লিড নিউজ – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Thu, 04 Apr 2024 09:49:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 দেশের অন্যতম পর্যটন এলাকা হবে চুনারুঘাট-মাধবপুর – ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি https://prothomsheba.com/archives/17348 https://prothomsheba.com/archives/17348#respond Thu, 04 Apr 2024 09:49:45 +0000 https://prothomsheba.com/?p=17348 এস আর সুজন : হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, দেশের অন্যতম পর্যটন এলাকা হবে চুনারুঘাট- মাধবপুর। যেখানে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমা-কালেঙ্গা। ৬১ কিলোমিটার সীমান্ত বেষ্টিত দু উপজেলায় সম্ভাবনাময় অবস্থান রয়েছে হাজার হাজার একর সরকারী পতিত জমি। সঠিক সিদ্ধান্ত ও সরকারের যুগপোযোগী পদক্ষেপই হতে পারে পর্যটন এলাকার ঘোষনার অন্যতম উপায়। চুনারুঘাট উপজেলায় রয়েছে ১৩টি ও মাধবপুর উপজেলায় ৫টি নিয়ে মোট ১৮টি চা-বাগান সুন্দর্য বর্ধনে পাখা মেলে রেখেছে । তাছাড়া সাতছড়ি জাতীয় উদ্যান, বাল্লা স্থলবন্দর, দমদমিয়া লেক, পানছড়ি ইকো রিসোর্ট, রাবার বাগান, মুক্তিযোদ্ধের স্মৃতি বিজরিত তেলিয়াপাড়া স্মৃতিসৌধ, চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী, করাঙ্গী নদী, সুতাং নদী, মাধবপুর উপজেলায় সোনাই নদী, বোয়ালিয়া নদীসহ অসংখ্য ছড়ায় বেয়ে গেছে গ্রাম গ্রামান্তর। তিনি বলেন, চুনারুঘাটে মরা খোয়াই নদীকে পর্যটনে রূপান্তর, সাতছড়ি ও রেমা কালেঙ্গাকে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, চুনারুঘাট পৌরসভার সড়ক প্রশস্তকরণ, চুনারুঘাট উপজেলায় স্টেডিয়াম তৈরি এবং চুনারুঘাট-মাধবপুরকে মাদকমুক্ত করার ঘোষণাও দেন। পাশাপাশি চুনারুঘাট ও মাধবপুরের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য টেকনিক্যাল স্কুল-কলেজ প্রতিষ্ঠান স্থাপনের ঘোষণা, প্রবাসীদের বিদেশ গমন সহজ করাসহ ১০টি ইশতেহার ঘোষণা করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ।
এছাড়াও গতবছর তিনি ৩৬ হাজার আমের চারা বিতরন করেছেন। আগামী বছর ১লাখ আমের চারা বিতরন করবেন। সুন্দর্যবর্ধনে চুনারুঘাট মরা খোয়াই নদী সংস্কার জীবিত করনের কাজ চালিয়ে যাচ্ছেন। চুনারুঘাট মাধবপুর উপজেলার ছোট বড় সকল ছড়া খাল বিল নদীর উদ্ধার ও খনন করবেন। রেমা কালেঙ্গা অভয়ারন্যে দেশ ও বিদেশের পর্যটক এসে রাত্রী যাপন করবেন। শীঘ্রই এসব প্রকল্প গ্রহন করবেন। চা-বাগান সহ বনের ভিতর ছোট বড় লেক এ আসা যাওয়া রাস্তা প্রশস্ত করন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন। তাছাড়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক শায়েস্তাগঞ্জ হইতে জগদিশপুর রাস্তা বর্ধিত করনে অগ্রনি ভূমিকা রাখবেন। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আরও বলেন, জনগন আমাকে যেভাবে ভালবেসেছে রক্ত দিয়ে হলেও সেই প্রতিদান দিব। চুনারুঘাট-মাধবপুরকে পর্যটন এলাকা ও উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে নিতে যেভাবে লড়তে হয় লড়ে যাব।

]]>
https://prothomsheba.com/archives/17348/feed 0
চুনারুঘাটের মরা নদী জীবিত করনের কাজ এখনও চলমান https://prothomsheba.com/archives/17345 https://prothomsheba.com/archives/17345#respond Thu, 04 Apr 2024 09:47:16 +0000 https://prothomsheba.com/?p=17345 স্টাফ রিপোর্টার : চুনারুঘাট মরা খোয়াই নদী জীবিত করনের কাজ এখনও চলমান। দীর্ঘদিন যাবৎ হাজী দুলাল ও তাজুল বাহার স্বেচ্ছাশ্রমে ড্রেজারের মাধ্যমে মরা নদী পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। নদীর মধ্যাংশে পৌরবাসী হাটা চলার জন্য ওয়াকওয়ে অনেকটা দৃশ্যমান অল্প কিছুদিনের মধ্যে রাস্তার কাজ পুরোপুরি সমাপ্ত হলে লাইটসহ সুন্দর্য বর্ধনের কাজ শেষ করবেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত হাজী দুলাল। তিনি বলেন খোয়াই নদীটি ১৯৮২ সালে শহর রক্ষার জন্য স্থানাস্তরের পর এখানে আর কোন উন্নয়নমূলক কাজ হয়নি। বছরের পর বছর ময়লা ফেলা ও আবর্জনায় ভারট হয়ে গেছে। সর্বশেষ ২০০৫ সালে চুনারুঘাট পৌরসভা রুপান্তরিত হলে ময়লা ফেলার ¯’ান হয়ে উঠে মরা খোয়াই নদী। ১৯ ফুট পর্যন্ত ময়লা ছিল। