বাহুবল – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Sat, 16 Mar 2024 05:08:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 মিরপুরে ভয়াবহ আগুন ১৪টি দোকান পুড়ে ছাই https://prothomsheba.com/archives/17312 https://prothomsheba.com/archives/17312#respond Sat, 16 Mar 2024 05:08:53 +0000 https://prothomsheba.com/?p=17312 স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনো নিরূপন করা হয়নি। গতকাল দুপুর পৌনে ২টার দিকে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ছোট-বড় ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুরে হঠাৎ মিরপুর বাজারের তেমুনিয়ার একটি খাবারের হোটেলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও বাহুবল ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে সফর আলীর চা দোকান, গোলহর মিয়ার মিষ্টির দোকান, ফরিদ মিয়ার ফলের দোকান, করিম মিয়ার হোটেল, টং দোকান ২টি, সেলুন, কম্পিউটার দোকান, মোবাইল সার্ভিসিং ছাড়া কয়েকটি টং দোকান পুড়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনে ছোট বড় মিলিয়ে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে। তিনি বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

]]>
https://prothomsheba.com/archives/17312/feed 0
বাহুবল ও শায়েস্তাগঞ্জের পৃথক স্থানে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু https://prothomsheba.com/archives/16933 https://prothomsheba.com/archives/16933#respond Thu, 03 Aug 2023 05:28:22 +0000 https://prothomsheba.com/?p=16933 স্টাফ রিপোর্টারঃ বাহুবল ও শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের পৃথক স্থানে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২ আগস্ট) বাহুবল ও শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। তারা হলো- বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের নোয়াগড় গ্রামের জুলহাস মিয়ার কন্যা তোহা মিয়া (৬) ও শায়েস্তাগঞ্জের বারলাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রিহান মিয়া (৩)।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান জানান, বাড়ির পাশের ডোবায় পড়ে তোহা মারা যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, গতকাল বুধবার দুপুরে শিশু রিহান বাড়ির সবার অগোচরে পাশের ময়লাযুক্ত একটি ডোবায় পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ ওই ডোবায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

]]>
https://prothomsheba.com/archives/16933/feed 0
বাহুবলে নিরীহ পরিবারের উপর ওয়াহিদ বাহিনীর হামলা গুরুতর ২ জন ওসমানীতে https://prothomsheba.com/archives/16294 https://prothomsheba.com/archives/16294#respond Mon, 04 Apr 2022 20:03:39 +0000 http://prothomsheba.com/?p=16294 নিজস্ব প্রতিনিধিঃ বাহুবলে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে অন্ত:ত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আশংকাজনক অবস্থায় আজিদ মিয়া ও রাহিম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার তারাবি নামাজের সময় উপজেলার স্বস্তিপুর গ্রামে। জানা যায়,১নং স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মৃত নুরাজ মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া(৩৪) দীর্ঘদিন যাবত প্রতিবেশী দিনমুজুর ও নিরীহ মৃত লেবু মিয়ার পরিবারের উপর অন্যায় অত্যাচার চালিয়ে আসছে,এ নিয়ে গ্রামে একাধিক বিচার শালিস হলেও
থানেনি ওয়াহিদের অত্যাচার। গত শনিবার দুপুরে এক শিশু বাচ্চাকে নিয়ে কথা-কাটাকাটির সময় বসতঘরে প্রবেশ করে মারাজ মিয়ার স্ত্রী দিলারা আক্তার ও মেয়ে তূষ্ণা আক্তারকে মারধোর করে গুরুতর আহত করে ওয়াহিদ মিয়া ও তার লোকজন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দিলারা আক্তার ও মেয়ে তূষ্ণা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার তারাবি নামাজের সময় তুচ্ছ বিষয় নিয়ে মৃত লেবু মিয়ার ছেলে আজিদ মিয়া ও তার ছেলে রাহিম মিয়াকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে ওয়াহিদ মিয়া ও তার লোকজন।এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় আজিদ মিয়া ও তার ছেলে রাহিম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গত শনিবার মা মেয়েকে মারধোর ও নির্যাতনের ঘটনায় শনিবার বিকেলেই বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দিলারা আক্তার। অভিযোগটি তদন্ত করছেন পুটিজুরী তদন্ত কেন্দ্রের এস আই নাজমুল হোসেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

