সিলেট জেলা – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Fri, 23 Feb 2024 11:55:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 আর্থপিডিয়া কর্তৃক সিভি লেখা ও চাকুরির ইন্টারভিউ ওয়ার্কশপ” নামক কর্মশালা অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/17295 https://prothomsheba.com/archives/17295#respond Fri, 23 Feb 2024 11:55:33 +0000 https://prothomsheba.com/?p=17295 আর্থপিডিয়া কর্তৃক আয়োজিত সিভি লেখা ও চাকুরির ইন্টারভিউ ওয়ার্কশপ” নামক কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: সিলেট লিডিং ইউনিভার্সিটিতে আর্থপিডিয়া কর্তৃক আয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান আর্থপিডিয়া গ্লোবাল ও লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় দেশবরেণ্য ক্যারিয়ার, সিভি বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান কর্পোরেট জিজ্ঞাসা এর তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী সিভি লেখা ও চাকরির ইন্টারভিউ ওয়ার্কশপ” নামক কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালায় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহ-উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মুহিত চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে শুরুর আয়োজক সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান। এছাড়াও লিডিং ইউনিভার্সিটি দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবো জানিয়ে ভবিষ্যতেও এধরনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া, বেসরকারি অলাভজনক উন্নয়ন সেবা প্রতিষ্ঠান আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সৈয়দা নাজনীন আহমেদ সিলভি।

কর্মশালার মূল পর্ব পরিচালনা করেন স্বনামধন্য বেসরকারি ক্যারিয়ার গাইডলাইন ও সিভি বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান Corporate Ask এর কর্ণধার নিয়াজ আহমেদ। তিনি CV লেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেয়ার নিয়ম ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মশালার মূল আয়োজক আর্থপিডিয়া গ্লোবালের বর্তমানে নারী উন্নয়ন, জেন্ডার সমতা, নারীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিয়ে সচেতনতামূলক কাজ করছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী সৈয়দা নাজনীন সিলভি জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান হতে ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত হয়েছেন।

]]>
https://prothomsheba.com/archives/17295/feed 0
পারমার্থিক মুক্তির পথ দেখায় শ্রীমদ্ভাগবত গীতা- নিরাজ কুমার জয়সওয়াল https://prothomsheba.com/archives/16870 https://prothomsheba.com/archives/16870#respond Fri, 14 Jul 2023 13:00:58 +0000 https://prothomsheba.com/?p=16870 মানব জাতীর কল্যাণের পাশাপাশি পারমার্থিক মুক্তির পথ দেখায় শ্রীমদ্ভাগবত গীতা- নিরাজ কুমার জয়সওয়াল