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি হওয়ার আগে ঘোষনা দিয়েছিলেন আমি এমপি হলে প্রথমেই মরা খোয়াই নদী জীবতি করনে কাজ করবো। যেমন কথা তেমন কাজ। বিপুল ভোটে এমপি হওয়ার পরই মরা খোয়াই নদী পরিষ্কার করনের কাজ শুরু করেন। বিডি কিনের ৬শ কর্মী সহ হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে তিনি মরা খোয়াই নদী পরিষ্কার শুরু করেন। এজন্যে তিনি দেশ ও বিদেশে প্রশংসা কুড়িয়েছেন।

]]>
https://prothomsheba.com/archives/17345/feed 0
গোছাপাড়ায় শশ্মানঘাট উন্নয়নে এগিয়ে এলেন রায়হান আহমেদ https://prothomsheba.com/archives/17342 https://prothomsheba.com/archives/17342#respond Thu, 04 Apr 2024 09:45:34 +0000 https://prothomsheba.com/?p=17342 আব্দুল জাহির : আহমদাবাদ ইউনিয়নের আমরোড গোছাপাড়া গ্রামের পাল বাড়ি শশ্মানঘাট উন্নয়নে এগিয়ে এলেন তরুন উদ্যোক্তা চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রায়হান আহমেদ। তিনি নগদ ১০ হাজার টাকা দিয়ে কাজের শুভ সূচনা করনে তিনি বলেন আমরোড গোছাপাড়া গ্রামের পাল বাড়ি স্বাধীনতা সংগ্রামে স্বাক্ষর রেখেছে। ওই বাড়ির ১০জন লোক দেশস্বাধীনে ভূমিকা রেখে পাক হানাদারদের গুলিতে নিহত হয়েছে। শশ্মানঘাট উন্নয়নে ৫ লাখ টাকার অধিক বাজেট লাগবে। মাননীয় এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সাথে আলোচনা করে সমৃদয় উন্নয়ন কাজ করবো। তিনি আরও বলেন স্বাধীনতার সময় আপনাদের ২টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয় পাক হানদার বাহিনী। আপনারা স্বাধীনতা সংগ্রামের অনন্য অংশ।

]]>
https://prothomsheba.com/archives/17342/feed 0
ঈদুল ফিতর উদযাপন তরুণদের উন্মাদনা, জনমনে শঙ্কা ও উৎকন্ঠা https://prothomsheba.com/archives/17339 https://prothomsheba.com/archives/17339#respond Thu, 04 Apr 2024 09:42:15 +0000 https://prothomsheba.com/?p=17339 সেবা ডেক্স : ঈদুল ফিতর উদযাপন নিয়ে একশ্রেনির উঠতি বয়সের তরুনদের বেলাল্লাপনা আচরন ডায়না, ট্রাক ও পিকআপে সাউন্ডবক্স বসিয়ে উন্মাদনা নাচ গানে সড়ক মহাসড়কের শৃংখলা বিনষ্টতায় সাধারন মানুষের মাঝে উদ্বেগ ও উৎকনন্ঠ শুরু হয়ে গেছে। পরিবেশবিদ বিশেষজ্ঞ মনে করেন এখনই যদি এটি রোধ করা না যায় তবে এক সময় তাই সমাজ অবক্ষয় বন্যপ্রাণী পশুপাখি ও সাধারণ নাগরিকের জন্য মারাতœক প্রতিবন্ধকতা হয়ে দাড়াবে। প্রকৃতি ও পরিবেশ হারাবে তার ভারসাম্য। দেখা যায় প্রতি বছরই ঈদুল ফিতর, ঈদুল আযহা, পহেলা বৈশাখ কিংবা অন্য কোন বিশেষ দিবসে একশ্রেনির উঠতি বয়সের ছেলেরা ট্রাক, ডায়না বা পিকআপ গাড়িতে সাউন্ডবক্স বাদ্যযন্ত্র লাগিয়ে হুইহুল্লুর করে সড়ক ও মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এছাড়াও বিভিন্ন ব্যান্ডের মোটর সাইকেল ৩/৪ জন এর অধিক বাহন থাকেন। পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে কে আগে কে পিছে মহাসড়কে চলে এদও দাপট। তাদের বেলাল্লাপনার কারনে সাধারন ও ভদ্রশ্রেণীর পরিবারের লোকজন জাতীয় উদ্যানে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বিগত সময়ে স্থানীয়ভাবে ছুটিতে আসা ও বিভিন্ন ¯’ানের পর্যটক এদও অশ্লীলতায় স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। বেপরোয়া