মাধবপুর – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Wed, 05 Jul 2023 14:10:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজারিয়ান চালু https://prothomsheba.com/archives/16861 https://prothomsheba.com/archives/16861#respond Wed, 05 Jul 2023 14:10:06 +0000 https://prothomsheba.com/?p=16861 মাধবপুর প্রতিনিধিঃ উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে এগিয়ে চলছে বাংলাদেশ।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব সেবা বিনামূল্যে সিজারিয়ান চালু।জাতিসংঘ এসডিজি পূরণের অন্যতম শর্ত নিরাপদ মাতৃত্ব। বিশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা,মাননীয় বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী,এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন।যিনি স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে এ মাইলফলক কাজটি শুরু করেছেন।

]]>
https://prothomsheba.com/archives/16861/feed 0
বাস চাপায় সিরাজুল ইসলাম (৭০) এক বৃদ্ধ নিহত https://prothomsheba.com/archives/16786 https://prothomsheba.com/archives/16786#respond Tue, 30 May 2023 06:15:57 +0000 https://prothomsheba.com/?p=16786 স্টাপ রিপোর্টার: মাধবপুরে যাত্রীবাহী বাস চাপায় সিরাজুল ইসলাম (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে সাড়ে ৬টা দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিতাস হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সিরাজুল ইসলাম ওই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাছিরনগর উপজেলা মুড়াপুর গ্রামের। খবর পেয়ে মাধবপুর থানার এসআই হুমায়ূন কবির ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

]]>
https://prothomsheba.com/archives/16786/feed 0
স্ত্রীকে নিয়ে পবিত্র হজ্জে যাওয়া হল না ব্যবসায়ী আব্দুল হালিমের। https://prothomsheba.com/archives/16782 https://prothomsheba.com/archives/16782#respond Mon, 29 May 2023 06:01:23 +0000 https://prothomsheba.com/?p=16782 স্টাফ রিপোর্টার: মাধবপুরে শিক্ষিকা স্ত্রীকে নিয়ে পবিত্র হজ্জে যাওয়া হল না ব্যবসায়ী আব্দুল হালিমের। এর আগেই বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী আব্দুল হামিদ (৫৪) নিহত ও স্ত্রী আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় হালিমা কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার বিকালে ঢাকা সিলেট মহাসড়ের হাইওয়ে ইন হোটেল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম ও তার স্বামী ব্যবসায়ী আব্দুল হামিদ আগামী ১৫ জুন পবিত্র হজ্জে যাওয়ার কথা ছিল। রোববার বিকাল ৪টার দিকে মাধবপুর শিক্ষা অফিসে কর্মরতদের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী আন্দিউড়া গ্রামে ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের পৌছতেই একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী আব্দুল হামিদ ঘটনাস্থলে মারা যান। স্ত্রী শিক্ষিকা হালিমা বেগমকে আশংকাজনক অবস্থায় পথচারীরা উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

]]>
https://prothomsheba.com/archives/16782/feed 0
মাধবপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ : ১ সপ্তাহে শতাধিক রোগী ভর্তি https://prothomsheba.com/archives/16283 https://prothomsheba.com/archives/16283#respond Thu, 31 Mar 2022 07:42:30 +0000 http://prothomsheba.com/?p=16283 জালাল উদ্দিন লস্কর,মাধবপুর:-মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া ও পেটের পীড়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, প্রায় প্রতিদিনই ১০/১২ জন রোগী এখানে ভর্তি হচ্ছেন। আক্রান্তদের বেশীরভাগই নারী ও শিশু। স্বাস্থ্য বিভাগের লোকজন আন্তরিকভাবে তাদের সেবা দিয়ে সুস্থ করে তুলছেন জানিয়ে সংস্লিষ্ট সূত্র গত ১ সপ্তাহে শতাধিক ডায়রিয়া রোগী ভর্তির তথ্য নিশ্চিত করেছে । তবে ডায়রিয়া আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলেও একইসাথে নিশ্চিত করেছে সূত্রটি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন আমার হবিগঞ্জকে জানিয়েছেন, খাওয়া দাওয়ার সমস্যার কারনেই বেশীরভাগ রোগী ডায়রিয়া কিংবা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। তার মতে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং স্ট্রিট ফুড বর্জন করার মাধ্যমেই ডায়রিয়ার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব।