নিজস্ব সংবাদদাতা : সিলেটস্থ ভারতীয় উপদূতাবাসের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেন,সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ,আর বেদের নির্যাস হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা। গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়,এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানবজাতির ইহ জাগতিক কল্যানের পাশাপাশি পারমার্থিক মুক্তির পথ দেখায়।তিনি বলেন আমরা যদি শ্রীমদ্ভাগবত গীতা কে আঁকড়ে ধরে জীবন পরিচালিত করি,তাহলে শান্তির অমিয়ধারা আনাদের সবার উপর বর্ষিত হবে।সকল সমস্যার সমাধান পবিত্র ধর্মগ্রন্থ গীতায় পাওয়া যায়। মি:নিরাজ কুমার জয়সওয়াল গতকাল শুক্রবার নগরীর শ্রী শ্রী বলরাম জিউর আখরায় বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ বলেন সনাতন ধর্মের নান্দনিকত্য প্রতিটি সনাতন গূহে পৌছে দেওয়ার জন্য প্রতিদিন গীতা পাঠের মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজকর্ম শুরু করতে হবে।তিনি বলেন গীতা পাঠের মাধ্যমে সত্য, সুন্দর, বৈদিক সনাতন ধর্মের মর্মবাণী আত্নস্থ করে বিশ্ববাসীর কাছে পৌছিয়ে দিতে হবে।বিশেষ অতিথি সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা:মামুন আল মাহতাব শপ্নিল বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে মানুষে মানুষে সম্প্রীতির মাধ্যমে ই আমাদের এগিয়ে যেতে হবে।তিনি বলেন স্বাধীনতার স্বপ্ন যেন বাধাগ্রস্ত না হয়,এরজন্য আমাদের সবাইকে সজাগ থেকে স্বীয় অবস্থান থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে গীতাপাঠ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন শ্রী বিনীত চক্রবর্তী, এডভোকেট বিজয় কৃষ বিশ্বাস, দৈনিক যুগিভেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিতা জয়সওয়াল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐকঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উৎযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযুদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন,সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়,সিলেট মহানগর পূজা উৎযাপন পরিষদ এর সভাপতি রজত কান্তি গুপ্ত, মহানগর শাখার সাবেক সভাপতি সুব্রত দেব,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল,মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব,পূজা উদযাপন পরিষদে সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ,মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস,সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক,হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শংক শুভ্র রায়,মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ মিরাবাজার শ্রী শ্রী বলরাম জিউর আখরার কমিটির সাধারণ সম্পাদক শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ক বিভাগে ১ম স্থান অধিকার করে সুইটি দেবনাথ, ২য় স্থান পূর্ণিমা রানী দাস,৩য় স্থান অধিকার করে ভূমিশ্রী বৈদ্য বৃন্দা,খ বিভাগে ১ম হয় রাজশ্রী চন্দ মিথিলা, ২য় স্থান অর্জন করে পুস্পিতা দাস,৩য় স্থান অধিকার করে সৃষ্টি চন্দ।

]]>
https://prothomsheba.com/archives/16870/feed 0
পাসপোর্ট করতে যেয়ে দেখলেন ৯ বছর আগেই পাসপোর্ট হয়ে গেছে https://prothomsheba.com/archives/16868 https://prothomsheba.com/archives/16868#respond Thu, 13 Jul 2023 16:29:28 +0000 https://prothomsheba.com/?p=16868 পাসপোর্ট করতে যেয়ে দেখলেন ৯ বছর আগেই পাসপোর্ট হয়ে গেছে এক নারীর নামে।।

হবিগঞ্জ সংবাদদাতা : পাসপোর্ট করতে যেয়ে হারুন অর রশীদ দেখলেন ৯ বছর আগেই তার এনআইডি নাম্বার দিয়ে পাসপোর্ট করেছেন মায়া নামের এক নারী।

জানা গেছে, চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামের আব্দুল খালেকের ছেলে হারুন অর রশীদ চলতি বছরের ৬ মার্চ হবিগঞ্জ আঞ্চলিক অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। গত ২৯ মার্চ পাসপোর্ট পাওয়ার কথা। কিন্তু ঢাকা থেকে পাসপোর্ট আসছিল না। পরে হবিগঞ্জ পাসপোর্ট অফিসে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, একই নম্বরের জাতীয় পরিচয়পত্র দিয়ে মায়া খাতুন নামে এক নারী আগেই পাসপোর্ট করেছেন। যার কারণে হারুন অর রশীদের পাসপোর্ট তৈরি হচ্ছে না।

পাসপোর্ট পেতে গত ৪ মাস ধরে হবিগঞ্জ ও ঢাকা পাসপোর্ট অফিসে ধন্না দিচ্ছেন। তবে হারুন অর রশীদ পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ।

অনুসন্ধান করে জানা গেছে, চুনারুঘাট উপজেলার সোনাচংবাজার সংলগ্ন বসন্তপুর গ্রামের মাসুক মিয়ার স্ত্রী মায়া খাতুন ২০১৪ সালের জাতীয় পরিচয়পত্র দিয়ে হবিগঞ্জ আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট করেছেন। এরপর তিনি বিভিন্ন দেশে ৮ বছর প্রবাস জীবন কাটান। গত ২০২০ সালের ১১ জানুয়ারি রিয়াদে বাংলাদেশ মিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করেন মায়া খাতুন।

