সাহিত্য – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Thu, 23 Jan 2020 16:16:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 ত্রি অক্ষিকোণ প্রেম – রুনা আক্তার স্বপ্না https://prothomsheba.com/archives/8601 https://prothomsheba.com/archives/8601#respond Thu, 23 Jan 2020 16:08:21 +0000 http://prothomsheba.com/?p=8601 ত্রি অক্ষিকোণ প্রেম- রুনা আক্তার স্বপ্না

জীবন নদীর মোহনায় এসে ত্রি অক্ষিকোণ নতুন বাঁকের সৃজন,শান্ত কুটির মেঘমুক্ত আকাশ,
ভিতরে চলে কাল বৈশাখী তুফান।

প্রাণের ভিতর অস্তিত্ব সঙ্কট, অব্যক্ত যাতনায় চলছে বিভাজনের প্রশ্রবণ অধুনা অনুরাগে অমৃত বিভ্রমে বেদখল হয়ে গেলো মন।

অঙ্কুরিত উন্মেষ প্রেম অন্তর্লোকের সুপ্ত সত্তার সিঁড়ি বেয়ে
ধীরে ধীরে উঠছে বেড়ে,
জীবনের ছিন্ন বিণায় মৃদঙ্গের মধুরীমায়
বেহাগের সুর উঠে সময়ের শেষ প্রহরে।

তীব্র দহনে ভাঙ্গনের পথে বিচ্ছেদের বাঁশি বাজিয়ে তার আগমন, চঞ্চল মন প্রাণ যেনো তার অপেক্ষায়
অনাকাঙ্ক্ষিত সময়ের কল্পতরু বেয়ে এসেছে জীবন।

প্রতারিত বিশ্বলোকের আলো আঁধারী ছায়াপথ
প্রসূত প্রজননে উদাস জগত,
নিশিভূক অন্ধকারে শিশিরের কণা হয়ে ঝরে
ঋতুবতী প্রেমের দুর্বল শপথ।

]]>
https://prothomsheba.com/archives/8601/feed 0
প্রেমাগ্নির নির্মম দহন :রুনা আক্তার স্বপ্না https://prothomsheba.com/archives/8562 https://prothomsheba.com/archives/8562#respond Tue, 21 Jan 2020 05:40:50 +0000 http://prothomsheba.com/?p=8562 প্রেমাগ্নির নির্মম দহন
রুনা আক্তার স্বপ্না

হৃদয় গ্রন্থির প্ররোচনা আর অনুভূতির অনন্ত ব্যঞ্জনায় হারিয়ে নিজেকে,
মনের নীরব ভাষাগুলো অশ্রু সলিলে ঢেউ তুলে খুঁজে তোমাকে।

কষ্টগুলো শব্দ হয়ে কবিতায় দেয় ডুব,
স্নায়ুকোষের অস্থিরতায় গতিময় জীবন নীরব।

শিশিরের জলে ধুঁয়া ধরণীতল
তবু মন পুড়েছে অনুরাগে,
আদিঅন্ত নিশিভোর লজ্জিত বিভ্রম
ভেসে যায় অযাচিত আবেগে।

জীবন খাতার সফেদ পাতাগুলো
মলিন হয় দীর্ঘশ্বাসে,
শ্বাশত প্রেম হৃদয়ে ঝড় তুলেে
অনাহুত প্রশ্বাসে।

পুরানো পলেস্তরারে মতো খয়ে খয়ে পড়ে বোধের দেয়াল,
অস্তরাগের লালিমা দু’টি চোখে টেনে দেয় নেশার কাজল।

ঋতুবতী রয়ে যায় স্বপন,
শতো যাতনায় তার হয়না
প্রজনন,নানান রকম অস্থিরতায় হয় সংক্রামণ।

দুটি চোখে সারারাত ধরে রাখে চাঁদ,
নির্মোহ শুন্যতায় নিশি হয় ভোর,
প্রেমাগ্নির নির্মম দহনে পোড়ায়ে
উঁকি দেয় দ্যুতিময় প্রভাকর।