গতিতে চলাচলের কারনে শুধুমাত্র ঈদেও সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয় শতাধিক প্রাণ হারায় কমপক্ষে ৭/৮ জন। তারপরও এদের গতি কমানো যায়নি। বাদ্যযন্ত্রের অতিরিক্ত শব্দ ও উঠতি বয়সের তরুনদের বিকট আওয়াজে বন্যপ্রানী পশু পাখি ও তাদের আবাসস্থল হারিয়ে অন্যত্র চলে যায়। সাধারন পর্যটকদের দাবি আগামী ঈদুল ফিতওে যেন রাস্তা, চা-বাগান ও জাতীয় উদ্যান যেন থাকে উৎসব মূখর ও নিরাপদ পর্যটন এলাকা। স্থানীয় চেয়ারম্যান প্রশাসন এদিকে সুদৃষ্টি দিবেন এমন প্রত্যাশা সকলের।

]]>
https://prothomsheba.com/archives/17339/feed 0
মাধবপুরে মোটরসাইকেলে আরোহী সাবেক সেনা সদস্য নিহত https://prothomsheba.com/archives/17332 https://prothomsheba.com/archives/17332#respond Thu, 04 Apr 2024 05:27:15 +0000 https://prothomsheba.com/?p=17332 স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে বালুবাহী টাক্টরের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী সাবেক সেনা সদস্য ইয়াকুব আলী (৬২) নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে মাধবপুর মনতলা সড়কের দুলি গোপাট নামক স্থানে এঘটনা ঘটে। ইয়াকুব আলী উপজেলার সমজদিপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান- ওই দিন ইয়াকব আলী মাধবপুর সদর থেকে মোটরসাইকেল যোগে মনতলার দিকে যাচ্ছিলেন। সড়কের দূলিগোপাট এলাকায় পৌছতেই একটি বালুবাহী টাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সিটকে নিচে পড়ে যায়। এতে সাবেক সেনা সদস্য ইয়াকুব আলী ঘটনাস্থলে মারা যান। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ টাক্টরটি আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/17332/feed 0
মিরপুরে ভয়াবহ আগুন ১৪টি দোকান পুড়ে ছাই https://prothomsheba.com/archives/17312 https://prothomsheba.com/archives/17312#respond Sat, 16 Mar 2024 05:08:53 +0000 https://prothomsheba.com/?p=17312 স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনো নিরূপন করা হয়নি। গতকাল দুপুর পৌনে ২টার দিকে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ছোট-বড় ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুরে হঠাৎ মিরপুর বাজারের তেমুনিয়ার একটি খাবারের হোটেলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও বাহুবল ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে সফর আলীর চা দোকান, গোলহর মিয়ার মিষ্টির দোকান, ফরিদ মিয়ার ফলের দোকান, করিম মিয়ার হোটেল, টং দোকান ২টি, সেলুন, কম্পিউটার দোকান, মোবাইল সার্ভিসিং ছাড়া কয়েকটি টং দোকান পুড়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনে ছোট বড় মিলিয়ে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে। তিনি বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

]]>
https://prothomsheba.com/archives/17312/feed 0
আজ চুনারুঘাট ব্যারিস্টার সুমন এমপি’র তারণ্যের সমাবেশ ॥ https://prothomsheba.com/archives/17292 https://prothomsheba.com/archives/17292#respond Sat, 03 Feb 2024 07:26:15 +0000 https://prothomsheba.com/?p=17292 স্টাফ রির্পোটারঃ দেশে নানাভাবে উদ্যোক্তা হয়ে ওঠা আলোচিত ব্যক্তিদের নিয়ে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ শনিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডিসিপি স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, গায়ক তাসরিফ খান, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, জনপ্রিয় ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজের। দিনব্যাপী আয়োজনে উদ্বুদ্ধকরণ বক্তব্যের পাশাপাশি থাকবে সঙ্গীতানুষ্ঠানও।