মায়া খাতুনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার অরিজিনাল এনআইডি কার্ড রয়েছে। তিনি পাসপোর্ট করেছিলেন এক দালালের মাধ্যমে। ওই দালাল ফরম করে দিয়েছিলেন, তিনি শুধু ফিঙ্গার দিয়েছেন।
মায়া খাতুন আরো জানান, এতোদিন তার ওই পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে গিয়েছেন, কোনো সমস্যা হয়নি।

ভুক্তভোগী হারুন অর রশীদ জানান, ঢাকা পাসপোর্ট অফিসে যোগাযোগ করলে তিনি আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে বলেন। হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বলছেন, ঢাকা অফিস থেকে চিঠি আসুক, তারপর ব্যবস্থা নেয়া যাবে।

এ ব্যাপারে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘মূলত বিষয়টি হলো, মায়া বেগম যখন পাসপোর্ট করেছিলেন, তখন উনার এনআইডি নাম্বার সম্ভবত ভুল দেয়া হয়েছিল। আর ৯ বছর আগে পাসপোর্টের সাথে এনআইডির লিঙ্ক করা ছিল না। তিনি জানান, বিষয়টি সেন্ট্রাল ইনভেস্টিগেশন শাখার উপপরিচালককেও জানিয়েছেন। তাদের সিদ্ধান্তের চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন তিনি। তবে মায়া খাতুন যদি তার সঠিক এনআইডি দিয়ে সংশোধন চেয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে বিষয়টি আরো সহজ হবে।

]]>
https://prothomsheba.com/archives/16868/feed 0
সিলেটের নতুন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের যোগদান https://prothomsheba.com/archives/16673 https://prothomsheba.com/archives/16673#respond Sun, 26 Feb 2023 18:09:21 +0000 https://prothomsheba.com/?p=16673 নুর উদ্দিন সুমন : সিলেট রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান যোগদান করেছেন । রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি । এ সময় বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।

শাহ মিজান শাফিউর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার মুরদহ গ্রামের প্রয়াত শিক্ষক হাফিজুর রহমান ও মা নাজনীন বেগমের পুত্র। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত রসায়ন হতে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সিলেট রেঞ্জে যোগদানের পূর্বে তিনি ডিআইজি হিসেবে এন্টি টেররিজম ইউনিট, ঢাকা, অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা এবং পুলিশ সুপার হিসেবে ঢাকা জেলা, লক্ষীপুর জেলা, পুলিশ হেডকোয়ার্টার্স/ইউএন এ্যাফেয়ার্স ও ঢাকায় এসবি, দিনাজপুর জেলা, সিএমপি, র‌্যাব, এসবি ও যশোর জেলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা এই কর্মকর্তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে বহু প্রশংসা আর পদক। দু’বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ‘জাতিসংঘ শান্তি পদক। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী রোকেয়া খাতুন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। উল্লেখ্য সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলী করা হয়েছে। একই সাথে অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শফিউর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়। নতুন ডিআইজি পূণ্যভূমি সিলেটে দায়িত্ব পালন কালে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

]]>
https://prothomsheba.com/archives/16673/feed 0
বিশ্বনাথে বিদেশী মদসহ ডিবি পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার https://prothomsheba.com/archives/14536 https://prothomsheba.com/archives/14536#respond Wed, 28 Apr 2021 19:47:50 +0000 http://prothomsheba.com/?p=14536 নিজস্ব প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের ডিবি পুলিশ।মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দক্ষিণ জোনের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে এসআই শহীদুল ইসলামসহ একদল ডিবি পুলিশ বিশ্বনাথ থানা এলাকার লামাকাজী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্গত মাহাতাব পুর সাকিন অর্থ সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উত্তর পাশ থেকে হাফিজুর রহমান (২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ভারতীয় বিদেশী মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুর বিশ্বনাথ থানা দিন কাজির গাও গ্রামের আব্দুল আহাদের ছেলে । ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, চলমান সংকট মোকাবেলার পাশাপাশি মাদক উদ্ধার সহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সিলেট জেলা পুলিশ বিশেষ ভাবে তৎপর রয়েছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আবুল কালাম আজাদ বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। ডিবির ওসি আশীষ কুমার জানান, মাদক নির্মূলে পুলিশ সুপার স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। মাদক উদ্ধারের ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

