মৌলভীবাজার জেলা – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Sat, 04 Nov 2023 14:33:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 শ্রীমঙ্গলে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও আব্দুস শহীদ এমপিকে সংবর্ধনা https://prothomsheba.com/archives/17110 https://prothomsheba.com/archives/17110#respond Sat, 04 Nov 2023 14:33:50 +0000 https://prothomsheba.com/?p=17110 শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শ্রীমঙ্গল-কমলগঞ্জের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হরিপদ রায়, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মো. ছালিক আহমদ, কোষাধ্যক্ষ ভানুলাল রায়, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান সহিদ, সম্পাদক নুরুল আমিন প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের আওয়অমী লীগ, যুবলীগ, ছাত্রলীসহ দলের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংবর্ধনা দেন। তিনি এ্যাঙ্গোলার লুয়ান্ডায় সংসদীয় ক্রিয়াকলাপকে শক্তিশালী করতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৭তম অ্যাসেম্বলিতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শেষে দেশে ফেরেন।
এছাড়াও সদ্য ঘোষিত আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত ও সর্বশেষ সফলতার সাথে সংসদের অধিবেশন শেষ করায় নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষ গণমানুষের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে গণসংবর্ধনা প্রদান করেন।

]]>
https://prothomsheba.com/archives/17110/feed 0
এমপি আবু জাহিরের সাথে ডাক বিভাগ হবিগঞ্জ-মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ https://prothomsheba.com/archives/16051 https://prothomsheba.com/archives/16051#respond Sun, 20 Mar 2022 04:54:45 +0000 http://prothomsheba.com/?p=16051 প্রেস বিজ্ঞপ্তি:– হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বি-২১২৯ জাতীয় শ্রমিকলীগের অর্ন্তভূক্ত) হবিগঞ্জ-মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল রাত ১০ টার দিকে নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তারা ডাক বিভাগের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ মাসুক মিয়া, সম্পাদক মোহাম্মদ রফিক মিয়া, কার্যকরি সভাপতি আকলাকুল আম্বিয়া, সহ-সম্পাদক সুভাষ দেব, হিরা লাল গোপ, মতিউর রহমান, জহর লাল পাল, সমশের উদ্দিন, জিয়া উদ্দিন, মুসলিম মিয়া, ছনু মিয়া, সামছুল হক খোকন, হাজী আব্দুল হাই, আব্দুল আলী, ইয়াহিয়া মিয়া প্রমূখ।

]]>
https://prothomsheba.com/archives/16051/feed 0
শ্রীমঙ্গলে ৫শ পিস ইয়াবাসহ নবীগঞ্জের বিক্রেতা আটক https://prothomsheba.com/archives/16041 https://prothomsheba.com/archives/16041#respond Sun, 20 Mar 2022 04:40:57 +0000 http://prothomsheba.com/?p=16041 স্টাফ রিপোর্টার :-মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরে অভিযান চালিয়ে ৫’শ পিস ইয়াবাসহ আনোয়ার মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার শ্রীমঙ্গল-নবীগঞ্জ সড়কের মির্জাপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটককৃতদের আনোয়ার মিয়ার বাড়ি নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক আনোয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন আনোয়ার একজন চিহ্নিত মাদক কারবারি। অতীতেও তার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/16041/feed 0
দেশি ফলের আঞ্চলিক পুরাতন বাজার ‘মুছাই বাজার’ https://prothomsheba.com/archives/14581 https://prothomsheba.com/archives/14581#respond Thu, 29 Apr 2021 15:25:44 +0000 http://prothomsheba.com/?p=14581 স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে দেশি ফলের চাহিদা অনেক বেশি। তবে, দেশি ফলের দোকান শহর বা গ্রামের বাজারগুলোতে অনেক কম।

দুঃখজনক হলেও সত্যি যে, ঝুঁকিপূর্ণ বিদেশি ফলের বাজার যতটা রয়েছে তার চেয়ে অনেক কম সংখ্যায় রয়েছে টাটকা ও সুস্বাদু দেশি ফলের বাজার বা হাট। তবে, দেশি ফলের বাজারগুলো কম সংখ্যায় থাকলেও তার চাহিদা অপর্যপ্ত। বিষমুক্ত, তরতাজা ও সুস্বাদু দেশি ফলের স্বাদ নিতে ক্রেতারা এখানে এসে ভিড় করেন।

