সম্পাদকীয় – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Fri, 10 Jan 2020 02:39:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 শেখ হাসিনা সর্বকালের সেরা প্রধানমন্ত্রী https://prothomsheba.com/archives/8376 https://prothomsheba.com/archives/8376#respond Fri, 10 Jan 2020 02:39:25 +0000 http://prothomsheba.com/?p=8376 আশীষ দে : আব্রাহাম লিংকন আমেরিকানদের কাছে একজন মৃত্যঞ্জয়ী হিরো। দাসত্ব প্রথার চরম বিরোধী হিসেবে পরিচিত হলেও মুলত
আমেরিকার অর্থনৈতিক মুক্তি ও আধুনিক রাষ্ট্রের ভিত্তি রচনায় ১৬তম এই আমেরিকান প্রেসিডেন্টের ভুমিকা ছিলো সীমাহীন। তাই আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে তাকেই বিবেচনা করা হয়। ২০১৭ সালে বেসরকারি একটি সংস্থার পরিচালিত জরিপেও উঠে আসে এমন তথ্য।
সিংগাপুরের লি কুয়ান ইউ, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, চীনের মাও সেতুং যেমন স্ব স্ব রাস্ট্রের অর্থনৈতিক, আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের অগ্রদুত ছিলেন , তেমনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা “তলা বিহীন ঝুড়ি ” খ্যাত বাংলাদেশকে অতি অল্প সময়ে একটি মডেল রাস্ট্রে পরিনত করতে সক্ষম হয়েছেন ও বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন। উপরে উল্লিখিত রাষ্ট্রনায়কদের তুলনায় শেখ হাসিনার কাজ ছিল কয়েক গুন বেশী চ্যালেঞ্জিং, পুর্ববর্তী অদক্ষ, অযোগ্য, দুর্নীতিবাজ চারদলীয় সরকারের বিষাক্ত ছোবল থেকে একটি দরিদ্র,রোগাক্রান্ত রাস্ট্রকে অতি অল্প সময়ে মাঝারী আয়ের রাস্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতি গঠনের নিমিত্তে তত্কালীন সময়ে নানান পদক্ষেপ গ্রহন করলেও আততায়ীদের হাতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মম ভাবে সপরিবারে নিহত হন ও তার গ্রহন করা অনেক পদক্ষেপই তখন অবাস্থবায়িত থেকে যায়। বঙ্গবন্ধুর সেই দেখানো পথেই হেঁটে আজ বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি শ্রদ্ধার জায়গায় আসীন করতে সক্ষম হয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
ঘরে ঘরে বিদ্যুৎ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা,যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, তথ্য প্রযুক্তির প্রসার, স্বাস্থ্য খাতে উন্নয়ন সহ প্রতিটি সেক্টরেই যুগান্তকারী পরিবর্তন এনেছেন শেখ হাসিনা। তাই বিশ্ব আজ বাংলাদেশ হতে চায়। রিলিফের জাহাজের দিকে আর তাকিয়ে থাকতে হয় না এদেশের মানুষের। নিজস্ব অর্থে পদ্মার ওপর ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করার প্রায় শেষ প্রান্তে বাংলাদেশ। বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পর বিশাল এ প্রকল্প হাতে নেয়ার ঘটনা অনেক দেশ ও সংস্থার সন্দেহ ও বিস্ময় প্রকাশ করলেও সে স্বপ্ন এখন দৃশ্যমান। এক লাখ ১৩ হাজার কোটি টাকা খরচ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে বাংলাদেশ।
বর্তমান সরকারের শাসন আমলেই কোনো রকম যুদ্ধ-সংঘাত বা বৈরিতা ছাড়াই দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের বিপক্ষে সমুদ্র বিজয় নিশ্চিত করেছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি টেরিটরিয়াল সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল এলাকায় একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান এলাকার প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