]]>
https://prothomsheba.com/archives/14536/feed 0
সিলেটে সকাল থেকেই সড়কে হেফাজতের নেতাকর্মীরা https://prothomsheba.com/archives/14402 https://prothomsheba.com/archives/14402#respond Sun, 28 Mar 2021 09:19:45 +0000 http://prothomsheba.com/?p=14402 হরতাল পালন করতে সিলেটে সকাল থেকেই রাজপথে নেমেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে হরতালের সমর্থনে মাঠে নেমেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ফজরের নামাজের পর থেকেই নগরী ও আশপাশের এলাকায় রাস্তাঘাটে নেমে পড়েন হেফাজতের নেতাকর্মীরা। তারা নগরের বিভিন্ন স্থানে সড়কে নেমে পিকেটিকং করেন। নগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে, কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন। এদিকে, হরতালে দিনের শুরু থেকে সিলেটে আন্তঃজেলা ও
আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নগর এলাকায় হালকা যান চলাচলও বন্ধ। হামলা ও ভাঙচুরের ভয়ে ব্যবসায়ীরাও দোকানপাট, বিপণিবিতান বন্ধ রেখেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার (২৬ মার্চ) ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ হয় চট্টগ্রামের হাটহাজারীতেও। এতে চারজনের মৃত্যু হয়। প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সারা দেশের ন্যায় সিলেটেও হরতাল পালিত হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ খান বলেন, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি বা কাউকে আটক করা হয়নি। হেফাজত নেতাকর্মীরা মাঠে থাকলেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখলেই অ্যাকশনে যাবে পুলিশ।

]]>
https://prothomsheba.com/archives/14402/feed 0
সিলেটে মোদীবিরোধী বিক্ষোভ, জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক https://prothomsheba.com/archives/14406 https://prothomsheba.com/archives/14406#respond Sun, 28 Mar 2021 09:17:25 +0000 http://prothomsheba.com/?p=14406 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হয়েছেন ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী। এ সময় ১৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরের নয়াসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের নাম নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে ১৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ১৩টি মোটরসাইকেলও জব্দ করা হয়। তিনি বলেন, বিক্ষোভকারীরা নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলো। পুলিশ তাদের বিক্ষোভ মিছিলে বাঁধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে ১৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামের ন্যায় সিলেটেও মোদীবিরোধী কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা বাদ আসর সিলেটের মাঠে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল টিম মহানগরের ৬ থানা এলাকায় টহল দিচ্ছে বলেও জানান এডিসি। পাশাপাশি মাঠে বিজিবির টহল টিম রয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, হেফাজতের লোকজন কর্মসূচি নিয়ে বিকেলে মাঠে নামার কথা রয়েছে। এ জন্য জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল টিমও মাঠ চষে বেড়াচ্ছে।

]]>
https://prothomsheba.com/archives/14406/feed 0
প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পেলো ৭৪টি পরিবার https://prothomsheba.com/archives/14210 https://prothomsheba.com/archives/14210#respond Sat, 23 Jan 2021 11:42:13 +0000 http://prothomsheba.com/?p=14210 নুর উদ্দিন সুমন: ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজকে আমার অত‌্যন্ত আনন্দের দিন। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

মুজিববর্ষ উপলক্ষে (২৩ জানুয়ারি) সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭৪টি সহ জেলার ৩২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর এবং দলিল হস্তান্তর করেন তিনি । আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। গৃহহীন পরিবারকে গৃহ দিতে পারছি, এটি আমার সবচেয়ে আনন্দের।

