস্পিহা ও দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিল। এ সময় জেলা পুলিশের আরো উর্ধতন কর্মকর্তাগন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।

]]>
https://prothomsheba.com/archives/16346/feed 0
লাখাইয়ে সিএনজি অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু https://prothomsheba.com/archives/16239 https://prothomsheba.com/archives/16239#respond Wed, 30 Mar 2022 05:30:58 +0000 http://prothomsheba.com/?p=16239 লাখাই প্রতিনিধি:- লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের নিকট হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি অটোরিকশা চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ।সোমবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত্যুবরণকারী তানহা নামের ঐ শিশুটি পশ্চিম বুল্লা গ্রামের হাবিকুল মিয়া কন্যা সন্তান। এছাড়া ওই দুর্ঘটনায় চুনারুঘাটের বাসিন্দা স্বপন মিয়ার স্ত্রী অঞ্জনা, লাখাইয়ের ভাদিকারা গ্রামের মনীন্দ্র চন্দ্র শীলের কন্যা শিল্পী নামের আরও দু’জন আহত হন। জানা যায়, নিহত শিশুটি বাড়ির পাশের হবিগঞ্জ-লাখাই সড়কে আসার পর সিএনজি-অটোরিকশা দিয়ে তাকে চাপা দেয় ।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন । দুর্ঘটনার পর ঘাতক সিএনজি অটোরিকশা চালক হবিগঞ্জ সদর উপজেলারগুরগাঁও গ্রামের বাসিন্দা শিপন পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা যায়, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেম করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিক্সাটিকে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে ।লাখাইয়ে সিএনজি অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু।

পুলিশের জিম্মায় নেয়া হয়েছে ।

]]>
https://prothomsheba.com/archives/16239/feed 0
লাখাইয়ে প্রবীণ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/16212 https://prothomsheba.com/archives/16212#respond Tue, 29 Mar 2022 05:42:54 +0000 http://prothomsheba.com/?p=16212 লাখাই প্রতিনিধি:– উপজেলায় সচিত্র লাখাই ম্যাগাজিন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের পক্ষ থেকে জ্যেষ্ঠ রাজনীতিবিদ এম এ গনি এবং শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর ইন্দুপ্রভা দাসকে প্রবীণ গুণীজন সম্মাননা দেয়া হয়েছে ।

সোমবার (২৮মার্চ) দুপুরে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দিন ।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার (গোপনীয়) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, জেলা শিক্ষা অফিসার রুহুল্লা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একে এম দিদারুল আলম ও লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সায়েদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাখাই থানা প্রবাসী জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি মাহবুব আলম ম্লাু, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, সাংবাদিক এম এ হান্নান, সচিত্র লাখাই ম্যাগাজিনের সম্পাদক মাইনুদ্দিন, আশিস দাস গুপ্ত , আতাউর রহমান ইমরান, এম এ ওয়াহেদ, তৌহিদুল ইসলাম্‌, সুশীল চন্দ্র দাস।

সভায় বক্তারা সংবর্ধিত ব্যক্তিত্বদের ভূয়শী প্রশংসা করেন। এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান এম এ গনি ও প্রফেসর ইন্দুপ্রভা দাস এর নিকট সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।

]]>
https://prothomsheba.com/archives/16212/feed 0
লাখাই থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট https://prothomsheba.com/archives/16086 https://prothomsheba.com/archives/16086#respond Tue, 22 Mar 2022 04:19:03 +0000 http://prothomsheba.com/?p=16086 লাখাই প্রতিনিধি:-চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ লাখাই থানা পরিদর্শন করেছেন । সোমবার (২১মার্চ) বিকেলে লাখাই থানায় আসেন তিনি। এ সময় অন্যান্য ম্যাজিস্ট্রেট এর সঙ্গে লাখাই থানা অফিসার ইনচার্জ সায়েদুল ইসলাম, এস আই আবুল বাশার, এস আই মুন্না, এস আই শুভ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হারুন অর রশিদ থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার পত্র ও তদন্তাধীন মামলার কার্যক্রম পর্যবেক্ষন করেন এবং থানার অফিসারদের সাথে পরামর্শমুলক মতবিনিময় সভাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ ।