ঢাকা-সিলেট মহাসড়কে মৌলভীবাজার জেলায় প্রবেশের মুখেই মুছাই বাজার অবস্থিত। এটির অবস্থান হবিগঞ্জ জেলার বাহুবল অংশে। শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা-বাগানের শেষ সীমানার একটি অংশে প্রায় অর্ধ শতাধিক বছর ধরে চলে আসছে এ বাজারের কার্যক্রম। মধুমাস বর্তমানে আসন্ন। কিন্তু প্রকৃতি তার কিছু কিছু ফল আগে ভাগে আপনা থেকেই উৎপন্ন করে রেখেছে। এই দেশি ফলগুলো কৃষকরা নিজ থেকেই এই বাজারে নিয়ে আসেন। দেশের নানা জায়গা থেকে আসা আড়তদাররা মুছাই বাজারে এসে পাইকারি মূল্যে নিজেদের চাহিদামতো পণ্য কিনে নিয়ে যান। কয়েকটি চা বাগান, আলিয়াছড়া পুঞ্জি (খাসি নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের গ্রাম) এবং বৈরাগী পুঞ্জি থেকে নানান ধরনের টাটকা মৌসুম ফল এই মুছাই বাজারে আসে।

সম্প্রতি এক সকালে এই মুছাই বাজারে গিয়ে দেখা গেছে, চারদিকে কাঁঠাল আর কাঁঠাল। সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কাঁঠাল। সংখ্যাগত দিক থেকে তারপরের অবস্থানে রয়েছে লেবু। এরপর নাগামরিচ, আনারস, আম প্রভৃতি। পুরুষ ব্যবসায়ীদের সঙ্গে একজন নারী ব্যবসায়ীও বসে আসেন এক কোণে। আড়তদার সিএনজিচালিত অটোরিকশা বোঝাই করে এখান থেকে আনারস নিয়ে যাচ্ছেন।

উনার গন্তব্যের কথা জানতে চাওয়া হলে মো. আলী নামে এই ব্যবসায়ী বলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় যাবেন। তিনি একজন আনারস ব্যবসায়ী। প্রায় এক দশকের বেশি সময় ধরে এখান থেকে আনারসসহ অন্যান্য দেশি ফল কিনে নিয়ে যান। স্থানীয় বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, শুধু পাইকারি নয়, কেউ যদি একটি পণ্যও কিনেন তাও এখানে পাইকারি মূলে (অপেক্ষাকৃত কম দামে) বিক্রি করা হয়।

এই বাজারের ব্যবসায়ী সাদেক মিয়া বাংলানিউজকে বলেন, এখন আমাদের বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা। করোনার কারণে তা সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। এখন তো সিজন (ভরা মৌসুম)। তাই প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ লাখ টাকা দেশি ফল কেনা-বেচা হয়।

তিনি আরও বলেন, ১ থেকে ১শটা বা তারও বেশি দেশি ফল এখানে পাইকারিতে বিক্রি করা হয়। যে কেউ ১/২টা বা তার পছন্দসই ফল কিনতে পারেন।

মুছাই বাজারে ব্যবসায়ী আরতী পাল বলেন, হবিগঞ্জ, নবীগঞ্জ, মাধবপুর, সাতছড়ি, নরসিংন্দী, ঢাকা থেকেই বড় বড় আড়তদাররা আমাদের এ মুছাই বাজারে আসেন। তাদের চাহিদা মতো ফল কিনে নিয়ে যান। সিজনে ব্যবসা অনেক বেড়ে যায়। খুব ভালো লাভ হয় তখন। এখন তো কাঁঠালের সময়। তাই কাঁঠাল বেশি হচ্ছে বেশি। একেকটা কাঁঠাল ৫০ টাকা থেকে আড়াইশ’ টাকায় বিক্রি হয় বলে জানান এ নারী ব্যবসায়ী।