পিপলস অ্যান্ড পলিটিকস, বিশ্বের পাঁচজন সরকার ও রাষ্ট্রপ্রধানকে চিহ্নিত করেছেন, যাদের দুর্নীতি স্পর্শ করেনি, বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, উল্লেখ করার মতো কোনো সম্পদও নেই। বিশ্বের সবচেয়ে সৎ এই পাঁচজন সরকারপ্রধানের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও কাজের অবদানের জন্য তাকে নানা পুরস্কারে ভূষিত করা হয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে।

একটি অস্থিতিশীল বড় জনসংখ্যার দেশকে বিনিয়োগ বান্ধব, সাম্প্রদায়িকতামুক্ত,উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে শেখ হাসিনা যে প্রজ্ঞা,বিচক্ষণতা,ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তা একক কোন রাস্ট্র নায়কের পক্ষে পৃথিবীর ইতিহাসে কখনো সম্ভব হয়েছিল কিনা আমার জানা নাই। শেখ হাসিনা আমার দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।

লেখক : সাংবাদিক, কলামিস্ট

]]>
https://prothomsheba.com/archives/8376/feed 0
খুটিবিহীন বিদ্যুৎ- মেয়র নাকি সরকারের ক্রেডিট? https://prothomsheba.com/archives/8374 https://prothomsheba.com/archives/8374#respond Fri, 10 Jan 2020 02:37:11 +0000 http://prothomsheba.com/?p=8374 আশীষ দে : আমরা বাঙ্গালীদের বহির্বিশ্বে একটি বদনাম রয়েছে- আমরা কাউকে উপরে উটতে দেই তো না-ই বরং টেনে নিচে নামানোর চেষ্টা করি। আমরা কাঁদা ছুড়াছুড়িতে ও সিদ্ধহস্ত! সেটা হোক জল-মাঠির কাঁদা কিংবা কথার কাঁদা, এই বিশেষ বস্তুটি ছুড়তে আমাদের জুড়ি মেলা ভার। আরেকটা বিষয় হচ্ছে গুজব, হ্যাঁ গুজব ছড়ানোতেও আমরা অদ্বিতীয়, এই রঙ্গিন ভার্চুয়াল পৃথিবীতে আমাদের মতো গুজবে বিশ্বাসী জাতি আর দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ। কথা হচ্ছিল বাংলাদেশের প্রথম স্মার্ট ও ডিজিটাল শহর সিলেটকে নিয়ে যে শহরে থাকবে না বৈদ্যুতিক তারের জঞ্জাল, ইতিমধ্যে নগরীর দরগা গেট এলাকা ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক ব্যাবস্থাপনার আওতায় নিয়ে আসা হয়েছে, যার একটি ছবি ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ও প্রকল্পটি সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ভাইরাল হওয়া ছবিটিতে অনেকেই কমেন্ট করছেন “এটা ইউরোপ আমেরিকা নয় আমাদের সিলেট এর ছবি ” হ্যাঁ ছবিটির দিকে তাকালে উন্নত কোন দেশের প্রতিচ্ছবি চোখে ভেসে আসাটাই স্বাভাবিক।