]]>
https://prothomsheba.com/archives/16086/feed 0
লাখাইয়ে বুল্লা বাজারে সরকারি অফিসে মুদিমালের গুদাম : রাজস্ব হারাচ্ছে সরকার https://prothomsheba.com/archives/15928 https://prothomsheba.com/archives/15928#respond Tue, 15 Mar 2022 04:24:31 +0000 http://prothomsheba.com/?p=15928 আতাউর রহমান ইমরান :- বেদখল হয়ে গিয়েছে লাখাই উপজেলার বুল্লা বাজার ব্যবস্থাপনা কমিটির সরকারী অফিস ভবন। বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের অভাবে সরকারী রাজস্ব আয়ের বৃহৎ উৎস বলে পরিচিত এ বাজারটিতে এক ধরনের নৈরাজ্য চলছে।
সরেজমিনে দেখা যায়, বুল্লা ইউনিয়ন ভূমি অফিসের সংলগ্ন এক কক্ষ বিশিষ্ট পাকা অফিস ভবনটিকে মুদি মাল রাখার গুদাম হিসাবে ভাড়া দেয়া হয়েছে। অফিস ভবনের বারান্দাটি ও মুদিমাল বিক্রেতাদের নিকট ভাড়া দেয়া হয়েছে। সেখানে প্রতিদিন দোকানদারি করেন মুদি মালের ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা যায়, জুবায়ের নামের এক ব্যবসায়ী অফিস ভবনটি ভাড়া নিয়েছেন। তিনি আবার এটিকে লেবু মিয়া, ফয়সল মিয়া ও সপন নামের ৩ মুদিমাল ব্যবসায়ীর নিকট ভাড়া দিয়েছেন।

জুবায়েরের সাথে কথা বলে জানা যায় এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বিধায় তিনি ইজারাদারকে ভাড়ায় এটি নিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইজারাদারের বক্তব্য নেয়ার জন্য মোবাইলে একাধিক বার কল দেয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বাজার ব্যবস্থাপনা কমিটির সরকারি অফিস ভবনের এ করুন দশা বুল্লা বাজার ব্যবস্থাপনার সামগ্রিক চিত্রটি ফুটিয়ে তুলে।

কাগজে-কলমে বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে সভাপতি করে নামকাওয়াস্তে বুল্লা বাজার ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এ কমিটির নেই কোন কার্যক্রম। আইনানুযায়ী সরকারি ইজারা ডাকের ১৫ শতাংশ টাকা বাজার ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তক্রমে হাটবাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে ড্রেনেজ , ছাউনী ( শেড ) , ল্যাট্রিন , টিউবওয়েল স্থাপন, হাটবাজারের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ সহ বাজার পরিচালনার জন্য ব্যয় করার নির্দেশনা রয়েছে।

কিন্ত কমিটির কার্যক্রমের অভাবে প্রতিবছর ইজারা হতে প্রায় ত্রিশ লক্ষ টাকা রাজস্ব আদায় হলেও বাজারের রাস্তা ঘাটের বেহাল দশা হয়েছে। বাজারের ময়লা ফেলা হয় যত্রতত্র। সরকারি বিধিমালা অনুযায়ী বাজার ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ও পাহারাদার নিয়োগ করার কথা রয়েছে।

পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ না করায় বাজার নোংরা হচ্ছে দিনের পর দিন। সাধারণ ব্যবসায়ীদের চাঁদার টাকায় পাহারাদার নিয়োগ করা হলেও নিয়মিত বেতনের সুব্যবস্থা না থাকায় বাজারের ব্যবসায়ীদের মালামাল চুরির ঘটনা বেড়ে গিয়েছে।

সরকারি ম্যানুয়াল অনুযায়ী বাজারের দৃশ্যমান স্থানে টোল আদায়ের হার লেখা সাইনবোর্ড টানিয়ে রাখার নিয়ম থাকলেও এটি মানা হচ্ছে না। বাজার ব্যবস্থাপনা কমিটির তদারকির অভাবে অনুমোদিত হারের অতিরিক্ত টোল আদায় হচ্ছে। হয়রানি হচ্ছে ক্রেতারা।

এসব নিয়ে প্রায়ই বাজারে টোল আদায় কারীদের সাথে ক্রেতাদের কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যন্ত হয়ে থাকে। এসব সমস্যা নিয়ে বাজারের ব্যবসায়ী ও মালিকপক্ষের বেশ কয়েকজন জানান, এভাবে চললে ঐতিহ্যবাহী এ বাজারটি ধ্বংসের মুখে পড়বে।