]]>
https://prothomsheba.com/archives/8562/feed 0
রিক্ত সন্ন্যাসী তোমাকেই ভালোবাসি-রুনা আক্তার স্বপ্না https://prothomsheba.com/archives/8535 https://prothomsheba.com/archives/8535#respond Sun, 19 Jan 2020 19:17:23 +0000 http://prothomsheba.com/?p=8535 রিক্ত সন্ন্যাসী তোমাকেই ভালোবাসি- কবি রুনা আক্তার স্বপ্না

শূন্যের শূন্যতায় কেটেই তো যাচ্ছিলো অনন্ত জীবন,
ঘুমহীন রাত্রির অজানা গহিনে ছিলো শুধুই বিসর্জন।

প্রতীক্ষার প্রহর গুনে গুনে অসীম সাহারায় পথ হারায় সময়, নিয়তির একি নির্মম পরিহাস আমার অস্থিমিত আকাশে তোমার উদয়।

অপেক্ষার অনাহূত দীর্ঘশ্বাসে যখন নির্জীব প্রায় ধমনী,
তখনি হৃদমন্দিরে শঙ্খ বাজে শুনি তোমার নামের উলুধ্বনি।

আত্মশুদ্ধির সতর্ক অবলোকন উপেক্ষা করে মন অশরীরী মায়া জালে ধরাশায়ী হয়,
ম্রিয়মাণ অনুভূতি সব অহঙ্কার ধুলায় মিশিয়ে বেহাগের সূর উঠে হিয়ায়।

তুমি তো উদাসীন মুসাফির, আমার দ্বারে তোমার ক্ষণিক বিশ্রামের আয়োজন,
রিক্ত সন্ন্যাসী তোমাকেই ভালোবাসি তোমার মাঝেই নিজেকে করছি সমর্পণ।

জানি একদিন পড়ে রবে গাঢ় ধুসর স্মৃতির পদাতিক পদধূলি, যাপিত প্রহরে উঠিবে দীর্ঘশ্বাস তবু তুমি কেন্দিক রবো প্রতি উষা গোধুলী।

স্মৃতির যাতনা নিরাশার মেঘ হয়ে সীমাহীন নিস্তব্ধতায় করিবে নিঃশব্দ ক্রন্দন, যাপিত প্রহর উঠিবে দীর্ঘশ্বাস তবু আমার ব্যথিত হিয়ায় তুমি রবে সমাসীন।

]]>
https://prothomsheba.com/archives/8535/feed 0
শব্দ শ্রমিক কবি: রুনা আক্তার স্বপ্না https://prothomsheba.com/archives/8522 https://prothomsheba.com/archives/8522#respond Sat, 18 Jan 2020 19:25:39 +0000 http://prothomsheba.com/?p=8522 কবিতাঃ শব্দ শ্রমিক
কবিঃ রুনা আক্তার স্বপ্না

আমি আঁধার রাতের এক শব্দ শ্রমিক,
বর্ণমালার খেলায় করি কবিতার চাষ,
দ্বন্ধ-দ্বৈরাথ শব্দে তুলি ছন্দের ঢেউ,
অবিশ্রান্ত রাতের প্রহরে অন্তরীক্ষের আর্ত আহাজারিতে কাটে বারোমাস।

নির্বাক অপ্রত্যাশিত যন্ত্রণারাশি সাজাই নানা ঢংগে
নান্দনিক শব্দের সঙ্গমে করি কবিতা সৃজন,
ঘুমহীন রাতের গ্লানিমাখা ব্যথায় দেই রং
হাজার কথায় অব্যক্ত ব্যথা করি বিসর্জন।

অভুক্ত স্মৃতির কঙ্কালসার ইচ্ছেগুলো হয় কবিতার খোরাক।
পাথরে অন্তরে গলে বরফ, বুকভরা অভিমানে ভিজে চোখ।

মেঘহীন নির্মল আকাশটা সমব্যথী হয়ে ছাড়ে উত্তপ্ততর দীর্ঘশ্বাস,
খিল আটকানো অবরুদ্ধ নিস্তব্ধতায় খুঁজে হারানো বিশ্বাস।

ব্যথাভরা বোবাকান্না হামাগুড়ি দেয় কবিতার খাতায়,
ব্যর্থ প্রেম, গুপ্ত প্রবঞ্চনা কষ্ট লাঘব করে ভিন্ন সাধনায়।

শোকে দুঃখে বিকলাঙ্গ জীবন মাতে সৃষ্টির উন্মাদনায়,
ভারাক্রান্ত নিশিতে যন্ত্রণার ঘোর লাগে ছন্দের বেদনায়।