খুটিবিহীন এই বিদ্যুৎ প্রকল্প আপাতত কেবল সিলেটের ছোট্র একটি এলাকায় বাস্তবায়িত হলেও,এতে উত্ফুল্ল, উচ্চশিত ও গর্বিত হয়েছেন সারা বাংলাদেশের মানুষ। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় এটা কেবলমাত্র সিলেটীরাই নন বরং সারা দেশের মানুষ গর্বের সাথে শেয়ার করেছেন এবং অনেকটাই দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য তনয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের অগ্রযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন। এটা দেখে সকল দেশপ্রেমিক বাংলাদেশীর মতো আমার বুকটা গর্বে ভরে উঠেছে! রক্তের ভেতরে এক অজানা আনন্দ খেলা করে জাতিকে আনন্দে মেতে উঠতে দেখে।
কিন্তু প্রথম পর্বটা যতটা না আনন্দের,গর্বের ও খুশির, দ্বিতীয় পর্বটা ঠিক ততটাই বেদনার।
কেননা এই পর্বে আমাদের চিরায়ত সেই কাঁদা ছুড়াছুড়ি শুরু-
কে করলো, ক্রেডিট কার? মেয়র নাকি সরকারের, আগের মেয়র সাব করলেন না কেন, ইত্যাদি, ইত্যাদি?
কে ক্রেডিট নেবেন সেই বাকযুদ্ধ যখন শুরু হয় আমার মতো সাধারন জনগন দেশ ও জাতির উন্নতি সমৃদ্ধিতে যারা গর্বিত হন তাদের মুখের হাসির রেখা তখন মিলিয়ে যেতে শুরু করে।
কাদাঁ ছুড়া যাদের কাজ তাদের লক্ষ্য একটাই আর তা হলো ভিত্তিহীন কল্পকথার ভিত্তিপ্রস্তর স্থাপন করা আর সেটা করা গেলে এই জাতি কখনোই এক সুরে কথা বলবে না, অন্যের আনন্দে আনন্দিত হবে না,অন্যের কষ্টে ব্যাথিত হবে না। এটাই তো তাদের চাওয়া।
মেজর জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ করলেও জিয়াকেই স্বাধীনতার ঘোষক বানিয়ে দেওয়া অভিশপ্ত মানুষেরা আজও সমাজে বিদ্যমান । ১৫ আগস্টের শোকাবহ দিনে শুধুমাত্র রাজনৈতিক কারনে যারা জন্মদিনের পার্টি করেছেন তারাও সুযোগের অপেক্ষায়। কিন্তুু এই দেশ এই জাতির ভাগ্যন্নয়োনে নিরলস কাজ করে যাওয়া জননেত্রী শেখ হাসিনা যে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন না তা তিনি প্রমান করে দিয়েছেন সিসিকের উন্নয়নে ১২০০ কোটি টাকা বরাদ্দ দেয়ার মাধ্যমে। সিসিকের মেয়র কোন দল করেন সেটা উন্নয়নের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ভাবেন না। রাস্ট্র বা সরকারের পর্যাপ্ত বরাদ্দ ছাড়া যেমন সিলেট তথাপি দেশের উন্নয়ন সম্ভব নয় তেমনি মেয়র বা দ্বায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সঠিক পরিকল্পনা ও সুষ্ঠু তদারকি ছাড়া উৎকৃষ্ট মানের কার্য সম্পাদন সম্ভব নয়৷ তাই কোন উন্নয়নই কেন্দ্রীয় সরকার বা স্থানীয় সরকারকে বাদ দিয়ে নয়। তাই আসুন আমরা অযথা কাঁদা ছুঁড়াছুড়ি বাদ দিয়ে সবাইকে প্রাপ্য সম্মানটুকু দেই। এখন জাতি ও দেশ গঠনের সময়, আমরা চিন্তা চেতনা ও মননে উন্নত হই।
দেশ ও জাতির উন্নয়নের প্রশ্নে আমরা একতাবদ্ধ হই। এখনই সময় এগিয়ে যাওয়ার, রকেট ছুড়ার, বিশ্ব জয়ের।

লেখক: সাংবাদিক, কলামিস্ট

]]>
https://prothomsheba.com/archives/8374/feed 0
এক বছরে সাংবাদিক নির্যাতন ১৪২ https://prothomsheba.com/archives/8268 https://prothomsheba.com/archives/8268#respond Tue, 31 Dec 2019 12:11:45 +0000 http://prothomsheba.com/?p=8268 প্রথমসেবা রিপোর্টঃ