তিনি বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কথাই ভাবতেন। আমাদের পরিবারের লোকদের চেয়ে তিনি গরীব অসহায় মানুষদের নিয়ে বেশি ভেবেছেন এবং কাজ করেছেন। এই গৃহ প্রদান কার্যক্রম তারই শুরু করা।

এ সময় লাইভে যুক্ত ছিলেন- এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সঞ্চালনায় লাইভে যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ডাঃ মুসফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা,
পিআইও প্লাবন পাল, ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির সনজু চৌধুরীসহ, বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও উপকারভোগীরা। উপকারভোগীদের মধ্যে নাজমুল হুদা এবং প্রকল্প বাস্তবায়নে সরাসরি যুক্ত সহকারি কমিশনার মিল্টন পাল চন্দ্র পাল বক্তব্য রাখেন।
এসময় প্রধানমন্ত্রী হবিগঞ্জের চুনারুঘাট তথা জেলাবাসীকে ধন্যবাদ জানান এবং আগামীতে উপজেলার সকল গৃহহীন ও ভুমিহীনকে আবাসনের ব্যবস্থা করবেন। তিনি বলেন, কেউ গৃহহীন থাকবে না, মুজিববর্ষে সকল অসহায়, দুস্ত ও গৃহহীনকে ঘর দেওয়ার কথা পুনরায় ব্যক্ত করেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় জেলায়৭৮৭ জন মানুষকে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পাকাঘর উপহার দেয়া হচ্ছে প্রথম পর্যায়ে ঘর পেল ৩২৫ পরিবার। আগামী মাসে আরও বাকী পরিবারগুলো বাড়ি পাবে। অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আশ্রয়ণ প্রকল্প-২ এর পরিচালক মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, পৃথিবীতে এটিই প্রথম এবং একমাত্র ঘটনা; একসঙ্গে এতো মানুষকে জমির মালিকানা দিয়ে পাকা ঘর করে দেয়া। এটি মূলত মুজিববর্ষে গরীব ও অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

তথ্য মতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিববর্ষ ঘোষণা করে সরকার। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির প্রথম পর্যায়ে সারাদেশের ন্যায় জেলায়৭৮৭ জন মানুষকে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পাকাঘর উপহার দেয়া হচ্ছে প্রথম পর্যায়ে ঘর পেল ৩২৫ পরিবার। দেশের ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিতে এখন পর্যন্ত প্রায় ৯ লাখ পরিবারকে তালিকাভূক্ত করেছে শেখ হাসিনা সরকার।

প্রতিটি ঘর দুই কক্ষ বিশিষ্ট। এতে দুটি রুম ছাড়াও সামনে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর এবং একটি খোলা জায়গা থাকবে।

আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য হলো- ভূমিহীন, গৃহহীন, ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণপ্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বাড়ে এমন কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।

]]>
https://prothomsheba.com/archives/14210/feed 0
সিলেট জেলা, ও মহানগর ছাত্রলীগে আলোচনায় যারা https://prothomsheba.com/archives/12952 https://prothomsheba.com/archives/12952#respond Sat, 05 Sep 2020 13:01:24 +0000 http://prothomsheba.com/?p=12952 সিরাজুল ইসলাম হাসান: সারা বিশ্ব মহামারী করোনাভাইরাসের সময় চলমান পরিস্থিতি কাটিয়ে ওঠে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে কৌশলী পদক্ষেপ গ্রহণ করছে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। তার ধারাবাহিকতায় দেশের জনগনণের চলমানপরিস্থিতির সময়ে পাশে থাকা রাজনৈতিক দলের মধ্যে অন্যতম ভুমিকা পালন করেছে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশের প্রত্যেকটি ইউনিট।

শোকের মাস আগস্ট শেষ হতে-ই ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক সভায় ছাত্রলীগের দিকনির্দেশক বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক তার বক্তৃতায় বলেন সাংগঠনিক গতিশীলতার জন্য দেশের যেগুলো ইউনিটের কমিটি নেই তা দ্রুত দেওয়ার জন্য দিক নির্দেশনা দেন। গত ৩১ শে আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ইউনিট কমিটি হয়েছে তা পুর্ণাঙ্গ করার নির্দেশ প্রধান করেন।

