সুনামগঞ্জ জেলা – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Sat, 05 Feb 2022 14:23:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোক https://prothomsheba.com/archives/15374 https://prothomsheba.com/archives/15374#respond Sat, 05 Feb 2022 14:22:28 +0000 http://prothomsheba.com/?p=15374 মোশারফ হোসেন লিটন, সুনামগঞ্জ ঃ খ্যাতিমান সাংবাদিক,রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। শোক জানিয়েছেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, সহ সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মহিবুর রেজা তালুকদার টুনু,সহ সভাপতি আবুল হোসাইন শরীফ, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সহ সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল, অর্থ সম্পাদক বিপলু রজ্ঞন দাস, নির্বাহী সদস্য মইনুল হোসেন খাঁন, নির্বাহী সদস্য মোশাররফ হোসেন লিটন,প্রমুখ।

]]>
https://prothomsheba.com/archives/15374/feed 0
ব্যস্ত জগন্নাথপুরের হাওরপাড়ের কৃষাণীরা https://prothomsheba.com/archives/14500 https://prothomsheba.com/archives/14500#respond Wed, 28 Apr 2021 13:15:44 +0000 http://prothomsheba.com/?p=14500 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরগুলোতে চলছে বোরোধান কাটার উৎসব। স্হানীয় ভাষায় বলা হয় বৈশাখী উৎসব। আর এ বৈশাখী তুলতে হাওর পাড়ের কৃষকদের সাথে কৃষাণীরা এখন ব্যস্ত সময় পার করছেন । কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ধান তুলতে কৃষকদের পাশে থেকে কৃষাণীরা কাজ করছেন।

উপজেলা কৃষি কার্যালয় ও হাওর পাড়ের কৃষক কৃষাণীরা জানান, একমাত্র বোরো ফসলের ওপর এ উপজেলার কৃষকরা নির্ভরশীল। বোরোধান তুলতে পারলেই কৃষক পরিবারের সারা বছরের আহার জোগানোর পাশাপাশি বিয়ে সাদি ঘর দরজা নির্মাণ সংস্কার কাজ করতে পারেন। আর বোরো ফসল ঘরে না উঠলে তাদের দুঃখ কষ্টের শেষ থাকেনা।

বুধবার (২৮ এপ্রিল) নলুয়ার হাওরে কথা হয় দাসনোওয়াগাঁও গ্রামের বাসিন্দা কৃষাণী বিন্দু রানী দাসের সঙ্গে। তিনি তাঁর কলেজ পড়ুয়া মেয়ে স্বর্নালী দাসকে নিয়ে ধান শুকানোর কাজ করছেন। কাজের ফাঁকে বিন্দু রানী দাস বলেন, বোরো ফসলের ওপর তাদের ছয় সদস্যের পরিবার নির্ভরশীল। এবার ১০ কেদার (৩০ শতাংশে এক কেদার জমিতে বোরো আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় তাঁরা খুশি। আর স্বর্ণালী দাস বলেন করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ রয়েছে। তাই আনন্দ মনে ধান তোলার কাজে কৃষক বাবা মার পাশে থেকে কাজ করছেন।

নলুয়ার হাওরের গাদিয়ালা গ্রামের বাসিন্দা সুলতানা বেগম বলেন, বৈশাখী এলে কৃষকরা ধান কেটে মাড়াই দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার পর ধানগুলো শুকিয়ে ঝাড়ি দিয়ে বস্তাবন্দি ও উগারে তোলার কাজ কৃষাণীদেরকে করতে হয়।এবার প্রকৃতি অনুকূলে থাকায় আমরা খুশি মনে ধান গুলায় তুলতে পারছি।

নলুয়ার হাওর পাড়ের বাসিন্দা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শান্তনা ইসলাম বলেন, হাওর পাড়ের ঘরে ঘরে এখন কৃষকদের পাশাপাশি কৃষাণীরা সমানতালে ধান তোলার কাজ করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবারের কাজের পাশাপাশি ধান শুকানো ও সংরক্ষণের কাজ করছেন।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, উপজেলায় এবার ২১ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধান তোলার কাজ চলছে। পুরুষের পাশে থেকে নারীরা ধান তোলার কাজ করায় দ্রুত ধান ঘরে উঠছে। তিনি বলেন, ইতিমধ্যে ৮০ শতাংশ জমির ধানকাটা হয়ে গেছে।

জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার বলেন, কৃষি কাজে এখন কৃষকের পাশাপাশি সমানতালে কৃষাণীরা কাজ করছেন।ধান কাটা,মাড়াই,শুকানো ও বস্তাবন্দি করে সংরক্ষণ সব কাজে নারীরা পারদর্শী। হাওর ঘুরে ধান তোলার কাজে নারীদের কর্মচাঞ্চল্যতার আনন্দময় দৃশ্য এখন দৃশ্যমান।

]]>
https://prothomsheba.com/archives/14500/feed 0
সুনামগঞ্জ পৌরসভায় দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র নাদের বখত https://prothomsheba.com/archives/14020 https://prothomsheba.com/archives/14020#respond Fri, 18 Dec 2020 17:10:58 +0000 http://prothomsheba.com/?p=14020 মোশারফ হোসেন লিটন, সুনামগঞ্জ : মনোনয়নপ্রত্যাশীদের নৌকা প্রতীক হাসিলের ম্যারাথন দৌড়ের শেষ পর্যায়ে এসে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান মেয়র নাদের বখতের হাতেই নৌকা তুলে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সংগঠক হুসেন বখতের পুত্র ও প্রয়াত পৌর মেয়র আয়ূব বখত জগলুলের ভাইকে দ্বিতীয় মেয়াদে নৌকা দেওয়ায় উল্লসিত দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুরসহ দ্বিতীয় ধাপের অনুষ্ঠিতব্য পৌরনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ছাতক পৌরসভায় বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আর জগন্নাথপুর পৌরসভায় বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়াকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
এদিকে, নাদের বখতকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার খবরে শুক্রবার রাত ৮টার দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা শহরে আনন্দ-উল্লাস ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। তারা ‘নৌকা, নৌকা’ স্লোগানে প্রকম্পিত করেছেন রাজপথ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাদের বখতকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌরসভায় এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস।
ঘোষিত তফসিল অনুযায়ী সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ভোট হবে ১৬ জানুয়ারি।