]]>
https://prothomsheba.com/archives/16294/feed 0
জেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি, কৃষকদের মধ্যে স্বস্থি https://prothomsheba.com/archives/16247 https://prothomsheba.com/archives/16247#respond Wed, 30 Mar 2022 06:05:25 +0000 http://prothomsheba.com/?p=16247 স্টাফ রিপোর্টার :- হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সাধারণ কৃষকদের মধ্যে স্বস্থি নেমে এসেছে। তবে কৃষকরা জানান, বেশ কিছুদিন ধরে প্রচন্ড খরার কারণে বোরো ফসলসহ শাক সবজি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এরই মধ্যে বোরো ধানের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলেও ফসলের জন্য উপকার হবে। এছাড়া রাস্তা ঘাটে ধুলাবালি থাকার কারণে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। চলাচলেও পথচারীদের ব্যাঘাত ঘটছে। এই বৃষ্টির কারণে এখন আর ধুলাবালি বাতাসের সাথে উড়ে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। চৈত্রের খড়া থেকে বাচতে গ্রামগঞ্জে অনেক কৃষকরা দোয়া মাহফিল করেছে। এছাড়াও সনাতন ধর্মালম্বীরা বৃষ্টির জন্য ব্যংঙের বিয়েও দিয়েছেন। গতকাল সরেজমিনে শহরের পার্শ্ববর্তী বিভিন্ন হাওরে গিয়ে দেখা যায়, এই বৃষ্টির কারণে ফসলের মধ্যে যেন প্রাণ ফিরে এসেছে।

]]>
https://prothomsheba.com/archives/16247/feed 0
সাবেক এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বাহুবলের সমুদ্রফেনা হতে নবীগঞ্জের আনোয়াপুর গ্রামে বিদ্যুতায়ন https://prothomsheba.com/archives/16209 https://prothomsheba.com/archives/16209#respond Tue, 29 Mar 2022 05:37:53 +0000 http://prothomsheba.com/?p=16209 স্টাফ রিপোর্টার:-বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন ও নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম আনোয়ারপুরে প্রায় ৮০ লক্ষ টাকা সরকারি ব্যয়ে বিদ্যুৎ সংযোগ সমাপ্ত হয়েছে।
সংরক্ষিত আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় এই বিদ্যুৎ সংযুক্ত হওয়ায় স্নানঘাটের সমুদ্রফেনা ও কালিয়ারভাঙ্গার আনোয়ারপুরের হাওর অধ্যুষিত মৎস্যজীবী পরিবারগুলো সরকারের বিদ্যুৎ সেবায় সংযুক্ত হলো।

সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমি গুংগিয়াজুরী হাওর পাড়ের মানুষ। হাওরের সুবিধাবঞ্চিত মানুষকে আওয়ামী লীগ সরকারের আলোর ধারায় আনতে সাংসদ থাকা অবস্থায় আমি সরকারের বিদ্যুৎ মন্ত্রনালয়ে ডিও প্রেরণে আবেদন করলে সাংসদ হিসাবে আমার বরাবর বিশেষ বিদ্যুৎ বরাদ্দ মঞ্জুর হয়।

এই বরাদ্দ দিয়ে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ হয়। যেহেতু সমুদ্রফেনা ও আনোয়ারপুর হাওর অধ্যুষিত গ্রাম তাই দূর্গম এই দুই গ্রামের বিদ্যুৎতায়ন সময়সাপেক্ষ হয়ে ওঠে।

অবশেষে, মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিষয়টি জানালে বিশেষ তদারকিতে আবারও বেগবান হয় এই বিদ্যুৎ সংযুক্তির কর্মকান্ড।

সোমবার( ২৮ মার্চ) বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিদ্যুৎ খুটি ও সংযোগ আনয়নে হবিগঞ্জ পল্লী বিদ্যুতায়ন উন্নয়ন বোর্ড হবিগঞ্জ এর জিএম মোতাহার হোসেন, সহকারী জেনারেল মোঃ শহীদুল্লাহ সহ উপস্থিত সকলের জন্য দোয়া করা হয়।

এসময় শোকর গোজার দাতব্য সেবালয়ের শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, নবীগঞ্জ বাহুবল উপজেলায় সীমান্তবর্তী দুই গ্রামে বিদ্যুৎ সংযুক্তির মাধ্যমে আল্লাহ তায়ালা সুন্দর পরিসমাপ্তি ঘঠালেন।