]]>
https://prothomsheba.com/archives/8522/feed 0
নির্ভরতা – মাহমুদ মুরাদ https://prothomsheba.com/archives/7176 https://prothomsheba.com/archives/7176#respond Sun, 10 Nov 2019 11:55:47 +0000 http://prothomsheba.com/?p=7176 মাহমুদ মুরাদ: নির্ভরতা,এ এক ভয়ংকর অদ্ভুত নেশা,
একটু একটু করে ক্রমান্বয়ে
পরগাছার মত বেড়ে ওঠা উপদ্রব।
জড়িয়ে ধরে অশ্বথ্ যেমন,
তেমনি বাড়ন্ত লাউয়ের ডগা হয়ে গোটা বাঁশের মাচাকে
ঢেকে দেয় একটা সময়ে!

ছেলেবেলায় স্বপ্ন পুষতাম,
বড় হয়ে একটা বই আর ক্যাসেটের দোকান দেবো।
রাজ্যের বই পড়তে গান
শুনতে কোন বাধা রইবেনা আর;
বয়স বেড়েছে, হয়তো বড় ও হয়েছি,
তবুও নির্ভরতার প্রতীক
হয়ে উঠতে পারিনি কারো।
কখনো জঞ্জাল হয়ে, কখনো বা শ্যাওলা অথবা
পরজীবী লতা গুল্মের মত,
জড়াতে চেয়েছি অশ্বথ কোনো!

যে মানুষ নিজেকে আড়াল রাখে
আজীবন,কথার খেলায় অসতর্কতার শব্দে হেরে যাবে সে বেশুমার,বোধের আঙিনা ছুঁয়ে থাকা বিভা মিলিয়ে যেতে থাকে সীমাহীন নিষ্ঠুরতায়,
গহীনে সংগোপনে বেড়ে ওঠা
বিষবৃক্ষ ভাটির কালেও
বন্দী করে রাখে মরণ নেশায়!

]]>
https://prothomsheba.com/archives/7176/feed 0
হবিগঞ্জ জেলার চুনারুঘাটের গাজীপুরে ‘আমাদের গল্পকথা’র আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত। https://prothomsheba.com/archives/2294 https://prothomsheba.com/archives/2294#respond Mon, 04 Mar 2019 19:40:38 +0000 http://prothomsheba.com/?p=2294 বিশেষ সংবাদদাতাঃ  গত ৪ মার্চ, ২০১৯, সোমবার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘আমাদের গল্পকথা’র কেন্দ্রীয় পর্ষদের আয়োজনে ও বিভাগীয় সিনিয়র সদস্য ইয়াসির আহমেদ এর আহ্বানে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের গাজীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘গাজীপুরে মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সঙ্গীত সন্ধ্যা’।

সংগঠনের কেন্দ্রীয় পরিচালক আখতার উজ্জামান চৌধুরী সুমন ও ইয়াসির আহমেদ এর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সৈয়দ আসাদুজ্জামান সুহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খান, বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র পরিচালক কামাল আহমেদ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোটের আহবায়ক ও চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল, চুনারুঘাট সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ও ‘ধামালি, চুনারুঘাট’ এর সভাপতি এডভোকেট মোস্তাক বাহার, চুনারুঘাট কবি পরিষদের আহবায়ক ও সাংবাদিক তাহের খান, মুক্তিযোদ্ধা নুরুল হক, আমাদের গল্পকথা’র কেন্দ্রীয় সমন্নয়ক কবি ও সংগঠক মনসুর আহমেদ, সংগঠনের কেন্দ্রীয় পরিচালক কবি ও শিক্ষক ইউনুস আকমাল, কেন্দ্রীয় সদস্য কবি ও সংগঠক ফজল মাহমুদ, কমরেড ফরিদ আহম্মদ।

রনাঙ্গনের স্মৃতিকথা বিবৃত করেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া। কবিতা আবৃত্তি করেন কবি যোশেফ হাবিব, কবি সাজ্জাদ চিহ্ন, কবি রাজিয়া সুলতানা, কবি ফজল মোহাম্মদ প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন কবিতায় কবির চেতনা সংগঠনের সাধারণ সম্পাদক সুবর্ণা বিনতে আনোয়ার, জহিরুল ইসলাম, আনিসুজ্জামান মোল্লা প্রমূখ।