]]>
https://prothomsheba.com/archives/14020/feed 0
পরিকল্পনামন্ত্রীকে সুনামগঞ্জের সুধীসমাজের সংবর্ধনার প্রস্ততি https://prothomsheba.com/archives/14003 https://prothomsheba.com/archives/14003#respond Sat, 12 Dec 2020 10:46:31 +0000 http://prothomsheba.com/?p=14003 মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেপথ্য কারিগর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সজ্জন রাজনীতিবিদ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সংবর্ধনা দেবে সুনামগঞ্জের সুধীসমাজ। সুধী-জনতার ভালোবাসায় সিক্ত হবেন তিনি। সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত তাকে পথে সংবর্ধনা দেবে সাধারণ জনতা। প্রিয় নেতাকে বরণ করতে পথে পথে তৈরি হয়েছে প্রায় দেড় শতাধিক সুসজ্জিত তোরণ। গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত খণ্ডিত কয়েকটি পথসভাও অনুষ্ঠিত হবে।
আজ শনিবার দুপুর ১২টায় আব্দুজ জহুর সেতুর পশ্চিম পাশে সুনামগঞ্জ হাউজিং মাঠে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। সেখানে সংবর্ধিত হবেন তিনি। আয়োজক সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন জননেতা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি তাকে প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং সর্বশেষ নির্বাচনে বিজয়ী হবার পর পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের প্রতি অত্যন্ত দরদী থাকায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান তার মাধ্যমে জেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। এ কারণে জেলার সাধারণ মানুষ তাকে উন্নয়নের বরপুত্র বলে অভিহিত করেন। কেউ কেউ বলেন হাওর রত্ন। তবে উন্নয়নে বিশ্বাসী এমএ মান্নান কথা কম বলে কাজের মাধ্যমেই জবাব দিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। এর আগে গত বছর জেলার সাধারণ মানুষ ও আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় খসড়া আইন অনুমোদন করায় সুনামগঞ্জ স্টেডিয়ামে বিশাল গণসংবর্ধনা দিয়েছিল পরিকল্পনামন্ত্রীকে। এবার বিশ্ববিদ্যালয় চূড়ান্ত অনুমোদন লাভ করায় সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ উন্নয়নকামী এই নেতাকে স্মরণকালের বৃহৎ সুধীসমাবেশের আয়োজন করেছে। আজ শনিবার ১২ ডিসেম্বর দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের সমাগম হবে। প্রতিটি উপজেলা থেকেই হাজার হাজার মানুষ অংশ নিবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ইতোমধ্যে প্রিয় নেতাকে বরণ করতে দেড় শতাধিক তোরণের পাশাপাশি হাজারো ফেস্টুন লাগানো হয়েছে। তার নির্বাচনী ও জন্ম এলাকা দক্ষিণ সুনামগঞ্জবাসী মনবেগ থেকে ৩ হাজার মোটর সাইকেল ও ৩০০ শতাধিক মাইক্রোবাসে তাকে বরণ করবে। সিলেট থেকে ছাতক ও সুনামগঞ্জের নেতাকর্মীরা তাকে বরণ করবেন। ছাতক এলাকায়ও তাকে পথে পথে কৃতজ্ঞতা জানাবে এলাকাবাসী। ইতোমধ্যে দক্ষিণ ছাতকবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা তার মাধ্যমে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবি প্রত্যাশা করছেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারি হাসনাত হোসাইন বলেন, মন্ত্রী মহেদায় ঢাকা থেকে শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। পথে পথে তাকে ছাতক এলাকাবাসী বরণ করবে। তিনি পথসভায় সংবর্ধনার জবাব দিবেন।
জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, জেলার সুধীসমাজ জেলাব্যাপী বিশাল উন্নয়নের কারণে পরিকল্পনামন্ত্রী মহোদয়ের কাছে ঋণী। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উড়াল সড়ক, রেলসহ আরো বৃহত্তম প্রকল্পগুলো তিনি পরিকল্পনা কমিশন থেকে পাস করে নিয়েছেন। এগুলো পর্যায়ক্রমে পাস হবে। তিনি বলেন, জেলা ব্যাপী এসব উন্নয়নের কারণে আমরা সেই ঋণ সুধীসমাজকে নিয়ে ভালোবাসার মাধ্যমে শোধ করতে চাই। উন্নয়নে বিশ্বাসী সজ্জন এই রাজনীতিবিদকে তাই আমরা সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি। তার সম্মানে জনতা স্বতঃস্ফূর্ত শত শত তোরণ বানিয়েছে। তিনি বলেন, এমএ মান্নানের কারণে আমরা জাতীয়ভাবে উন্নয়নের সমতায় পৌঁছার সুযোগ পেয়েছি। তাকে সম্মান না জানানো হবে অকৃতজ্ঞতা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রীকে সুধীসমাজের মাধ্যমে কৃতজ্ঞতা জানান।