উল্লেখ্য, হাট বাজার ব্যবস্থাপনা ম্যানুয়াল অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সভাপতি ও সংশ্লিষ্ট হাট – বাজারের স্থায়ী দোকান মালিকগণ কর্তৃক তাদের মধ্যে হতে নির্বাচিত ১ জন প্রতিনিধিকে সদস্য সচিব বা সেক্রেটারি করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অথবা উপ – সহকারী কর্মকর্তা, মহিলা দোকানদারদের মধ্যে থেকে মনোনিত একজন প্রতিনিধি, উপজেলা প্রকৌশলী দপ্তরের কমিউনিটি অর্গানাইজার, অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীগণ কর্তৃক তাদের মধ্য হতে মনোনিত ২ জন প্রতিনিধি, স্থানীয় ভ্যান ও রিক্সা চালকগণ কর্তৃক নির্বাচিত ১ জন প্রতিনিধি ও বাস ও ট্রাক মালিক সমিতি কর্তৃক একজন মনোনিত প্রতিনিধিকে সদস্য হিসেবে রেখে বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করার কথা রয়েছে।

এ ব্যাপারে বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসটি ভাড়া দেয়া হয়েছে কিনা তা আমার জানা নেই তবে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানি। অচিরেই এই অফিসটিকে সচল করে বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস হিসেবে কার্যক্রম পরিচালনা করা হবে। বাজারে চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বাজারটিকে সিসিটিভি ক্যামেরার আওতাধীনে এনে এ অফিস থেকে পরিচালনা করা হবে।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী অফিসারের মোঃ শরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বুল্লা বাজার ব্যবস্থাপনা কমিটির সরকারী অফিস ভবন বেদখল হয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। যদি বিষয়টি এরকম হয় তাহলে আমি এটিকে উদ্ধার করবো। আগামী ২৬ মার্চের পর বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করে দেয়া হবে বলেও তিনি জানান।

]]>
https://prothomsheba.com/archives/15928/feed 0
লাখাইয়ে সড়ক ডাকাতি রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/15880 https://prothomsheba.com/archives/15880#respond Sat, 12 Mar 2022 04:37:59 +0000 http://prothomsheba.com/?p=15880 লাখাই প্রতিনিধি:– লাখাই উপজেলার ইউনিয়নে সড়কে ডাকাতি ছিনতাই ও অবৈধ কার্যকলাপ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) করাব ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ সায়েদুল ইসলাম, ইউনিয়ন বিট পুলিশিং অফিসার আবুল বাশার, লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা।

সভায় বক্তারা ইদানিং সড়কে ঘটে যাওয়া বিভিন্ন ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা এবং ইউনিয়নের অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জোরালো ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

]]>
https://prothomsheba.com/archives/15880/feed 0
হবিগঞ্জে চার দশক মামলা চালিয়ে ক্লান্ত বৃদ্ধ অসহায় কদর আলীর https://prothomsheba.com/archives/14380 https://prothomsheba.com/archives/14380#respond Sun, 28 Mar 2021 08:53:23 +0000 http://prothomsheba.com/?p=14380 হবিগঞ্জ প্রতিনিধি: বৃদ্ধ অসহায় কদর আলীর জমিজমা বলতে ছিল ১৯ শতক জমি। এরমধ্যে ৬ শতকে বসতভিটা ও এর পাশেই ১৩ শতকের ফসলি জমি ছিল। ফসলি ১৩ শতক থেকে আবার ৩ শতক জমি কৌশলে লিখে নিয়েছে প্রতিপক্ষের প্রভাবশালী লোক। তাতেও এ প্রভাবশালী থেমে থাকেননি। বাকী ১০ শতক জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা করতে উঠেপড়ে লেগেছে। এ জমি নিয়ে একের পর এক মামলা হয়। তারমধ্যে কদর আলী সুবিচারের আশায় ৫টি মামলা করেন। অপরদিকে প্রতিপক্ষের প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে কদর আলীর উপর ৬টি মামলা দায়ের করা হয়। উভয় মিলে দায়ের করা ১১ মামলা এখন পর্যন্ত সুরাহা হয়নি। তিনি জানান, প্রতিবেশী নানু ও ভাতিজা সেলিমসহ তার দলবল নিয়ে আমাকে মেরে ফেলার হুমকী দিয়ে আসছে। তাদের হুমকীতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তারা প্রায় সময় বাড়ি ঘরে হামলা করে আসছে। কোনদিন জানি মরে যাই জানিনা মৃত্যুর আগে সঠিক বিচার হবে কিনা জানিনা। মৃত্যুর আগে সঠিক বিচার দেখে মরতে চাই। প্রায় ৪০ বছর ধরে বিরোধ। কদর আলীকে মাসে ৫ থেকে ৭ বার আদালতে গিয়ে মামলা চালাতে হচ্ছে। এতে প্রচুর টাকা খরচ করতে হয়। এতো টাকা খরচ করে মামলা পরিচালনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তারমধ্যে পরিবারের ভরণপোষণ করতে হচ্ছে। বয়সেরভারে তিনি নুহ্য হয়ে পড়েছেন। এখানে তিনি আগের ন্যায় আয় রোজগার করতে পারছেন না। বর্তমানে সন্তানদের আয়ের উপর নির্ভর করে পরিবার নিয়ে কোন উপায়ে চলছেন। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পশ্চিম বামৈ গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে অসহায় কদর আলী (৮০) একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানালেন। তিনি বলেন, অভাবের সংসারে ৯ মেয়ের মধ্যে ৩ মেয়েকে বিয়ে দিয়েছেন অনেকের সাহায্য সহায়তায়। তিন ছেলে মধ্যে এক ছেলে মামলার খরচ দিতে গিয়ে রাগ করে অন্যত্র বসবাস করছে। বর্তমানে এক ছেলে আয় রোজগারে চলতে হচ্ছে। এদিকে পরিবারের ভরণপোষণ ও অপরদিকে মামলা পরিচালনা করা নিয়ে কোন উপায় খুঁজে পাচ্ছে না অসহায় কদর আলী। এমতাবস্থায় মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে আইনের কাছে সুবিচার প্রার্থী ও পরিবার নিয়ে চলার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগীতা কামনা করেছেন অসহায় কদর আলী।