]]>
https://prothomsheba.com/archives/14581/feed 0
মঞ্চস্থ হলো ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’ https://prothomsheba.com/archives/14403 https://prothomsheba.com/archives/14403#respond Sun, 28 Mar 2021 09:15:36 +0000 http://prothomsheba.com/?p=14403 চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রীমঙ্গল সরকারি কলেজ আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় কলেজ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হলো ইম্প্রোভাইজিং নাটক ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সহকারী অধ্যাপক সুদর্শন শীলের পরিকল্পনায় প্রভাষক মো. সাইফুল ইসলামের সম্পাদনায় এবং মো. আশিকুর আশিকের নির্দেশনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. মহসীনের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সুদর্শন শীল, সহকারী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার, সহকারী অধ্যাপক মো. শোমশের আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. কাওছার ইকবাল, দশরথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা কোমলমতি ছাত্র-ছাত্রীদের এই প্রথম মঞ্চস্থ নাটকে অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’ নাটকে তারা ভালো অভিনয়ে করেছেন। তবে আরও মহড়া করার মাধ্যমে তারা একদিন হয়তো এই নাটককে জাতীয়ও পর্যায়ে মঞ্চায়ন করার সুযোগ পাবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করে রাবেয়া সুলতানা তমা, স্বর্ণা দেবী, শাহীনুর আক্তার, খাদিজা আক্তার রিয়া, অনন্যা ভর বর্ষা, দীপ্ত আদিত্য, প্রীতি কুর্মী, মো. সালমান মিয়া, তানজিনা আক্তার, অর্পিতা রায়, মো. আরিফ হোসেন, চৈতী রায়, মাহিদুল ইসলাম আমান, সুইটি বিশ্বাস ও অমিত রায়।

]]>
https://prothomsheba.com/archives/14403/feed 0
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি বিশ্বজ্যোতি সম্পাদক সোহেল https://prothomsheba.com/archives/14154 https://prothomsheba.com/archives/14154#respond Sat, 09 Jan 2021 11:49:01 +0000 http://prothomsheba.com/?p=14154 শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট (কালেরকন্ঠ)। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন সোহেল (যুগভেরী)।

শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুপক চন্দ্র বনিক। এবং সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী নার্গিস আক্তার।

নির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি দিপংকর ভট্টাচার্য লিটন (বাংলাদেশ প্রতিদিন), কাওছার ইকবাল (আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন (খোলাচিটি), এম এ রকিব (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী (দিনের শেষে), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন (বাংলানিউজ২৪.কম) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ (বাংলাদেশ বেতার), এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ মোঃ আলী, সরফরাজ আলী বাবুল, আ.ফ.ম আঃ হাই ডন, আব্দুর রব, সনেট দেব চৌধুরী।

]]>
https://prothomsheba.com/archives/14154/feed 0
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা https://prothomsheba.com/archives/14031 https://prothomsheba.com/archives/14031#respond Tue, 22 Dec 2020 05:00:52 +0000 http://prothomsheba.com/?p=14031 শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব কনফারেন্স রোমে নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা অফিসার মো.সোয়েব হোসেন চৌধুরী প্রেসক্লাব কার্যকরি পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদান এবং মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়।

২৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ৯ জানুয়ারী ২০২১ সকাল ১১ টা থেকে বিকেল ২টা পর্যন্ত গোপন ব্যালটে প্রেসক্লাবে নির্বাচন হবে বলে ঘোষনা করা হয়।

এসময় প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দেশে করোনাভাইরাস মহামারি বিরাজমান থাকায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্টানে অংশ নেওয়ার অনুরোধ জানান নির্বাচন কমিশনার সোয়েব হোসেন চৌধুরী।

]]>
https://prothomsheba.com/archives/14031/feed 0
রাজনগর বার্তার, বার্তা সম্পাদকের দায়িত্ব পেলেন সাংবাদিক হাসান https://prothomsheba.com/archives/13614 https://prothomsheba.com/archives/13614#respond Sat, 31 Oct 2020 16:29:52 +0000 http://prothomsheba.com/?p=13614 নিজস্ব প্রতিনিধি: মৌভীবাজার থেকে প্রকাশিত দেশের সর্বাধিক প্রকাশিত আঞ্চলিক রাজনগর বার্তা পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদান করেছেন সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, তিনি সিলেট বিভাগীয় প্রেসক্লাবের কার্যকর কমিটির সদস্য ও জাতীয় দৈনিক কালের খবর, দৈনিক দিগন্তর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সিলেট বিভাগীয় সিলেটের আলো, সিলেটের দিনকাল, সিলেটের হালচাল , সহ বেশকিছু পত্রিকাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