বুধবার (৩০মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডে বেশ কয়েকজন ডায়রিয়া রোগী দেখা গেছে। আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের শিশু মিয়া এসেছেন তার ডায়রিয়া আক্রান্ত পুত্রবধুকে চিকিৎসা করাতে।

শিশু মিয়া জানান,গত রাত থেকে তার পুত্রবধু রহিমা ডায়রিয়ায় ভুগছে।আজ সকালে এখানে নিয়ে আসার পর তাকে স্যালাইন ও প্রয়োজনীয় অন্যান্য সেবা দেওয়ায় অবস্থার উন্নতি হচ্ছে এখন।

]]>
https://prothomsheba.com/archives/16283/feed 0
মাধবপুরে দুই শিক্ষকের মারামারি আতংকে ছুটাছুটি করল শিক্ষার্থীরা https://prothomsheba.com/archives/16259 https://prothomsheba.com/archives/16259#respond Thu, 31 Mar 2022 05:41:52 +0000 http://prothomsheba.com/?p=16259 শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-হবিগঞ্জের মাধবপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে ২ শিক্ষকের মারামারিতে লিপ্ত হয়েছে। আতংকে ছোটাছুটি করে বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে শিক্ষার্থীরা। শিক্ষকের মধ্যে চেয়ার ভাংচুর ও শারীরিক নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার জগদীশপুর জে সি হাইস্কুল এন্ড কলেজে কৃষিশিক্ষা বিষয়ক শিক্ষক মোঃ মুসলেহ উদ্দিন ও ইংরেজি বিষয়ের শিক্ষক কাজী ফারুকের মধ্যে মারামারির ঘটনা ঘটে।স্কুলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন রুটিন তৈরিতে সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষককে ক্লাস টিচারের দ্বায়িত্বে নিয়ে আসা, প্রাইভেট পড়ানো, উদ্দেশ্য মূলক ভাবে একাধিক শিক্ষিকার ১০ মাস ধরে বেতন বন্ধ রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতার অপব্যবহার এবং অর্থনৈতিক ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবৎ ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে দুটি গ্রুপে বিভক্ত হয়ে চাপা ক্ষোভ বিরাজমান ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদশী জানান, আজ আনুমানিক ১:১৫ মিনিটে কাজী ফারুক এবং মুসলেহ উদ্দিনের মাঝে হাতাহাতি হয়, ঝগড়ার একপর্যায়ে শিক্ষক রুমে একজন আরেকজনকে লক্ষ্য করে চেয়ার ছুড়াছুড়ি শুরু করলে বিদ্যালয়ের ৩ টি চেয়ার ভেঙ্গে গেছে।
এ বিষয়ে জগদীশপুর জে সি হাইস্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক মোঃ নুরুল্লা ভূঁইয়া সাথে যোগাযোগ করলে শিক্ষকদ্বয়ের মাঝে ঝগড়ার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, অচিরেই এ ঘটনার নিষ্পত্তি করা হবে।