দায়িত্বশীল ব্যক্তিদের নির্দেশে দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি বিহীন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের মধ্যে শুরু হয়ে গেছে উষ্ণ দৌড় ঝাপ। নানা মেরুকরণ ও গ্রুপভিত্তিক রাজনীতির মধ্যে স্বপ্ন বুনছেন হাজারো ছাত্রলীগ কর্মী। তবে কি আসছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ কমিটি।

কেন্দ্রীয় ও স্থানীয় গ্রুপভিত্তিক দৌড়ঝাঁপে আলোচনা-সমালোচনার ভিত্তিতে যে ক্যান্ডিডেটদের মধ্যে আগামীর নেতৃত্ব আসতে পারে তাদের মধ্যে উল্লেখ্য সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান অধ্যাসিত গ্রুপ তেলিহাওর এগিয়ে আছে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক জাওয়াদ আহমদ খান,সাক্কুর আহমদ জনি,কেন্দ্রীয় সদস্য রাহেল সিরাজ।

সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক শিক্ষা সম্পাদক আজাদুর রহমান আজাদ অধ্যাসিত টিলাগড় গ্রুপ(একাংশ) মধ্যে এগিয়ে আছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক, শিবিরের হাতে নির্যাতিত মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মেহেদী হাসান উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাদেকুর রহমান চৌধুরী,বখতিয়ার আকরাম চৌধুরী অনি, রাহাত আহমদ, ফজলে রাব্বানী ও সোহাগ রাজ।

এডভোকেট রঞ্জিত সরকার অধ্যাসিত টিলাগড় গ্রুপ(একাংশ) মধ্যে এগিয়ে আছেন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম সম্পাদক শিবির নির্যাতিত মৃতুঞ্জয়ী অসিম কান্তি কর, রুবায়েল আহমদ শাকিল,সাবেক সহ সম্পাদক মাসুম আহমদ মাহি, শরিফ আরাফাত চৌধুরী নাজাত ও শিহাব আহমদ।

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌঃ নাদেল অধ্যাসিত নুর হুসেন ব্লকের মধ্যে এগিয়ে আছেন কিশোর জাহান সৌরভ, সায়মন হুসেন, হানিফ মোহাম্মদ ও জুনেদুর রহমান জুনেদ।

সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ন আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি দে অধ্যাসিত গ্রুপে এগিয়ে আছেন মহানগর মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক শেখ লিপন, ও সাবেক মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।

সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অধ্যাসিত গ্রুপে এগিয়ে আছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহ আলম শাওন,হুসাইন আহমদ সাগর,পাবেল আহমদ ও তুহিন আহমদ।

যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌঃ অধ্যাসিত সুরমা গ্রুপে এগিয়ে আছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, পার্থ স্বারতি দাস পাপ্পু ও মনিরুল হক পিনু।

সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক বিধান কুমার সাহা অধ্যাসিত কাশ্মীর গ্রুপে এগিয়ে আছেন রাজেশ সরকার, মদন মোহন কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সানি, জুবের আহমদ।

সাবেক সভাপতি সিলেট মহানগর আওয়ামীলীগ প্রয়াত মেয়র বদর উদ্দিন কামরানের ছেলে সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরমান আহমদ শিপলু অধ্যাসিত গ্রুপে এগিয়ে আছেন সাবেক সদস্য সিলেট মহানগর ছাত্রলীগ আলী হোসেন আলম, সৈয়দ হুরুজ্জাম, সাইফুর রহমান সাইফুর ও মো ফুরকান আহমদ প্রমুখ।

উল্লেখ্য গত ২০১৭ সালে জেলা কমিটি বিলুপ্ত হয় এবং ২০১৮ সালে সিলেট মহানগর কমিটি ভেঙ্গে দেওয়ারপর থেকে আর নতুন কমিটি এখন পর্যন্ত হয়নি।

