আজমিরীগঞ্জ – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Sun, 21 May 2023 05:39:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 মিঠামইনের বায়েরচর গ্রামে বিষপানে মা ও ছেলের মৃত্যু https://prothomsheba.com/archives/16766 https://prothomsheba.com/archives/16766#respond Sun, 21 May 2023 05:39:47 +0000 https://prothomsheba.com/?p=16766 স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের মিঠামইনের বায়েরচর গ্রামে বিষপানে মা ও ছেলের মৃত্যু । তবে এলাকাবাসী বলছেন, মা শিশুকে প্রথমে বিষপান করায় পরে নিজে বিষপান করে। এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আজমিরীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মিঠামইনের বায়েরচর গ্রামে। মৃতরা হল, আইন উল্লার স্ত্রী তামান্না আক্তার (৩০) ও শিশু সাইফ উল্লা (৫)।জানা যায়, গতকাল শনিবার বিকালে মা ও শিশুকে বিষাক্রান্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে আশপাশের লোকজন ছাড়া ঘনিষ্ঠ কেউ না আসায় সন্দেহের সৃষ্টি হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, শুনেছি স্বামীর সাথে ঝগড়া করে তামান্না নিজে এবং শিশুকে বিষপান করায়।এদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। লাশ দুইটি সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/16766/feed 0
আজমিরীগঞ্জে আগুনে পুড়ল ৪টি বসতঘর ও ৫টি ইজিবাইক https://prothomsheba.com/archives/16270 https://prothomsheba.com/archives/16270#respond Thu, 31 Mar 2022 07:01:35 +0000 http://prothomsheba.com/?p=16270 স্টাফ রিপোর্টার :- আজমিরীগঞ্জে টমটম ইজিবাইক গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর ও ৫টি টমটম ইজিবাইক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, অগ্নিকান্ডের ঘটনায় তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের আবু ছালেকর বাড়িতে
ছোট একটি টমটম ইজিবাইকের গ্যারেজ রয়েছে। সেখানে গ্রামের বেশ কয়েকটি টমটম ইজিবাইক চার্জ দেয়া হয়।
গতকাল বুধবার রাতে হঠাৎ করেই গ্যারেজে আগুন দেখা দেয়। মূহূর্তেই আগুন পাশ^বর্তী চারটি বসতঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডে আবু ছালেক মিয়া, রেজাউল মিয়া, আবু কালাম, ফরুক মিয়ার ঘর পুড়ে গেছে। এছাড়া গ্যারেজে থাকা ৫টি টমটম ইজিবাইকও পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, আগুনে তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/16270/feed 0
আজমিরীগঞ্জে হ-য-ব-র-ল ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা https://prothomsheba.com/archives/16092 https://prothomsheba.com/archives/16092#respond Tue, 22 Mar 2022 04:33:25 +0000 http://prothomsheba.com/?p=16092 স্টাফ রিপোর্টার :-মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’। গত ১৭ মার্চ দেশব্যাপী মেলার উদ্বোধন হয়, চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণের কাছে তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য।
কিন্তু আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে আয়োজিত মেলা চলছে হ-য-ব-র-ল ভাবে। মেলায় বিভিন্ন সরকারি দপ্তরগুলো স্টল বরাদ্দ নিলেও কোন উন্নয়ন কর্মকান্ড প্রদর্শীত হতে দেখা যয়নি। শুধুমাত্র নিজ নিজ স্টলে বঙ্গবন্ধুর কিছু ছবি টানিয়েই দায়িত্ব শেষ করে নিয়েছে অধিকাংশ সরকারি দপ্তর। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। বলছেন, এমন হ-য-ব-র-ল ভাবে অনুষ্ঠিত মেলায় শুধু অর্থ অপচয়ই হচ্ছে, সরকারের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে না।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেলা ঘুরে দেখা যায় অধিকাংশ স্টলই ফাঁকা। উন্নয়ন কর্মকান্ডের প্রদর্শনীতো দূরের কথা অধিকাংশ স্টলে ছিলেন না দায়িত্বপ্রাপ্ত কেউ। সাধারণ মানুষ মেলা দেখতে গিয়ে হতাশাগ্রস্থ হয়ে ফিরে আসছেন। আজমিরীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিসসহ ৫/৬টি স্টলে বিভিন্ন কর্মকান্ড প্রদর্শীত হয়।
এদিকে, উপজেলা সমাজসেবা অফিসের স্টলে গিয়ে দেখা যায় একের পর এক হিন্দি গান চলছে। মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার এমন কর্মকান্ডে বিব্রত হয়েছেন মেলায় আসা দর্শনার্থীরাও। সেই সাথে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং সমাজসেবা অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী শেখ মাসুম হোসেন বলেন, ‘ব্যস্ততার কারণে আমরা স্টলে বসতে পারিনি। তাই অফিস সহায়ককে বসিয়ে রেখেছি। দেশাত্ববোধক গান ছাড়া অন্য কোন গান বাজাতে আমরা তাকে নিষেধ করেছি। হিন্দি গান বাজানোর বিষয়টি খুবই দুঃখজনক। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমি বলেন, ‘এই মেলায় আসলে কোন কিছু প্রদর্শনী করার কথা না। এখানে নিজ নিজ দপ্তরের বিভিন্ন ছবি টানিয়ে রাখার কথা এবং সব স্টলেই ছবি আছে। তবে সকালের দিকে স্টলে স্ব স্ব দপ্তরের কর্মকর্তারা ছিলেন দাবি করে তিনি বলেন- দুপুর হয়ে যাওয়া সবাই খাওয়া-দাওয়া করতে গেছেন।’
তিনি বলেন, ‘দেশের গান ছাড়া অন্য কোন গান বাজাতে পুরোপুরি নিষেধ করে দেয়া হয়েছে। সমাজসেবা অফিসের স্টলে হিন্দি গান বাজানোর বিষয়টি আমার নজরে আসেনি। আমি অফিসের কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে জানিয়েছি। তিনি খোঁজ নিয়ে দেখছেন।’