গত এক বছরে হামলা, মামলা, হুমকি ও হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৪২ সাংবাদিক।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) তাদের এক প্রতিবেদনে এ পরিসংখ্যান দিয়েছে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ-২০১৯’ শীর্ষক এক সংবাদ সম্মলনে এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে আইনশৃঙ্খলা বাহিনী, প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি, সন্ত্রাসী, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দ্বারা শারীরিক নির্যাতন, হামলা, মামলা, হুমকি ও হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৪২ সাংবাদিক। এ বছরের ২১ মে অনলাইন গণমাধ্যম প্রিয়ডটকম-এর সহকারী সম্পাদক ইহসান ইবনে রেজা ওরফে ফাগুনের লাশ উদ্ধারের (রহস্যজনক মৃত্যু) ঘটনা ঘটে জামালপুর থেকে।
আসকের জ্যেষ্ঠ উপ-পরিচালক নিনা গোস্বামী প্রতিবেদন তুলে ধরে জানান, সংগৃহীত তথ্য অনুযায়ী ২০১৯ সালে ৩৮৮ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২০১৮ সালের ৯ই মার্চ মাদকবিরোধী এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ক্রসফায়ার নয়, আত্মরক্ষার খাতিরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে। যা প্রকারান্তরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আসকের মহাসচিব তাহমিনা রহমান, নির্বাহী পরিচালক শীপা হাফিজা, জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরসহ আরো অনেকে।

]]>
https://prothomsheba.com/archives/8268/feed 0
চিলমারীর বাঁধবাসী: উচ্ছেদই যখন আইন https://prothomsheba.com/archives/336 https://prothomsheba.com/archives/336#respond Sat, 07 Jul 2018 12:37:59 +0000 http://themesbazar.com/newsfresh/?p=336 ১৯৮৮ সালের মহাপ্লাবনের পরেও যাঁরা জন্মেছেন, তাঁরাও বিলক্ষণ জানেন কী ভয়াবহ বন্যা ছিল সেটা। কমবেশি প্রায় ছয় সপ্তাহ ডুবেছিল সারা দেশ। বিমানবন্দর সেনানিবাস—কিছুই শুকনো ছিল না সেবার। তারপর অনেকগুলো দশক পেরিয়ে গেছে। ৮৮’র বন্যাকে স্মরণ করে রাখার জন্য সে সময় জন্ম নেওয়া শিশুর নাম অনেকেই বন্যা বা প্লাবন রেখেছিলেন। সেসব বন্যা আর প্লাবন নামের অনেকেই বড় বড় পাস দিয়ে এখন দেশে-বিদেশে কাজ করছেন। পরিবর্তন এসেছে জীবনযাপন, ব্যয়, ভোগ, উদ্‌যাপনের রীতিনীতিতে। এককথায় ৮৮’র বাংলাদেশ হারিয়ে গেছে। আমাদের উন্নয়ন আর উন্নতির জলে বদলেছে অনেক কিছু, শুধু বদলায়নি কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধাসহ বিভিন্ন নদীসংলগ্ন জনপদের প্রান্তিক মানুষদের ভাগ্য। এঁদের অনেকেই সেই ভয়াবহ বন্যায় আর এর পরের নদীভাঙনের শিকার হয়ে ভাসতে ভাসতে বিভিন্ন বাঁধে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। খেটে খাওয়া নিঃস্ব এসব মানুষের ঢাকায় চলে আসারও সাহস হয়নি।

গ্রামগঞ্জে-চরে খেটে, এনজিওদের কিস্তি টেনে কোনোমতে বেঁচে আছে তারা। এবার উন্নয়নের ঝাপটা তাদের এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বাঁধের ওপর সাজানো সংসার, মাচাভরা শিম, লাউ, গরু-ছাগল আর মুরগির বাক্স নিয়ে তাদের চলে যেতে বলেছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের কর্তারা নোটিশও ঝুলিয়ে দিয়েছে। উচ্ছেদে কোথায় যাবে তারা? উন্নয়নের ছোবলে ছোবলে নীল হয়ে যাওয়া এসব মানুষের কাছে কোনো উত্তর নেই।