]]>
https://prothomsheba.com/archives/16259/feed 0
মাধবপুরে ফসলের মাঠ থেকে সেচযন্ত্র চুরির হিড়িক https://prothomsheba.com/archives/16256 https://prothomsheba.com/archives/16256#respond Thu, 31 Mar 2022 05:39:01 +0000 http://prothomsheba.com/?p=16256 শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-হবিগঞ্জের মাধবপুরে ফসলের মাঠ থেকে বৈদ্যুতিক স্যালু মেশিন ( সেচ যন্ত্র) চুরির হিড়িক পড়েছে। প্রতি বছর বোরো ইরি মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষকরা সেচ যন্ত্রের সাহায্যে জমিতে পর্যাপ্ত পানি দিয়ে থাকে। চলতি মৌসুমে হঠাৎ করে সেচ যন্ত্র চুরির ঘটনা বেড়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছে। জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের হান্নান মিয়া ও শাহজাহানপুর গ্রামের রানা মিয়া’র সেচ যন্ত্র ফসলের মাঠ থেকে চুরি হয়ে যায়। এর আগে ১৮ ই মার্চ একই ইউনিয়নের জামালপুর গ্রামের নিপু মোল্লা’র, ১৫ই মার্চ ভান্ডারুয়া গ্রামের জামির মিয়ার ও ১২ই ফেব্রুয়ারী মুসলিম মিয়ার সেচ যন্ত্র রাতের আঁধারে চুরি হয়ে গেছে। এছাড়া একই ইউনিয়নের সুরমা গ্রামের তাপস দেব,ফজল মিয়া, নাজিরপুর গ্রামের কাদির মিয়া,সুরমা চা বাগানের বাবু মিয়া, ভান্ডারুয়া গ্রামের শাহাবুদ্দিন মিয়ার সেচ যন্ত্র গ্রামের মাঠ থেকে চুরির খবর পাওয়া গেছে। কৃষকরা জানান, এ সময়ে জমিতে সেচ দিতে না পারলে ধানের সঠিক উৎপাদন ব্যাহত হবে। সার্বিক উৎপাদনে ঘাটতি হবে। তাই দ্রুত এই সেচ যন্ত্র চুর চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। স্থানীয় ইউ/পি সদস্য মো: মান্নান মিয়া জানান, সেচ যন্ত্র চুরির বিষয়টি কয়েকজন কৃষক আমাকে জানিয়েছে। আমি তাদেরকে বিষয়টি চেয়ারম্যান কে ব্যবস্থা গ্রহন করতে বলেছি। শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, আমার নিকট এখনো কেউ এই বিষয়ে অভিযোগ করেনি। এখন আমি অবগত হলাম। আগামী আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি এবিষয়ে আলোচনা করবো।
এ-বিষয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো:গোলাম কিবরিয়া হাসান জানান, সেচ যন্ত্র চুরির বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।

]]>
https://prothomsheba.com/archives/16256/feed 0
মাধবপুরে অযত্নে অবহেলায় পড়ে আছে স্টেডিয়াম https://prothomsheba.com/archives/16228 https://prothomsheba.com/archives/16228#respond Wed, 30 Mar 2022 05:06:33 +0000 http://prothomsheba.com/?p=16228 ইয়াছিন তন্ময়:- মাধবপুর উপজেলা সদরের একমাত্র স্টেডিয়ামটি অযত্নে ও অবহেলায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। মাঠের পশ্চিম ও দক্ষিণ দিকে বর্জ্য ফেলা হচ্ছে।
ফলে ধীরে ধীরে মাঠের জায়গা দখল হয়ে যাচ্ছে। আবার এইসব বর্জ্য ও আবর্জনার কারনে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে ও নানান রোগবালাই ছড়াচ্ছে ব্যাহত হচ্ছে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ।

মাঠের ভীতরে জন্ম নিয়েছে অসংখ্য ছোট বড় গাছ ও ছোট বড় অনেক গর্ত। একটু বৃষ্টি হলেই গর্তগুলি পানিতে ভরে যায় দেখলে মনে হবে ছোট ডোবা বা নালা ।

মাঠের পশ্চিম দিকে একটি দর্শক গ্যালারি আছে যেটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে আছে। মাঠটি রক্ষায় যতাযত কতৃপক্ষের নেই কোন ধরনের নজরদারি।

এদিকে উপজেলা সদরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য উপজেলা সদরে অবস্থিত একমাত্র স্টেডিয়ামটি ছাড়া বিকল্প অন্য কোন স্টেডিয়াম না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না।

ফলে অধিকাংশ শিক্ষার্থীবিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা,গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা,ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান স্টেডিয়ামে আয়োজিত হতো।

কিন্তু বর্তমানে স্টেডিয়ামের দুরবস্থার কারনে কোন কিছুই অনুষ্ঠিত হয় না।

এদিকে সরকার প্রত্যেক উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মাধবপুর উপজেলা সদরে আধুনিক ও উন্নত একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যাপারে কোন প্রকার উদ্যোগ গ্রহন করেছে কিনা জানতে চাইলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুকুমল রায় বলেন,গত দুই বছর যাবত টেন্ডার সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (পদাধিকার বলে) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন,মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে টেন্ডার আহবানের যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