]]>
https://prothomsheba.com/archives/12952/feed 0
সিলেটের আলোচিত রিপন হত্যার অন্যতম আসামি মুন্না গ্রেফতার https://prothomsheba.com/archives/12515 https://prothomsheba.com/archives/12515#respond Sun, 02 Aug 2020 18:27:41 +0000 http://prothomsheba.com/?p=12515 সিরাজুল ইসলাম হাসান: সিলেটের আলোচিত দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় ট্যাংকলরি শ্রমিকনেতা মো. ইকবাল হোসেন রিপন হত্যা মামলায় অন্যতম আসামী মুহিবুর রহমান মুন্না (৩০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে।।

ঈদের দিন শনিবার ভোরে মোগলাবাজার থানার সরকারি সিনিয়র পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দের তথ্যপ্রযুক্তি ও দিকনির্দেশনায়। সিলেটের জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে দক্ষিণ সুরমা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই সুবীর চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ আসামি মুহিবুর রহমান মুন্না (৩০) নামের ওই আসামিকে গ্রেফতার করেন। এ নিয়ে রিপন হত্যা মামলায় ১২ জনকে গ্রেফতার করা হলো।

মুহিবুর রহমান মুন্না দক্ষিণ সুরমার বরইকান্দি ১নং রোডের গাঙ্গু গ্রামের মৃত আব্দুল করিম মনজ্জিরের ছেলে।

দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন জানান, গ্রেফতার এড়াতে মুহিবুর রহমান মুন্না আত্মগোপন করেছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই হত্যায় ব্যবহৃত চাপাতি, দা, ছুরি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপনকে গত ১০ জুলাই প্রায় মধ্যরাতে নগরীর বাবনা পয়েন্ট এলাকায় কুপিয়ে খুন করা হয়। তাঁর খুনের ঘটনায় ট্যাংকলরি শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। ডাক দেওয়া হয় অনির্দিষ্টকালের ধর্মঘটের। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ওই অবরোধ প্রত্যাহার করা হয়।

রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদী হয়ে ১৩ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫-৭ জনকে রেখে মামলা দায়ের করেন। মামলা নং-০৯/১১/০৭/২০। ১৪৩, ৩০২, ৩২৬, ৩০৭ ও ১১৪ পেনাল কোডে মামলাটি রেকর্ড করা হয়।

মামলার পর সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজার নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ। ১১ জুলাই রাতে মামলার ১০নং আসামি নোমান আহমদ ও সন্দিগ্ধ আসামি আতাউর রহমান সাদ্দামকে গ্রেফতার করা হয়।১৪ জুলাই গ্রেফতার করা হয় হামলাকারীদের বহনকারী অটোরিকশাচালক, সন্দিগ্ধ আসামি তারেক আহমদকে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ জুলাই সন্দিগ্ধ আসামি ওমর খইয়াম সাওগনকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন পৃথক অভিযানে এজাহারনামীয় ৫নং আসামি হাবিবুর রহমান মিন্টু ও ৯নং আসামি ইসমাইল আহমদকে পুলিশ গ্রেফতার করে।

এর মধ্যে ইসমাইল আহমদ মামলার ১নং আসামি মো. ইজাজুল হকের আপন বড় ভাই।

১৯ জুলাই সন্দিগ্ধ হিসেবে মনির আহমদ ওরফে ইমন এবং আয়নুল হককে গ্রেফতার করা হয়। এর মধ্যে মনির আহমদ ওরফে ইমন মামলার ২নং আসামি রেজোয়ান হোসেন রিমুর আপন বড় ভাই।

২০ জুলাই ৬নং আসামি সেবুল হাসান ঢাকায় পালানোর চেষ্টাকালে গ্রেফতার হন।

মামলার ১নং আসামি মো. ইজাজুল হক (২৫) ও ২নং আসামি রেজোয়ান হোসেন রিমু (৩০) গেল ২০ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ আত্মসমর্পণ করেন। পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে এই দুইজন আদালতে স্বীকারোক্তি প্রদান করেন।

]]>
https://prothomsheba.com/archives/12515/feed 0