]]>
https://prothomsheba.com/archives/16092/feed 0
আজমিরীগঞ্জের বদলপুরে ৪৫০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ https://prothomsheba.com/archives/14633 https://prothomsheba.com/archives/14633#respond Thu, 06 May 2021 08:59:16 +0000 http://prothomsheba.com/?p=14633 আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পরিবহন করায় সময় ৪৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বদলপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়। অভিযানে (২য় পৃষ্ঠায়)

নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মতিউর রহমান খান। তিনি বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পরিবহন করার সময় অভিযান চালানো হয়। এসময় অভিযানের টেরপেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় ৪৫০ কেজি (১৫ বস্তা) চাল। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ারকে নির্দেশনা দেয়া হয়েছে। ইউএনও আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে স্থানীয়ভাবে তদন্ত করার জন্য চেয়ারম্যান বদলপুর কে নির্দেশ দেয়া হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/14633/feed 0
চুনারুঘাটে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক https://prothomsheba.com/archives/13654 https://prothomsheba.com/archives/13654#respond Sat, 07 Nov 2020 17:37:51 +0000 http://prothomsheba.com/?p=13654 নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে মাদক কারবারীরা বেপরোয়া। নানা কৌশলে পাচার করছে মাদকসহ বিভিন্ন চোরা চালান। গতকাল শনিবার পু্লিশ বিজিবির পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবাসায়ীকে আট করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে পৌর শহরের পুবালি ব্যাংকের সামন থেকে মাইক্রোবাস যোগে গাজাঁ পাচারকালে দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ । আটককৃতরা হলো- উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের মৃত আ: আউয়ালের পুত্র আলী আশরাফ ওরফে লিটন (২৭) একই এলাকার সৈয়দ উল্লার পুত্র সাব্বির মিয়া (২৭)। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ জানান, দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই রাজন দেব, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ ও এএসআই মাহমুদ হাসান, এএসআই রবিউলসহ একদল পুলিশ পৌরশহরের ম্যবাজার পুবালি ব্যাংকের সামনে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেল ৫টায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

একই দিনে সকাল সাড়ে দশটায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গুইবিল ক্যাম্পের নায়েক মোঃ বাবলুর রশিদ এর নেতৃত্বে গুইবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৭০/৩-এস হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়শ্রী রাস্তার উপর হতে এক নারীসহ তিনজনকে সাড়ে ১০ কেজি গাজাঁসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন বড়াইল গ্রামের ছহিবুল্লাহর ছেলে জাবেদ মিয়া (২২) ইকরতলী গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) ডুলনা গ্রামের মৃত রজব আলীর পুত্র আলী হোসেন ( ২৩)। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও ৩ জন আসামী পালিয়ে যায়। হবিগঞ্জ ৫৫ বিজিবির লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, পিবিজিএম, পিবিজিএমএস বলেন গ্রেফতারকৃত আসামীরা যাত্রীরা বেশ ধরে মাদক পাচার করছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/13654/feed 0
আজমিরীগঞ্জে বাল্য বিয়ে পণ্ড, বর-কনের পিতাকে অর্থদণ্ড https://prothomsheba.com/archives/13271 https://prothomsheba.com/archives/13271#respond Tue, 29 Sep 2020 06:08:27 +0000 http://prothomsheba.com/?p=13271 আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। এসময় বাল্যবিবাহের আয়োজনের দায়ে কনে এবং বরের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে মুচলেখা নেয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউনিয়নের বিরাট নোয়াআব্দা গ্রামে কিশোরী কন্যার বাল্যবিবাহ আয়োজন করার দায়ে কিশোরী কন্যার পিতা এবং বরের পিতাকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার বিতঙ্গল গ্রামের জনৈক ব্যক্তির ছেলের সাথে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট নোয়াআব্দা গ্রামের নুর মিয়ার নাবালিকা কন্যা (১৬) এর বিবাহের আয়োজন করা হয়। উভয় বাড়িতে শুরু হয় বিয়ের আয়োজন। এরই প্রেক্ষিতে রবিবার গায়ে হলুদ সম্পন্ন করা হয় এবং সোমবার দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয় কনের বাড়িতে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বিয়েবাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে কনে এবং বরের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার শর্তে মুচলেখা প্রদান করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন, কনে প্রাপ্ত বয়স না হওয়ায় বাল্য বিবাহ আইনে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। কনের পিতা এবং বরের পিতাকে অর্থদণ্ড ও মুচলেখা রাখা হয়েছে। আইন অমান্য করে বাল্য বিবাহ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
অভিযানে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