এই সময় সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সহকারী জেনারেল মোঃ শহীদুল্লাহ, বিদ্যুৎ লাইন ইনস্পেক্টর কামররুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন- অর রশিদ, ওর্য়াড আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন,কৃষক লীগ ওয়ার্ড সভাপতি কাছন মিয়া, শোকর গোজার পাঠশালার কমিটির সভাপতি দীলিপ সহকারি শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও সমুদ্রফেনা ও আনোয়ারপুর গ্রামের নানা বয়সী নারী- পুরুষ বিদ্যুতায়নের আনন্দঘন আয়োজনে উপস্থিত ছিলেন।

]]>
https://prothomsheba.com/archives/16209/feed 0
পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পুলিশ সুপার মুরাদ আলি https://prothomsheba.com/archives/15584 https://prothomsheba.com/archives/15584#respond Wed, 02 Mar 2022 14:21:07 +0000 http://prothomsheba.com/?p=15584 নুর উদ্দিন সুমন :  হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

বুধবার (৩ মার্চ) দুপুরে পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে  ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। পরে  নির্মাণ সামগ্রী ও কাজের মান পরীক্ষা করে দেখেনে। এ সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো:  আবুল খয়ের, গণপূর্ত দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও বাহুবল থানার  অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম খান প্রমুখ ।

]]>
https://prothomsheba.com/archives/15584/feed 0
শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন ও পুটিজুরী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন ডিআইজি মফিজ উদ্দিন https://prothomsheba.com/archives/15445 https://prothomsheba.com/archives/15445#respond Mon, 14 Feb 2022 18:27:36 +0000 http://prothomsheba.com/?p=15445 পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করলে কেউই পার পাবেননা-  ডিআইজি মফিজ উদ্দিন

নুর উদ্দিন সুমন :  বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন ও বাহুবল থানাধীন পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এর আগে সকালে হবিগঞ্জে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। ‘গার্ড অব অনার’ প্রদান করে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল। সোমবার (১৪ ফেব্রয়ারী) সকালে বাহুবলের পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পরে দুপুর ১২টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন থানা ভবনের উদ্বোধন সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল। বাহুবল সার্কেল মো: আবুল খায়ের, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রাকিবুল ইসলাম খান,শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় দেব, হবিগঞ্জের  পিডব্লিউওি সংশ্লিষ্ট অফিসারবৃন্দ। এ সময়  ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ নবনির্মিত থানা ভবনের কাজের অগ্রগতি  সংক্রান্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং সাধারণ মানুষকে ভালবেসে সম্মান অক্ষুন্ন রেখে পুলিশি কার্যক্রম চালিয়ে যাবেন। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করলে কেউই পার পাবেননা ।

]]>
https://prothomsheba.com/archives/15445/feed 0
বাহুবলে সুমন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে এসপি মুরাদ- জড়িতের দ্রুত গ্রেফতার করা হবে। https://prothomsheba.com/archives/15396 https://prothomsheba.com/archives/15396#respond Wed, 09 Feb 2022 16:43:37 +0000 http://prothomsheba.com/?p=15396 নুর উদ্দিন সুমন :  হবিগঞ্জের  বাহুবলের মধুপুর চা বাগানের বাসিন্দা সুমন মুন্ডা (১৮) চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন নিহতের পরিবারকে । পরে তিনি  এলাকার লোকজন ও নিহতের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন।

সাথে ছিলেন বাহুল সার্কেল মো: আবুল খায়ের, বাহুল মডেল থানার ওসি মো: রকিবুল ইসলাম ।পুলিশ সূত্র জানায়, ১৬ জানুয়ারি বাহুবল মডেল থানায় মধুপুর চা-বাগানের বাসিন্দা সুমন মুন্ডা হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে হত্যা মামলা করেন। এ ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন ও মামলার যথাযথ তদন্তের লক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বুধবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য যে, ২০২১ সালের ৩০ ডিসেম্বর সুমন মুন্ডা নিখোঁজ হয়। পরে চলতি বছরের ১৫ জানুয়ারি মধুপুর চা-বাগানের পাশে বনবিটের হাটুভাঙ্গা নামক এলাকার গভীর জঙ্গলের ভিতরে লোকজন একটি লাশ দেখতে পায়। এলাকার লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। মা বানী মুন্ডা (৫০) ছেলে সুমনের মরদেহ শনাক্ত করেন।