সংগীত পরিবেশন করেন বাউল আলমগীর চৌধুরী ও তাঁর দল তবলায়-মোকেশ, প্যাডে- অশোক কুমার, কী বোর্ডে-সজিব, হারমোনিয়ামে- শাহিন, গিটারে-রিপন ছিলেন।

]]>
https://prothomsheba.com/archives/2294/feed 0
আগুনের_আবাদ কবিঃ রফিকুল নাজিম https://prothomsheba.com/archives/2084 https://prothomsheba.com/archives/2084#respond Tue, 26 Feb 2019 18:19:27 +0000 http://prothomsheba.com/?p=2084 (চকবাজারের চুড়িপট্টিতে আগুনে পোড়া মানুষগুলোর স্মরণে)
মোঃ রফিক নাজিমমোঃ রফিকুল নাজিম।ঃ সবে তো ফাল্গুন গেলো;এখনো চলে বসন্তের মৌতাত
পলাশের নিমন্ত্রণে জানালায় বাতাস এসে খুনসুঁটি করে
খোদার দরবারে গর্ভবতী মা শোকর গোজারে দিনরাত
আলোর আহ্বানে দেবশিশু পেটের পটে জলকেলি করে!

আতঙ্কিত মা দেখেন- পুরান ঢাকার পলেস্তা খসা দেয়াল
তেপ্পান্ন গলির এ শহরে বেড়ায় ঘুরে নোনতা ঘামের ঘ্রাণ,
শহুরে মানুষের হাকডাকে ব্যস্ত চকবাজারের চুড়িপট্টি
আহ্লাদি মা তীব্র ব্যথায়ও হাসেন- ছুঁয়ে প্রাণের বুকে প্রাণ।

আয়োজিত আগুনের কুন্ডে পুড়ে ছাই হয় কিছু আবেগ
কতকগুলো স্বাপ্নিক মগজে বুঁদবুঁদ উঠে আগুনের তাপে
বিছানায় সোহাগী রাত কাতরায়;বন্ধুদের জম্পেশ আড্ডায়
পোড়া দহন ছোবল তুলে নাচে;সভ্যতার সিঁড়িও ভয়ে কাঁপে!

চুড়িপট্টির গলিতে গড়াগড়ি খায় মায়ার চোখের জল
পুঁজিবাদী মস্তিষ্কে মুনাফার পারদ উর্ধ্বমুখী হাঁটে,
স্বার্থসিদ্ধির প্লেটে পরিবেশিত হয় আগুনে পোড়া মাংস
ভালোবাসার শেয়ারবাজারে মানবতার দর পতন ঘটে।

চুড়িপট্টির আগুনে প্রদর্শিত হয় নিমতলীর কয়লা মুখ
চোখে ভাসে লাশের সারি,প্রিয়জনের পাথরমূর্তি শোক!
অভ্যস্ত শরীরে পুড়ে আগুন,মনে নিত্য চাষবাস হয় বিষাদ,
নির্লিপ্ত দ্রোহী সত্ত্বায় চলে ‘মেনে ও মানিয়ে’ নেয়ার আবাদ!

]]>
https://prothomsheba.com/archives/2084/feed 0
সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল নাজিমের খড়ের_মানুষ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন https://prothomsheba.com/archives/1938 https://prothomsheba.com/archives/1938#respond Wed, 20 Feb 2019 13:48:09 +0000 http://prothomsheba.com/?p=1938 নুর উদ্দিন সুমনঃ- হবিগঞ্জের চুনারুঘাট সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল নাজিম তরুন উদীয়মান কবি ও লেখক তিনি দ্রোহ,প্রেম ও সমসাময়িক ঘটনার প্রবাহ চিত্র নিয়ে খড়ের মানুষ’ নামক কাব্যগ্রন্থটি মোড়ক উন্মোচন হয়েছে আজ ২০ফেব্রুয়ারি চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলায় মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধামালির সভাপতি মোস্তাক বাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ, এবং সাংবাদিকবৃন্দ। কবি রফিকুল নাজিম তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘খড়ের মানুষ’ আমার প্রথম কাব্যগ্রন্থ।মূলত বড়ভাই মো. শহীদুল ইসলামের উৎসাহ ও অনুপ্রেরণায় শৈশবকাল থেকেই সাহিত্যচর্চা শুরু করি। আমার লিখা কবিতা বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্য পত্রিকা, ম্যাগাজিন ও দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার এই লিখার ধারাকে চলমান রাখতেই গ্রন্থটি লিখা শুরু করি।‘খড়ের মানুষ’ গ্রন্থের মাধ্যমে বইয়ের রাজ্যে যাত্রা শুরু করলাম।এই যাত্রা চলমান থাকবে জীবনভর।আমি পাঠকদের উদ্দেশ্যে বলবো আপনারা ভাল মানের বই পড়ুন।আমার লেখা কাব্যগ্রন্থটি পড়ুন।আশা রাখি আপনাদের ভাল লাগবে।