]]>
https://prothomsheba.com/archives/13271/feed 0
লাখাই উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ https://prothomsheba.com/archives/12734 https://prothomsheba.com/archives/12734#respond Thu, 20 Aug 2020 17:52:58 +0000 http://prothomsheba.com/?p=12734 নিজস্ব প্রতিনিধি : লাখাইয়ের সাংবাদিক ফোরামের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ এবং করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে লাখাইর স্থানীয় বুল্লা বাজারে সাস্থ সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ ও সচেতনতা মূলক অভিযান লাখাই সাংবাদিক ফোরাম লাখাই কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। সাংবাদিক ফোরাম লাখাই কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত প্রচার অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নওয়াজ, রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য।এতে প্রচারনামূলক ও সচেতনতা মূলক বক্তব্য উপস্থাপন করেন বুল্লা বাজার ব্যকস এর সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মাশুকুর রহমান মাশুক, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী বদিউল আলম কাজল,সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী,সাংবাদিক ফোরাম এর অর্থ সম্পাদক সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আমজাদ হোসেন নয়ন,সমাজকল্যাণ সম্পাদক তাফাজ্জুল হক,যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান শাহীন মোল্লা প্রমুক। এসময় বাজারে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়িদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। প্রচার অভিযানে প্রধান অতিথি লুসিকান্ত হাজং বলেন, বৈশ্বিক করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। করোনা সংক্রমন প্রতিরোধে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে,ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে,মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

]]>
https://prothomsheba.com/archives/12734/feed 0
অবশেষে দেশে ফিরেছেন সৌদিতে নির্যাতনের শিকার আজমিরীগঞ্জের হোসনা https://prothomsheba.com/archives/7599 https://prothomsheba.com/archives/7599#respond Thu, 28 Nov 2019 03:21:51 +0000 http://prothomsheba.com/?p=7599 স্টাফ রিপোর্টারঃ নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে বাঁচার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা পাঠানো আজমিরীগঞ্জের সেই হোসনা অবশেষে দেশে ফিরেছেন। বুধবার রাত প্রায় ১২টায় সৌদি এয়ারলাইন্স এসভি-৮০৪ বিমানযোগে রিয়াদ হয়ে ঢাকা বিমানবন্দরে পৌছান তিনি। এর পুর্বে হোসনাকে দেশে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান। হোসনা আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের শফিউল্লার স্ত্রী।
জানা যায়, দালাল শাহীন মিয়া ও প্রস্তাবিত রিক্রুটিং এজেন্সি আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনের প্রলোভনে পড়ে এজেন্সি আল-সারা ওভারসিস (আরএল-৭৫২) সৌদি যাওয়ার সিদ্ধান্ত নেন হোসনা আক্তার। তবে সৌদি যাওয়ার পর থেকে তিনি সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরে এক ভিডিও বার্তায় তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে স্বামী শফিউল্লাহর কাছে বাঁচার আকুতি জানান হোসনা। কোনো উপায় না পেয়ে শফিউল্লা ছুটে যান দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে। কিন্তু তারা হোসনাকে দেশে আনতে দুই লাখ টাকা দাবি করেন। উপায় না দেখে গত ২৪ নভেম্বর গণমাধ্যম ও ব্র্যাকের সহায়তা চেয়ে আবেদন করেন শফিউল্লাহ। এরপর নিরাপদে হোসনাকে দেশে ফেরত আনতে পরিবারটিকে সার্বিক সহায়তার সিদ্ধান্ত নেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