]]>
https://prothomsheba.com/archives/14380/feed 0
লাখাইয়ে চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হওয়ার হাসপাতাল বন্ধ ঘোষনা https://prothomsheba.com/archives/10187 https://prothomsheba.com/archives/10187#respond Wed, 22 Apr 2020 09:01:13 +0000 http://prothomsheba.com/?p=10187 নিজস্ব প্রতিনিধি॥ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও এক নার্স করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য জানান।

তিনি আরো বলেন, আক্রান্ত চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসা লোকজনের রেজিস্টার বের করে সকলকে হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করা হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগ পর্যন্ত হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা বেগম, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ইসামইল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, প্রদীপ দাশ সাগর, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাংবাদিক রাশেদ আহমদ খান, আব্দুল হালীম, ইলিয়াস আলী মাসুক প্রমুখ।

]]>
https://prothomsheba.com/archives/10187/feed 0
লাখাইয়ে ডাকাতির প্রস্তুতির কালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার https://prothomsheba.com/archives/8078 https://prothomsheba.com/archives/8078#respond Sat, 21 Dec 2019 03:38:50 +0000 http://prothomsheba.com/?p=8078 স্টাফ রিপোর্টারঃ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।

গ্রেফতারকৃতরা হল, বানিয়াচং উপজেলার খন্দকার মহল্লার জামাল মিয়ার পুত্র মোঃ শাহীন মিয়া (৩৫) ও ইনাতখানী মহল্লার মোস্তফা মিয়ার পুত্র আব্দুল হামিদ (২৯)। লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ওই এলাকায় বসে ডাকাতির পরিকল্পনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। ডাকাত শাহীনের বিরুদ্ধে ৮টি ও আব্দুল হামিদের বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।

ওসি আরো জানান, শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/8078/feed 0
লাখাইয়ের বুল্লা এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ৩ যুবক আটক https://prothomsheba.com/archives/7778 https://prothomsheba.com/archives/7778#respond Wed, 04 Dec 2019 03:34:46 +0000 http://prothomsheba.com/?p=7778 স্টাফ রিপোর্টারঃ লাখাইয়ের বুল্লা এলাকা ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার দৌলতখাঁবাদ গ্রামের কুতুব মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৭) একই গ্রামের আনসুব আলীর পুত্র ফজলু মিয়া (২৬) ও লাল চান চা বাগানের আনদ নায়েকের পুত্র রিবন নায়েক (১৯)। সূত্র জানায়, আটকৃত লাখাই থেকে গাঁজা নিয়ে হবিগঞ্জের থেকে আসার পথে পশ্চিম বুল্লা এলাকা আসলে পুলিশ তাদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে। যার মূল্য ৫০ হাজার টাকা। এ ব্যাপারে লাখাই থানায় এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। এ তথ্য নিশ্চিত করেন ডিবি এসআই আবুল কালাম আজাদ।

]]>
https://prothomsheba.com/archives/7778/feed 0