লেখক ও কবি রফিকুল নাজিমের পরিচয় তিনি নরসিংদী জেলার পলাশ শিল্পাঞ্চল এলাকার চরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।পিতার নাম মো.নাজিম উদ্দিন এবং মাতার নাম সুফিয়া নাজিম।পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

পলাশ উপজেলার শীর্ষ বিদ্যালয় জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে ২০০৩ সালে তিনি এসএসসি পাশ করেন।কুমিল্লার অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসি পাশ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৪ সালে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন।বর্তমানে হবিগঞ্জের চুনারুঘাট, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ইদানিং উনার কবিতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রেইসবুকে ব্যাপক সাড়া পড়েছে। ইতি মধ্যে রফিক নাজিমের লেখা বইটি শীর্ষ অবস্থানে রয়েছে। পছন্দের বইটি পেতে আজই যোগাযোগ করুন। সংশ্লিষ্ট বই মেলায়।

]]>
https://prothomsheba.com/archives/1938/feed 0
কবি আল মাহমুদ আর নেই https://prothomsheba.com/archives/1766 https://prothomsheba.com/archives/1766#respond Sat, 16 Feb 2019 09:53:37 +0000 http://prothomsheba.com/?p=1766 প্রথম সেবা ডেস্কঃ ‘সোনালী কাবিন’-এর কবি আল মাহমুদ আর নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।  মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।   আল মাহমুদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে কবির ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানিয়েছেন।
গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার সন্ধ্যার পর এই হাসপাতালে নেয়া হয়েছিল আল মাহমুদকে। প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়।
শুক্রবার রাত ১০ দিকে আল মাহমুদকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান আবিদ ।
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ।  তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-নিপীড়নের প্রেক্ষাপটে পঞ্চাশের দশকে এসে বাংলা কবিতার বাঁক বদল ঘটে। কবিতায় এ সময় রাজনীতি, আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বাঙালি জাতীয়তাবাদ, লোকায়ত জীবন, সাম্যবাদ ইত্যাদি প্রবলভাবে উঠে আসতে থাকে।
পঞ্চাশের এ ধারার কবিদের মধ্যে উল্লেখযোগ্য আল মাহমুদ। লোকায়ত জীবন ও সাম্যবাদ তার কবিতায় প্রতিফলিত হয়।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে সোনালী কাবিন ছাড়াও লোক লোকান্তর ও কালের কলস রয়েছে।
ডাহুকী, কবি ও কোলাহল, নিশিন্দা নারী উপন্যাস লিখেছেন আল মাহমুদ। তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত ও গন্ধবণিক ।
বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও একুশে পদক ও জয়বাংলা সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
আল মাহমুদ দীর্ঘ দিন সাংবাদিকতায় যুক্ত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় অনেকগুলো দৈনিক পত্রিকায় কাজ করেছেন তিনি। পাকিস্তান আমলে দৈনিক ইত্তেফাকের মফস্বল বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন আল মাহমুদ। স্বাধীনতার পর দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আল মাহমুদ।