]]>
https://prothomsheba.com/archives/14003/feed 0
বিশ্বম্ভরপুর নদীর তীর কেটে বালু-পাথর উত্তোলন https://prothomsheba.com/archives/13899 https://prothomsheba.com/archives/13899#respond Mon, 30 Nov 2020 04:03:16 +0000 http://prothomsheba.com/?p=13899 মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ : বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান-চলতি নদীর তীরে থাবা বসিয়েছে বালুখেকোচক্র। তারা নদীর তীর কেটে বালু-পাথর উত্তোলন করছে। ফলে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী গ্রামগুলো। স্থানীয়রা প্রভাবশালী বালুখেকোদের আগ্রাসন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদীর পশ্চিম তীরে গিয়ে দেখা যায় হাজী আব্দুস সামাদ মড়লের আবাদী জমি থেকে ভোরবেলা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে নিয়োজিতরা যে যার মতো গা ঢাকা দিতে শুরু করেন। জমির মালিক হাজী আব্দুস সামাদ মড়লের সাথে কথা হলে তিনি বলেন, আমার আবাদি জমিসহ ধোপাজান-চলতি নদীর তীর কেটে প্রতিদিন বালু-পাথর উত্তোলন করছে প্রভাবশালী সিন্ডিকেট। প্রতি ভোররাত থেকে তাদের তাণ্ডব শুরু হয়। ১০ থেকে ১২ টি ড্রেজার মেশিন বালু-পাথর উত্তোলনে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা করম আলী বলেন, ধোপাজান-চলতি নদীতে আমার কোন বডি কিংবা ড্রেজার মেশিন নেই। আমার রেকর্ডিয় ভূমি থেকে আমাকে না বলে প্রতিদিন ভোরে পাথর উত্তোলন করায় আমার একটি টিন শেডঘর নদীগর্ভে বিলীন হয়েছে। আমি ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেছি। ইউপি সদস্য আবু তাহের বলেন, নদীতে যারা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে তাদেরকে ছাড় দেয়া ঠিক হবে না। এ ব্যাপারে সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন বলেন, যারা অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলন করে বিভিন্ন প্রতিষ্ঠানকে হুমকির মুখে ফেলছেন তাদের বিরুদ্ধে বেশি বেশি করে রিপোর্ট করুন। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার জানান, ধোপাজান নদীতে কেউ যাতে বালু-পাথর উত্তোলন না করতে পারে সে জন্য পুলিশ প্রতিনিয়ত ডিউটি করছে।

]]>
https://prothomsheba.com/archives/13899/feed 0
শাল্লায় এক নারীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন https://prothomsheba.com/archives/13894 https://prothomsheba.com/archives/13894#respond Mon, 30 Nov 2020 03:57:21 +0000 http://prothomsheba.com/?p=13894 মোশাররফ হোসেন লিটন সুনামগঞ্জ : শাল্লার এক নারীকে ধর্ষণের চেষ্টা করার প্রতিবাদে মানববন্ধন। শনিবার(২৯ নভেম্বর) সুনামগঞ্জ জেলায় শাল্লার এক নারীকে ধর্ষণের চেষ্টা করার প্রতিবাদে মানববন্ধন করেছে অজিত দাস নামে এক ব্যাক্তি। মানববন্ধনে কান্নাকাটি করে আনন্দপুর গ্রামের মধু দাসের ছেলে প্রজেশ দাসের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে একই গ্রামের মন্ত দাসের ছেলে অজিত দাস। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ভাইরাল হয়ে যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে প্রাথমিক তদন্তে যান। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, ইউনিয়ন চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গ্রামবাসীর উপস্থিতিতে সত্যতা যাচাই বাছাই ও বাদীর স্বাক্ষীগণকে জিজ্ঞাসাবাদ করা হয়। এজাহারে উল্লেখিত স্বাক্ষী গোপেন্দ্র দাস ও বরুন দাসের স্বাক্ষীমতে এখানে ধর্ষণের চেষ্টার কোনো ঘটনা ঘটেনি। এমনকি পাড়া প্রতিবেশিও এই ঘটনা সম্পর্কে কিছুই জানেনি বলে জনসম্মুকে বলেছেন তারা।

রবিবার বেলা ১ টায় ঘটনার প্রাথমিক তদন্তের সময় স্বাক্ষী গোপেন্দ্র দাস ও বরুন দাস বলেন, অজিত দাসের স্ত্রী ও প্রজেশ দাসের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রজেশ দাস গালিগালাজ করে এটা সত্য। তবে রাতে ধর্ষনের চেষ্টার বিষয়টি সম্পর্কে তারা বলেন, আমরা কাউকে দেখিনি। অজিত দাসের স্ত্রী ও তার মা রাতে চিৎকার শুরু করেছে। পরে আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলে বলে প্রজেশ দাস নাকি তাদের ঘরের বেড়া ভেঙ্গে প্রবেশ করেছে।
তবে আমরা কাউকে দেখিনি। এদিকে আশপাশের লোকজন কিছুই জানেনা।