গত ৫ অক্টোবর ২০২০ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জনাব আক্তার হোসেন সাগর তার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় সম্পাদক নব নিযুক্ত বার্তা সম্পাদকের সার্বিক সাফল্য কামনা করেন।

রাজনগর বার্তা পত্রিকার, বার্তা সম্পাদকের দায়িত্ব নেয়া সৈয়দ সিরাজুল ইসলাম হাসান দীর্ঘ দিন সিলেটের আঞ্চলিক এবং জাতীয় একাধিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। সিলেট আঞ্চলিক পত্রিকা সাপ্তাহিক সিলেটের আলো পত্রিকা থেকে তার হাতেখড়ি।

সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

]]>
https://prothomsheba.com/archives/13614/feed 0
আক্তার হোসেন সাগরের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি, সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্তুতি https://prothomsheba.com/archives/13025 https://prothomsheba.com/archives/13025#respond Thu, 10 Sep 2020 15:02:35 +0000 http://prothomsheba.com/?p=13025 সৈয়দ সিরাজুল ইসলাম হাসান: মৌলভীবাজার রাজনগর থেকে প্রকাশিত ও প্রচারিত সাপ্তাহিক রাজনগর বার্তা ও রাজনগর বার্তা ডট কমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আক্তার হোসেন সাগরের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। নিরাপত্তার জন্য আক্তার হোসেন সাগর রাজনগর থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করেছেন। জিডি নম্বর ৪৫১। সাগর জানান গত কাল বুধবার রাত ১২ টার পর যেকোনো সময় ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেসবুকে লগইন করতে চাইলে ফেসবুক বলে এই মেইলে কোনো ফেসবুক নেই। অনেক চেষ্টার পরও উদ্ধার করতে না পারায় আইডি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে থানায় জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন বুধবার (০৯ সেপ্টেম্বর) রাত ১২ টার পর যেকোনো সময় উনার আক্তার হোসেন সাগর নামীয় ফেসবুক আইডি (প্রোফাইল লিংক : https://facebook.com/aktharhossen.sagor1 ) কে বা কারা হ্যাক করে নিয়ে যায়। তিনি সকালে ঘুম থেকে উঠে ফেসবুক আইডিতে প্রবেশ করতে চাইলে ফেসবুক আইডির ইমেইল পাসওয়ার্ড পরিবর্তন দেখতে পান। সকাল থেকে তিনি একাধিকবার চেষ্টা করে ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারেন নি। তাই উনার প্রতীয়মান হচ্ছে উনার ফেসবুক আইডি থেকে দুস্কৃতিকারীরা কাউকে হয়রানি কিংবা কারো কাছে কিছু দাবি করে অথবা অসামাজিক কোনো পোস্ট দিয়ে হয়রানি করতে পারে এ সংক্রান্তে তিনি সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ঢাকায় অতিশীঘ্রই মামলা করবেন।

]]>
https://prothomsheba.com/archives/13025/feed 0
জুড়ী নবাগত ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম কে ফুল দিয়ে বরণ https://prothomsheba.com/archives/11877 https://prothomsheba.com/archives/11877#respond Wed, 01 Jul 2020 08:39:27 +0000 http://prothomsheba.com/?p=11877 নিজস্ব প্রতিনিধি : জুড়ীর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা্ (ইউএনও) হিসেবে আল-ইমরান রুহুল ইসলাম যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ জুন) তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ৭ জুন জারীকৃত এক প্রজ্ঞাপনে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁকে ন্যস্ত করা হয়। সেখান থেকে ১৪ জুন জুড়ীর ইউএনও হিসেবে তাঁকে পদায়ন করা হয়। ২১ জুন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি।

অন্যদিকে, গত ১ জুন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে জুড়ীর বর্তমান ইউএনও অসীম চন্দ্র বনিককে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি দেয়া হয়। তিনি গতকাল ২৯ জুন জুড়ী থেকে বিদায় নেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ মেধাবী শিক্ষার্থী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাসিন্দা। তিনি ৩০ তম বিসিএস (প্রশাসন)-এ উত্তীর্ণ হয়ে ২০১২ সালের ৩ জুন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালের ৮ মে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদন্নোতি পান। ২০১৮ সালের ৫ নভেম্বর আবারও পদোন্নতি পেয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন।

মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মাসহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।

]]>
https://prothomsheba.com/archives/11877/feed 0