]]>
https://prothomsheba.com/archives/336/feed 0
বাংলা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল https://prothomsheba.com/archives/145 https://prothomsheba.com/archives/145#respond Tue, 10 Oct 2017 08:30:37 +0000 http://themesbazar.com/newsfresh/?p=145 বেসরকারি টেলিভিশন বাংলা টিভির হেড অব নিউজ হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট সাংবাদিক জাকারিয়া কাজল। মঙ্গলবার থেকে তিনি বাংলা টিভিতে অফিস করা শুরু করেছেন।

এর আগে তিনি যমুনা টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জাগো নিউজকে বলেন, আজ (মঙ্গলবার) থেকেই অফিস শুরু করেছি। বাংলা টিভি লন্ডনে প্রায় ১৮ বছর ধরে চলছে। দেশে নতুন করে সম্প্রচার শুরু করেছে। আমরা সংবাদ এবং বিনোদন দুটি ক্ষেত্রেই ভিন্ন মাত্রা যোগ করতে চাই। আমাদের একটি ভিশন আছে। এজন্য সবার সহযোগিতা চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করা জাকারিয়া কাজল যমুনা টেলিভিশন ছাড়াও দৈনিক ইনকিলাব ও বিডিনিউজে কাজ করেন।

উল্লেখ্য, লন্ডনের পর চলতি বছরের মে মাস থেকে দেশে সম্প্রচার শুরু হয়েছে বাংলা টিভির। রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদের স্পিকার ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন করেন।

]]>
https://prothomsheba.com/archives/145/feed 0
পেরুর সঙ্গে ড্র করে বাদ পড়ার শঙ্কায় আর্জেন্টিনা https://prothomsheba.com/archives/71 https://prothomsheba.com/archives/71#respond Fri, 06 Oct 2017 08:58:48 +0000 http://themesbazar.com/newsfresh/?p=71 ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পেরুর বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না আর্জেন্টিনার।

কিন্তু ঘরের মাঠে ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হতাশ হয়েই বাড়ি ফিরতে হলো মেসিদের। পেরুর সঙ্গে গোলশুন্য ড্র করে ১৯৭০ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গেল আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পেরুর বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না আর্জেন্টিনার।

কিন্তু ঘরের মাঠে ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হতাশ হয়েই বাড়ি ফিরতে হলো মেসিদের। পেরুর সঙ্গে গোলশুন্য ড্র করে ১৯৭০ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গেল আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পেরুর বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না আর্জেন্টিনার।

কিন্তু ঘরের মাঠে ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হতাশ হয়েই বাড়ি ফিরতে হলো মেসিদের। পেরুর সঙ্গে গোলশুন্য ড্র করে ১৯৭০ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গেল আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পেরুর বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না আর্জেন্টিনার।

কিন্তু ঘরের মাঠে ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হতাশ হয়েই বাড়ি ফিরতে হলো মেসিদের। পেরুর সঙ্গে গোলশুন্য ড্র করে ১৯৭০ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গেল আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পেরুর বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না আর্জেন্টিনার।

কিন্তু ঘরের মাঠে ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হতাশ হয়েই বাড়ি ফিরতে হলো মেসিদের। পেরুর সঙ্গে গোলশুন্য ড্র করে ১৯৭০ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গেল আর্জেন্টিনা।

]]>
https://prothomsheba.com/archives/71/feed 0
প্রশ্ন ফাঁসের প্রশ্নই আসে না : স্বাস্থ্যমন্ত্রী https://prothomsheba.com/archives/68 https://prothomsheba.com/archives/68#respond Fri, 06 Oct 2017 08:56:43 +0000 http://themesbazar.com/newsfresh/?p=68 স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রশ্ন ফাঁসের প্রশ্নই আসে না। যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু। মেধাবী শিক্ষার্থীরাই তাদের মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভবিষ্যতে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবে।’