এবিষয়ে শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করেছি। তবে ধর্ষণের চেষ্টার অভিযোগের কোনো সত্য পাওয়া যায়নি।

]]>
https://prothomsheba.com/archives/13894/feed 0
সুনামগঞ্জে১৭ কোটি টাকা ব্যয়ে নতুন একটি পানি শোধনাগার উদ্বোধন https://prothomsheba.com/archives/13873 https://prothomsheba.com/archives/13873#respond Sat, 28 Nov 2020 18:26:42 +0000 http://prothomsheba.com/?p=13873 মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্ট এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে নতুন একটি পানি শোধনাগার উদ্বোধন করায় পৌরসভার আরও দুই হাজার গ্রাহক বিশুদ্ধ পানি সুবিধা পাবেন বলে জানিয়েছে পৌর কর্তৃকপক্ষ। মঙ্গলবার দুপুরে এই পানি শোধনাগার ভার্চুয়ালি উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। এ সময় পৌরসভার মেয়র নাদের বখতসহ শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, এই প্রকল্পের আওতায় দেড় লক্ষ গ্যালন ধারণক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাঙ্ক, একটি ভাসমান জেটি, ১৯ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে। প্রতিঘণ্টায় ৭৫ হাজার গ্যালন পানি বিশুদ্ধ করা হবে এই শোধনাগারে। এটি চালু হওয়ার পর পর্যায়ক্রমে আরও দুই হাজার নতুন গ্রাহক বিশুদ্ধ পানি সুবিধা পাবেন। ইতোপূর্বে ১৮০০ গ্রাহক পৌর এলাকায় পানি সুবিধা পেতেন বলে জানান তিনি।
সুনামগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
পৌর মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ পৌরসভায় শতভাগ নাগরিক সেবা প্রদানে পৌর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রত্যক্ষ সহযোগিতায় পৌরসভায় বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মিত হওয়ায়, নতুন ও পুরাতন প্লান্টের মাধ্যমে পৌরসভার ৭০ ভাগ গ্রাহককে পানি সেবা প্রদান করা হবে। পৌরসভার মল্লিকপুর এলাকায় আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণে পরিকল্পনা রয়েছে আমাদের। এটি বাস্তবায়ন হলে পৌরসভার শতভাগ নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, পৌর কাউন্সিলার আহমদ নূর, গোলাম সাবেরীন সাবু, ফয়জর নূর, পৌর আওয়ামী লীগের দপ্তর স¤পাদক লিটন সরকার, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ, ঠিকাদার আবুল বাশার প্রমুখ।

]]>
https://prothomsheba.com/archives/13873/feed 0
সাংবাদিকরা সমাজের দর্পণ এডিসি – মো: জসিম উদ্দিন https://prothomsheba.com/archives/13682 https://prothomsheba.com/archives/13682#respond Thu, 12 Nov 2020 11:58:33 +0000 http://prothomsheba.com/?p=13682 মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ: অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ জসিম উদ্দিন বলেছেন সাংবাদিকরা সমাজের দর্পণ, অবিচার, ঘুষ,দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা সোচ্চার থাকেন সর্বদা। তবে অপসাংবাদিকতা সমাজের জন্য ক্ষতিকারক। একজন প্রকৃত সাংবাদিক সব সময় দেশ ও দশের কথাই চিন্তা করেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহীদ জগত জোতি পাঠাগার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিনদিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। এতে সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পিআইবি উপ পরিচালক শাহ আলম সৈকত,যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু,পারভেজ আহমেদ ,সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ আল জিনাত। এছাড়া ভার্চুয়ালী অংশগ্রহণ কারী দের উদ্দেশে বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ। আলোচনা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ জসিম উদ্দিন প্রশিক্ষণে অংশগ্রহণ কারী সাংবাদিক দের মাঝে সনদ পত্র প্রদান করেন। উল্লেখ্য গত ৫,৬,৭ নভেম্বর সুনামগঞ্জ জেলার ৩৫ জন সাংবাদিক দের, ৮ ও ৯ নভেম্বর স্কুল, কলেজ পড়ুয়া শিশু সাংবাদিকদের এবং ১০,১১, ও ১২নভেম্বর উপজেলা পর্যায়ের সাংবাদিক দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর জেলা পর্যায়ের সাংবাদিক দের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ উপস্থিত থেকে সনদ পত্র প্রদান করেন।