]]>
https://prothomsheba.com/archives/16228/feed 0
মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু https://prothomsheba.com/archives/16200 https://prothomsheba.com/archives/16200#respond Tue, 29 Mar 2022 05:15:33 +0000 http://prothomsheba.com/?p=16200 শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ– হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় মিজান মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মিজান মিয়া বুল্লা ইউনিয়নের ইউনিয়নের মোখলেছ মিয়ার ছেলে। রোববার (২৭ মার্চ) বিকালে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া চকদার বাড়ি বাসষ্ট্যান্ড নামক স্থানে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মোখলেছ মিয়া স্ত্রী তার ছেলে মিজান কে মেয়ের বাড়ি তেলিয়াপাড়া থেকে বাস যোগে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি নামক স্থানে বিকাল প্রায় ৫টার দিকে এসে পৌছায়। মা ছেলে কে নিয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে পারাপারের সময় দ্রুতগতিতে যাওয়া একটি মোটরসাইকেল শিশু মিজান কে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়।
আশংকাজনক অবস্থায় শিশু মিজান কে স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ সত্যতা নিশ্চিত করে জানান থানায় মোটরসাইকেল জব্দ করা হয়েছে।মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ- হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় মিজান মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মিজান মিয়া বুল্লা ইউনিয়নের ইউনিয়নের মোখলেছ মিয়ার ছেলে। রোববার (২৭ মার্চ) বিকালে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া চকদার বাড়ি বাসষ্ট্যান্ড নামক স্থানে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মোখলেছ মিয়া স্ত্রী তার ছেলে মিজান কে মেয়ের বাড়ি তেলিয়াপাড়া থেকে বাস যোগে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি নামক স্থানে বিকাল প্রায় ৫টার দিকে এসে পৌছায়। মা ছেলে কে নিয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে পারাপারের সময় দ্রুতগতিতে যাওয়া একটি মোটরসাইকেল শিশু মিজান কে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়।
আশংকাজনক অবস্থায় শিশু মিজান কে স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ সত্যতা নিশ্চিত করে জানান থানায় মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/16200/feed 0
মাধবপুরে বাল্য বিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/16197 https://prothomsheba.com/archives/16197#respond Tue, 29 Mar 2022 05:02:04 +0000 http://prothomsheba.com/?p=16197 শেখ জাহান রনি,প্রতিনিধিঃ-হবিগঞ্জের মাধবপুরে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের ৩য় তলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
সমন্বয় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ মাসুদ খান,মাহবুবুর রহমান সোহাগ,খুরশেদ আলম, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক একে এম সাইফুল ইসলাম,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,সাংবাদিক আয়ুব খান,ইমাম মোস্তাকিম বিল্লাহ নুরী,কাজী সৈয়দ মনির মিয়া প্রমুখ।ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, ডেপুটি ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট এন্ড ভাউসি) মোঃ নজরুল ইসলাম, অফিসার জাকিয়া সুলতান

]]>
https://prothomsheba.com/archives/16197/feed 0
বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/16151 https://prothomsheba.com/archives/16151#respond Sat, 26 Mar 2022 07:42:00 +0000 http://prothomsheba.com/?p=16151 শেখ জাহান রনি, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ সমিতি সিলেট’র উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫) সকালে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন চৌধুরী এ ক্যাম্পের উদ্বোধণ করেন। সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু তাহের’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, ইউ/পি চেয়ারম্যান আতিকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সমিতির সহসভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহউদ্দিন, সহযোগি অধ্যাপক ডাঃ হাবিবুল্লাহ সেলিম, সহকারি অধ্যাপক ডাঃ আব্দুল কাদের, সহকারি অধ্যাপক ডাঃ রেজোয়ানা মির্জা, সহ সাধারন সম্পাদক একেএম মারুফ, গাজী আব্দুল মাবুদ সমশাদ, সাংগঠনিক সম্পাদক এড. মোস্তাকিম কাওছার, মাধবপুর সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জামাল উদ্দিন, মহানগর হাসপাতালের মাসুদ আহম্মেদ, হাবিবুর রহমান, শামীম রশিদ চৌধুরী, আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে মেডিসিন, সার্জারি, গাইনী ও প্রসূতি, শিশু, হৃদরোগ, চক্ষু, বাত ও ব্যাথা রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্তাবধানে দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

]]>
https://prothomsheba.com/archives/16151/feed 0