]]>
https://prothomsheba.com/archives/1766/feed 0
মুক্তিযুদ্ধের পূর্বাপর দলিল https://prothomsheba.com/archives/280 https://prothomsheba.com/archives/280#respond Fri, 15 Dec 2017 13:49:07 +0000 http://themesbazar.com/newsfresh/?p=280 মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ-শিক্ষাবিদ রেহমান সোবহানের বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য বইটি মুক্তিযুদ্ধের দলিলস্বরূপ। এই বই না পড়লে মুক্তিযুদ্ধের একটি অধ্যায় আমাদের কাছে অজানাই থেকে যাবে। বইটি প্রসঙ্গে যথার্থই বলেছেন প্রকাশক মতিউর রহমান, ‘এ বইয়ের লেখক অধ্যাপক রেহমান সোবহান আমাদের স্বাধীনতাযুদ্ধ এবং তার আগে-পরের ঘটনাপ্রবাহের একজন সাক্ষী হিসেবে সে সময়টিকে খুব কাছ থেকে অনুসরণ করেছেন। ইতিহাসের সেই পর্ব নির্মাণের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সেই অবস্থান থেকে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি এবং যুদ্ধকালীন ঘটনাপ্রবাহের বস্তুনিষ্ঠ বিবরণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই লেখাগুলোতে তুলে ধরেছেন।’ মতিউর রহমানের দৃষ্টিকোণ থেকে আমরা এ বইয়ের আলোচনা করতে বসলে দেখব, রেহমান সোবহানের প্রথমা প্রকাশন প্রকাশিত বর্ধিত সংস্করণের এ বই সত্যিই বিরল গোত্রভুক্ত।

এ বইয়ের প্রথম অধ্যায়ের শিরোনাম ‘বাঙালি জাতীয়তাবাদের অর্থনৈতিক ভিত্তি’। লেখক তাঁর ভূমিকায় বলেছেন, লেখাটিকে তিনি শুধু পরিমার্জিতই করেননি, সংযোগ-বিয়োজনের মাধ্যমে বর্তমান রূপ দিয়েছেন। একে নানাভাবে সমৃদ্ধ করেছেন। বস্তুত যে বাঙালি জাতির স্বায়ত্তশাসন বা তার পরের ধাপ স্বাধীনতার বীজ, ভিত্তি বা শিকড় প্রোথিত ছিল রাজনৈতিক অর্থনীতির গভীরে, লেখক রেহমান সোহবান তার চুলচেরা বিশ্লেষণ করেছেন এই দীর্ঘ প্রবন্ধ মারফত। এমনকি দুই পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের ছবি তুলে ধরতে গিয়ে যেসব সারণি ব্যবহার করেছেন তিনি, পরিসংখ্যান মারফত যেসব তথ্য তুলে ধরেছেন, তার পাঠ থেকে সহজেই অনুমান করা যায় যে দুই পাকিস্তানের এক নাড়ির বন্ধনে আবদ্ধ থাকার কোনো সুযোগই ছিল না। এই নিবন্ধের উপ-অধ্যায়গুলোর শিরোনাম থেকেই তার কিছুটা আঁচ করা যাবে। যেমন ‘বাঙালি জাতীয়তাবাদের সংজ্ঞা নিরূপণ’, ‘অর্থনৈতিক বঞ্চনা’, ‘কতিপয় ধারণাগত প্রশ্ন’, ‘আঞ্চলিক হিসাবে পৃথক্‌করণ’, ‘অর্থনৈতিক বৈষম্যের হিসাবনিকাশ’, ‘কাঠামোগত পরিবর্তনে ভিন্নতা’, ‘জীবন মানের বৈষম্য’, ‘অঞ্চলগুলোর উত্তরাধিকার’, ‘উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যবসায়ী শ্রেণি’, ‘বাজার শক্তিগুলোর ভূমিকা’ ইত্যাদি। দীর্ঘ প্রথম অধ্যায়ে দুই পাকিস্তানের মধ্যকার চরম অর্থনৈতিক বৈষম্যের চালচিত্র তুলে ধরার পর রেহমান সোবহান ইতিমধ্যে জেগে ওঠা বাঙালি জাতীয়তাবাদের প্রসঙ্গ টেনে এই মর্মে উপহার টানছেন যে ‘বাঙালি জাতীয়তাবাদের নতুন বাস্তবতার মুখোমুখি হওয়ার পর পাকিস্তান রাষ্ট্র বুঝতে পারে যে এই নেতৃত্বকে কিনে ফেলা যাবে না।’ সত্যিই সেটা তারা কোনোভাবেই পারেনি।

]]>
https://prothomsheba.com/archives/280/feed 0