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রশ্ন ফাঁসের প্রশ্নই আসে না। যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু। মেধাবী শিক্ষার্থীরাই তাদের মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভবিষ্যতে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবে।’

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রশ্ন ফাঁসের প্রশ্নই আসে না। যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু। মেধাবী শিক্ষার্থীরাই তাদের মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভবিষ্যতে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবে।’

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

]]>
https://prothomsheba.com/archives/68/feed 0
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের https://prothomsheba.com/archives/65 https://prothomsheba.com/archives/65#respond Fri, 06 Oct 2017 08:54:56 +0000 http://themesbazar.com/newsfresh/?p=65 ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে ৯ বছর আগে, ২০০৮ সালে। সেবারও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে। ৯ বছর পর সেই মাঠে আজ টসে জিতে

ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে ৯ বছর আগে, ২০০৮ সালে। সেবারও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে। ৯ বছর পর সেই মাঠে আজ টসে জিতেব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে ৯ বছর আগে, ২০০৮ সালে। সেবারও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে। ৯ বছর পর সেই মাঠে আজ টসে জিতেব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে ৯ বছর আগে, ২০০৮ সালে। সেবারও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে। ৯ বছর পর সেই মাঠে আজ টসে জিতেব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে ৯ বছর আগে, ২০০৮ সালে। সেবারও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে। ৯ বছর পর সেই মাঠে আজ টসে জিতে

ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে ৯ বছর আগে, ২০০৮ সালে। সেবারও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে। ৯ বছর পর সেই মাঠে আজ টসে জিতে

]]>
https://prothomsheba.com/archives/65/feed 0
হৃত্বিককে কাকু ডাকলেন কঙ্গনার বোন https://prothomsheba.com/archives/59 https://prothomsheba.com/archives/59#respond Wed, 04 Oct 2017 12:11:48 +0000 http://themesbazar.com/newsfresh/?p=59 বলিউডের আলোচিত জুটি হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মন কষাকষি যেন থামছেই না। সুযোগ পেলেই কাদা ছুড়ছেন একে অন্যের প্রতি। সম্প্রতি এ বাকযুদ্ধে নতুন করে যোগ দিলেন কঙ্গনার বোন রাঙ্গোলি।

হৃত্বিক অভিযোগ করে বলেছেন, কঙ্গনা তার ওপর গোপনে নজরদারি করেন এবং তাকে যৌন উত্তেজক এসএমএসও পাঠিয়েছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কঙ্গনা কিছু না বললেও বেজায় চটেছেন কঙ্গনার বোন রাঙ্গোলি।

রাঙ্গোলি জানান, হৃত্বিক যখন প্রথম ছবি মুক্তি দেন কঙ্গনা তখন স্কুলপড়ুয়া মেয়ে। তাই এমন একজন বুড়ো কাকুর প্রতি গোপনে নজরদারির কোনো প্রয়োজন নেই কঙ্গনার।

শুধু তাই নয়, রাঙ্গোলি সুযোগ পেয়ে হৃত্বিককে একটা উপদেশও দিয়েছেন। তিনি বলেন, এবার একটু নিজের স্ত্রী-সন্তানদের প্রতি নজর দিন। তাদের নিয়ে পরিকল্পনা করুন। দীর্ঘদিন ধরে চলা এ বিতর্কে সবাই বুঝতে পেরেছেন কে প্রকৃত অপরাধী; তাই এ নিয়ে পড়ে থাকা বোকামি।

]]>
https://prothomsheba.com/archives/59/feed 0
পারিলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ https://prothomsheba.com/archives/56 https://prothomsheba.com/archives/56#respond Wed, 04 Oct 2017 12:10:12 +0000 http://themesbazar.com/newsfresh/?p=56 পারিলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ

পারিলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ

পারিলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ

]]>
https://prothomsheba.com/archives/56/feed 0