ব্যারিস্টার সুমন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার আয়োজনে এটিই প্রথম অনুষ্ঠান। এতে সংসদ সদস্যের নির্বাচনী এলাকাসহ বিভিন্ন এলাকার লোকদের সমাগম ঘটবে। এজন্য সবধরনের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা র্নিবাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, তারুণ্যের সমাবেশে’ তরুণদের সমাগম ঘটবে। এ অনুষ্ঠানকে ঘিরে উপজেলায় এখন উৎসবের আমেজ। পুলিশ প্রশাসন সর্বাত্বক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে। সংসদ সদস্য হয়ে শপথ নেওয়ার পরই তিনি চুনারুঘাটের মরা খোয়াই নদী পরিস্কারের মাধ্যমে কাজ শুরু করেন। বিডি ক্লিনের ৬শ’র বেশি সদস্য এ নদীর ৪০ বছরের ময়লা আবর্জনা পরিস্কারের কাজ করেছে। এটিকে তিনি পর্যটনে রুপান্তার করতে চান। এবার তিনি চুনারুঘাটে তরুন উদ্যোক্তা তৈরীতে কাজ করতে চান। এজন্য উপজেলা টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়াসহ বিভিন্ন উদ্যোগের কথা জানাবেন অনুষ্ঠানে।

]]>
https://prothomsheba.com/archives/17292/feed 0
মাধবপুরে খাল পরিস্কার শুরু করলেন ব্যারিস্টার সুমন এমপি https://prothomsheba.com/archives/17288 https://prothomsheba.com/archives/17288#respond Mon, 29 Jan 2024 06:33:16 +0000 https://prothomsheba.com/?p=17288 স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে দীর্ঘ বছরের আবর্জনা পূর্ণ খাল পরিস্কারে নেমেছেন হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার ২৭ (জানুয়ারি) সকাল ১১টায় মাধবপুর পৌর সভায় ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে ৫০ জন কর্মী নিয়ে উপস্থিত থেকে এ পরিস্কার অভিযান শুরু করেন এমপি ব্যারিস্টার সুমন।
জানা যায়, উপজেলা সদরের প্রবেশমুখ হয়ে সোনাই নদীতে যুক্ত হওয়া খালটির পানি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার তিতাস নদীতে প্রবাহিত হত। যুগ যুগ ধরে খালটি মনুষ্যসৃষ্টি আবর্জনা দ্বারা ভরাট হয়ে গিয়েছিল। জনগনের দাবীর মুখে এ খাল পরিস্কারের উদ্যেগ নেওয়া হয়। মাধবপুর বাজারের প্রবীন ব্যবসায়ী ফজলুর রহমান জানানা, শিবপুর খাল নামে পরিচিত এই খালটি দিয়ে একসময়ে নৌকায় কর বিভিন্ন অঞ্চলের লোক বাজার করতে আসতো।কালের আবর্তে আজ এই খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগারে পরিনত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ। যা বর্তমানে অকেজো। খালটি পরিস্কার করায় বাজারের লোকজন দূর্গন্ধ থেকে রেহাই পাবে।খাল পরিস্কার অভিযান শুরু করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক এমপি বলেন, আমাদের চারপাশ পরিস্কারে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সরকারী বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সবিশেষে খাল পরিস্কারের ব্যয় বাবদ ৫ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন তিনি।

]]>
https://prothomsheba.com/archives/17288/feed 0
হবিগঞ্জের ইতিহাসে আজ কলঙ্কের ২৭ জানুয়ারি https://prothomsheba.com/archives/17284 https://prothomsheba.com/archives/17284#respond Sat, 27 Jan 2024 10:23:33 +0000 https://prothomsheba.com/?p=17284 স্টাফ রিপোর্টারঃ আজ কলঙ্কের ২৭ জানুয়ারী। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ১৯ বছর পূর্ণ হলো। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা এ হত্যাকান্ডের বিচার এখনও আলোর মুখ দেখছেনা। সাক্ষি না আসা, আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ঠিকমতো আদালতে হাজির না হতে পারাসহ বিভিন্ন জটিলতায় বিচার কার্যক্রম দীর্ঘসূত্রিতায় পড়েছে। এ অবস্থায় বিচার নিয়ে হতাশার পাশাপাশি ক্ষোভ বাড়ছে নিহতদের পরিবার ও স্থানীয়দের মনে। ২০০৫ সালের এই দিনে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ মোট ৫ জন নিহত হন। এতে আহত হন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও অ্যাডভোকেট মো. আবু জাহির এমপিসহ প্রায় ৫০ জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। কয়েক দফা তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। লোমহর্ষক এ হত্যাকান্ডের বিচার শুরু হয়েছে প্রায় ৮ বছর পূর্বে। কিন্তু নানা কারণে বিচারকার্যে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে দিন দিন ক্ষোভ বাড়ছে নিহতদের স্বজনদের মাঝে। গ্রেনেড হামলায় নিহত আবুল হোসেন, সিদ্দিক আলী ও আব্দুর রহিমের স্ত্রী সন্তানরা বলেন, ১৯ বছর ধরে আমরা বিচারের অপেক্ষায়। তবে আদৌ বিচার হবে কি না এ নিয়ে তারা হতাশা ব্যক্ত করেন। তারা বলেন, আমাদের খবর কেউ রাখে না। ২৭ জানুয়ারী আসলে সাংবাদিকরা আসে আমাদের দুঃখের কথা জানার জন্য। পরে আর কেউ খোজখবর নেয় না।
সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালে মামলার সরকার পক্ষের আইনজীবী পিপি এডঃ সারোয়ার আহমেদ আবদাল বলেন, মামলায় ১৭১ জন সাক্ষির মাঝে ৫০ জন স্বাক্ষ্য দিয়েছেন। বিচারের ক্ষেত্রে আদালতের কোন ত্রুটি নেই। তিনি বলেন, স্বাক্ষী নিয়মিত আসলে দেড় বছরের মধ্যে মামলা নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিহত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, আজ আমার বাবার ১৯তম মৃত্যু বার্ষিকী। এত দিনে এ ঘটনার সুষ্টু তদন্ত হয়নি, সুষ্টু বিচার হয়নি। তিনি বলেন, অনেককে এ মামলায় জড়ানো হয়েছে অন্যায়ভাবে। তিনি বলেন, এ হত্যাকান্ড কারা ঘটিয়েছে, কি করে ঘটেছে হবিগঞ্জের মানুষ তা জানে। এ সরকারের আমলে বিচার পাবো এ আশা আমরা করি না। এ ধরনের অনেক ঘটনার বিচার মানুষ পাচ্ছে না। তবে একদিন খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গ্রেনেড হামলায় আহত এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন। সম্মান রেখে সকলের সাথে সুন্দরভাবে কথা বলতেন। ২০০৫ সারের ২৭ জানুয়ারী কিবরিয়াসহ ৫ জন নিহত হন। আমি নিজেও ক্ষতবিক্ষত হয়েছি। অলোকিক ভাবে আল্লাহ আমাকে বাচিয়ে রাখেন। তিনি বলেন, ঘটনার পর আহতদের চিকিৎসায় আওয়ামীলীগ ভূমিকা রেখেছে। পরবর্তীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আমি প্রধানমন্ত্রীর নিকট থেকে নিহতদের পরিবারকে ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, ২৭ জানুয়ারী আসলেই আমার পরিবারের মাঝে উৎকণ্ঠা ও কষ্টের কথা স্মরণ হয়। আমার পরিবার সহ হবিগঞ্জবাসী অপেক্ষা করছে কবে এর বিচার হবে। তবে খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশবাসী জানবে প্রকৃত খুনিদের বিচার হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/17284/feed 0
বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ॥ আহত ১ https://prothomsheba.com/archives/17274 https://prothomsheba.com/archives/17274#respond Wed, 24 Jan 2024 11:26:34 +0000 https://prothomsheba.com/?p=17274 স্টাফ রিপোর্টারঃ বাহুবলে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেবুল মিয়া (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ফয়সল মিয়া (২০) নামে আরো এক যুবক। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, সকালে সেবুল মিয়া তার বন্ধু ফয়সল মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেবুল মিয়াকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। ঘটনার পর ধুলিয়াখাল-মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

]]>
https://prothomsheba.com/archives/17274/feed 0