এদিকে, এ ঘটনায় জড়িত দালাল ও এজেন্সিদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন হোসনার পরিবার ও স্বজনরা।

]]>
https://prothomsheba.com/archives/7599/feed 0
হবিগঞ্জ আ’লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ॥ জেলার প্রায় সাড়ে ৩ শত কাউন্সিলারের হাতে ট্রামকার্ড https://prothomsheba.com/archives/7422 https://prothomsheba.com/archives/7422#respond Sat, 23 Nov 2019 03:10:14 +0000 http://prothomsheba.com/?p=7422 স্টাফ রিপোর্টারঃ জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন করে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা, চলছে নানা আয়োজনের প্রস্তুতি। বলা যায়, প্রায় সাড়ে ৩শ কাউন্সিলারের হাতেই এখন ট্রামকার্ড। তারাই নির্ধারণ করবেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের জেলা কান্ডারী।

জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলমগীর খান সাদেক জানান, ঘোষণা অনুযায়ী আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টায় শহরের নিমতলায় অনুষ্ঠিত হবে জেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ লক্ষে ইতিমধ্যেই গঠন করা হয়েছে সম্মেলন প্রস্তুত ও নির্বাচন পরিচালনা কমিটি। কমিটিতে আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীকে আহবায়ক ও সম্মেলন প্রস্তুত কমিটিতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

তিনি জানান, আগামী ৭ ডিসেম্বর জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভা (হবিগঞ্জ পৌরসভা)সহ ১০টি সাংগঠনিক ইউনিটের চুড়ান্ত ভোটার (কাউন্সিলার) তালিকা প্রস্তুত করা হবে। নিয়ম অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির সকল এবং প্রত্যেক ইউনিট থেকে জনসংখ্যা অনুপাতে কাউন্সিলার মনোনীত হবেন। সেই হিসেবে সর্বমোট কাউন্সিলারের সংখ্যা ৩৫৯ বা এর কম-বেশি হতে পারে। জনসংখ্যার অনুপাতটি কেমন জানতে চাইলে তিনি জানান, প্রতিটি ইউনিটের অন্তর্গত সর্বমোট জনসংখ্যার প্রতি ১০ হাজারে ১ জন কাউন্সিলার মনোনীত হবেন।

জেলা আওয়ামীলীগ সূত্র জানায়, মোট ৮টি পদে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে, সভাপতি, সাধারণ সম্পাদক, ৩টি যুগ্ম-সম্পাদক ও ৩টি সাংগঠনিক সম্পাদক। এসব পদে নির্বাচন করতে ইচ্ছুকদের ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনারের কাছে আবেদন জমা দিতে হবে।

এদিকে, প্রতিটি উপজেলা কমিটিতেও চলছে সম্মেলনের প্রস্ততি। আয়োজন করা হচ্ছে বর্ধিত সভা। জানা গেছে, আজ ২৩ নভেম্বর বাহুবল, ২৭ নভেম্বর বানিয়াচং ও আজমিরীগঞ্জ, ২৮ নভেম্বর হবিগঞ্জ পৌরসভা, ২৯ নভেম্বর মাধবপুর, ৩০ নভেম্বর চুনারুঘাট, ১ ডিসেম্বর নবীগঞ্জ ও ৪ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার বর্ধিত সভা। পাশাপাশি অনুষ্ঠিত হবে উপজেলা কমিটির সম্মেলন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক ইউনিটের কাউন্সিলারদের চুড়ান্ত তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৫ জুন হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এবার দীর্ঘ সাড়ে ৬ বছর পর সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

]]>
https://prothomsheba.com/archives/7422/feed 0
আজমিরীগঞ্জে পানিতে ডুবে সুন্দরী গৃহবধূর মৃত্যু https://prothomsheba.com/archives/7278 https://prothomsheba.com/archives/7278#respond Sat, 16 Nov 2019 03:29:01 +0000 http://prothomsheba.com/?p=7278 স্টাফ রিপোর্টারঃ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে পানিতে পড়ে জ্যোতি রাণী গোপ (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সুবিধ গোপের স্ত্রী। শুক্রবার দুপুরে জলসুখা পাঠুলিপাড়া গ্রামের তার বাড়ির পাশে পুকুড়ে জ্যোদি রাণী ন্সান করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজা-খুজির পর প্রায় ২ ঘন্টা পর মাঝ পুকুড়ে তার দেহ ভেসে উঠে। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বাজারে এক ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার তালুকদার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে, স্থানীয়দের ধারণা পুকুড় প্রায় ২’শ বছরের পুরনো হওয়ায় সুন্দরী জ্যোতিরাণীকে জলমাল আত্মসাত করেছে। তবে পুলিশ বলছে এটা কুসংস্কার ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

]]>
https://prothomsheba.com/archives/7278/feed 0