]]>
https://prothomsheba.com/archives/13682/feed 0
সুনামগঞ্জে বাস খাদে: প্রাণহানি ছাড়াই উদ্ধার তৎপরতা সমাপ্ত https://prothomsheba.com/archives/12243 https://prothomsheba.com/archives/12243#respond Tue, 21 Jul 2020 11:22:55 +0000 http://prothomsheba.com/?p=12243 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে অন্তত ২০ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ার পর কোনো প্রাণহানির ঘটনা ছাড়াই উদ্ধার তৎপরতা সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস।
সকাল সাড়ে ৯টায় টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে অন্তত ২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬ জন আহত অবস্থায় দুর্ঘটনার পর পর বেরিয়ে আসতে সক্ষম হন। এদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালানোর পর বাসের ভিতর আটকা পড়া অবস্থায় কাউকে পায়নি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছিলেন বাসে ১৫/২০ জন যাত্রী ছিল। তাদের দেয়া তথ্য ভুল হতে পারে। আমাদের দুই ঘণ্টার তৎপরতায় বাসের ভিতরে কাউকে না পেয়ে বেলা দেড়টায় উদ্ধার অভিযান সমাপ্ত করি।
এদিকে, খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
তবে দুর্ঘটনার সময় গাড়ি থেকে বের হওয়া যাত্রী দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাফুল ইসলাম গাড়িতে আরও যাত্রী থাকতে পারে বল দাবি করেছেন তিনি।
তবে এর সত্যতা পাওয়া যায়নি বলে জানান উদ্ধারকর্মী ডুবরি দল।

]]>
https://prothomsheba.com/archives/12243/feed 0
ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দী https://prothomsheba.com/archives/11798 https://prothomsheba.com/archives/11798#respond Sun, 28 Jun 2020 05:24:21 +0000 http://prothomsheba.com/?p=11798 বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা ভারিবর্ষণ ও পাহাড়ি ঢলে অনেকের বাসা বাড়ি প্লাবিত হওয়ায় জনজিবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গোলার ধান ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। আকস্মিক বন্যায় ভেসে গেছে শতাধিক মৎস্য খামারের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজির বাগান ও ক্ষেতের ফসল। নিরাপদ পানি ও খাদ্য সংকটে রয়েছেন পানিবন্দী নিম্নআয়ের হাজার হাজার মানুষ।
করোনার মহামারির মধ্যে বন্যায় এখন সাধারণ রোগের চিকিৎসা সেবা নিয়েও শংকায় রয়েছেন এ উপজেলার মানুষ। সিলেট-ছাতক আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় ছাতক শহরের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে এ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি করছেন অনেকেই।
এদিকে উপজেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো প্লাবিত হয়নি সেগুলো খুলে দিয়ে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে সার্বক্ষণিক কন্ট্রোল রুম। রোস্টার অনুযায়ী আলাদা আলাদাভাবে প্রশাসনের কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, রিপোর্ট লেখা পর্যন্ত ছাতকের সুরমা নদীর বিপদসীমার ১৮০ সেঃমিঃ ও চেলা ও পিয়াইন নদীর পানি ২০০ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া গতকাল শনিবার আকস্মিক ঘূর্ণিঝড়ে কবলে পড়ে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের ধারন এলাকার প্রায় ৪০ পরিবার ও সিংচাপইড় ইউনিয়নের আরও অন্তত ২০ পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক খবরাখবর নেওয়া হচ্ছে। তিনি সবাইকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

]]>
https://prothomsheba.com/archives/11798/feed 0