]]>
https://prothomsheba.com/archives/15396/feed 0
হ্যাট্রিক জয় পেয়ে মেম্বার হলেন আফরোজ আলী তালুকদার https://prothomsheba.com/archives/15311 https://prothomsheba.com/archives/15311#respond Tue, 01 Feb 2022 14:56:51 +0000 http://prothomsheba.com/?p=15311 নুর উদ্দিন সুমন :  টানা তিনবার নির্বাচিত হয়ে হ্যাট্রিক জয় পেলেন মো: আফরোজ আলী তালুকদার । তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে  বিজয়ী হন। সোমবার (৩১ জানুয়ারী)   রাতে বাহুবল  উপজেলা নির্বাচন কর্মকর্তা  তাকে বিজয়ী ঘোষণা করেন।

টানা তিনবার পেয়ে আনন্দিত আফরোজ আলী তালুকদার ও তার  কর্মী-সমর্থকরা।  নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে পাঁচজন প্রার্থী সাধারণ সদস্য (মেম্বার)   পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো: আফরোজ আলী তালুকদার  ফুটবল  প্রতীকে ৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন  বলু লাল দেব তালা  প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৯৪ ভোট। ফলাফলে আফরোজ আলী তালুকদার ১৯২ ভোট বেশি পান। এর আগেও দুইবার তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে মানবতার সেবায় কাজ করেন।

হ্যাট্রিক জয় পেয়ে আফরোজ আলী তালুকদার  বলেন, ‘আমার প্রতিটি জয় মানুষের সেবার ফসল। আমি কখনো কারো সাথে অন্যায় আচারণ করেনি। যে কারণে আমাকে বারবার ৯ নং ওয়ার্ডবাসী নির্বাচিত করেছেন। আমি সারাজীবন মানুষের পাশে থেকে সেবা করতে চাই। আমার যারা বিরোধিতা করেছে, তারাও আমার আপনজন। যে কারণে কারো প্রতি আমি সহিংস আচারণ করব না। সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, এটাই মনে করব।

হবিগঞ্জ  জেলা নির্বাচন কর্মকর্তা মো: সাদেকুল ইসলাম  জানান, ৬ষ্ঠ ধাপে মিরপুর  ইউনিয়নের ৯  নং ওয়ার্ডে  ১২২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। এখানে সাধারণ সদস্য মেম্বার  পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

]]>
https://prothomsheba.com/archives/15311/feed 0
বাহুবলে ফিঙ্গারপ্রিন্ট জটিলতায় অনেকেই ভোট দিতে পারেনি https://prothomsheba.com/archives/15299 https://prothomsheba.com/archives/15299#respond Tue, 01 Feb 2022 03:25:31 +0000 http://prothomsheba.com/?p=15299 বাহুবল প্রতিনিধি: বাহুবলে শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে প্রথম বারের মতো ইভিএম মেশিনে সম্পন্ন হওয়া নির্বাচনে ফিঙ্গারপ্রিন্ট জটিলতার কারণে অনেকেই ভোট দিতে না পেরে ব্যর্থ মনোরথে ঘরে ফিরে গেছেন। বিশেষ করে অধিকাংশ বয়ষ্ক, অসুস্থ ও শ্রমজীবী ভোটারের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। গতকাল সোমবার উপজেলার ৭ ইউনিয়নের ৭৬ কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০২ এবং সাধারণ সদস্য পদে ৩২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, ছেলের কোলে চড়ে ভোট কেন্দ্রে হাসিমুখে প্রবেশ করছেন কানু চন্দ্র শীলের অসুস্থ স্ত্রী রিনা রানী চন্দ। কিছুক্ষণের মধ্যেই ছেলের কোলে চড়েই মলিন মুখে বের হয়ে আসেন তিনি। জিজ্ঞাস করতেই ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “মেশিন ভালা না, ভোট নেয় না! ভোট দিতাম পারলাম না। অসুইখ্যা মানুষ, জীবনে আর ভোট কেন্দ্রে আইতাম পরমু কী না কইতাম পারি না। শেষ ভোট দিতাম পারলাম না।”
একই কেন্দ্রে কথা হয়, জান্নাত তামান্না নামে এক টিনএজ ভোটারের সাথে। তিনি মিষ্টি হেঁসে বলেন, “ইভিএম-এ ভোট কত মজা। টিপ, সই, সিলের ঝক্কি-ঝামেলা নাই।

]]>
https://prothomsheba.com/archives/15299/feed 0