লাইফস্টাইল – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Thu, 31 Mar 2022 07:42:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 মাধবপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ : ১ সপ্তাহে শতাধিক রোগী ভর্তি https://prothomsheba.com/archives/16283 https://prothomsheba.com/archives/16283#respond Thu, 31 Mar 2022 07:42:30 +0000 http://prothomsheba.com/?p=16283 জালাল উদ্দিন লস্কর,মাধবপুর:-মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া ও পেটের পীড়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, প্রায় প্রতিদিনই ১০/১২ জন রোগী এখানে ভর্তি হচ্ছেন। আক্রান্তদের বেশীরভাগই নারী ও শিশু। স্বাস্থ্য বিভাগের লোকজন আন্তরিকভাবে তাদের সেবা দিয়ে সুস্থ করে তুলছেন জানিয়ে সংস্লিষ্ট সূত্র গত ১ সপ্তাহে শতাধিক ডায়রিয়া রোগী ভর্তির তথ্য নিশ্চিত করেছে । তবে ডায়রিয়া আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলেও একইসাথে নিশ্চিত করেছে সূত্রটি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন আমার হবিগঞ্জকে জানিয়েছেন, খাওয়া দাওয়ার সমস্যার কারনেই বেশীরভাগ রোগী ডায়রিয়া কিংবা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। তার মতে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং স্ট্রিট ফুড বর্জন করার মাধ্যমেই ডায়রিয়ার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব।

বুধবার (৩০মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডে বেশ কয়েকজন ডায়রিয়া রোগী দেখা গেছে। আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের শিশু মিয়া এসেছেন তার ডায়রিয়া আক্রান্ত পুত্রবধুকে চিকিৎসা করাতে।

শিশু মিয়া জানান,গত রাত থেকে তার পুত্রবধু রহিমা ডায়রিয়ায় ভুগছে।আজ সকালে এখানে নিয়ে আসার পর তাকে স্যালাইন ও প্রয়োজনীয় অন্যান্য সেবা দেওয়ায় অবস্থার উন্নতি হচ্ছে এখন।

]]>
https://prothomsheba.com/archives/16283/feed 0
মাধবপুরে অযত্নে অবহেলায় পড়ে আছে স্টেডিয়াম https://prothomsheba.com/archives/16228 https://prothomsheba.com/archives/16228#respond Wed, 30 Mar 2022 05:06:33 +0000 http://prothomsheba.com/?p=16228 ইয়াছিন তন্ময়:- মাধবপুর উপজেলা সদরের একমাত্র স্টেডিয়ামটি অযত্নে ও অবহেলায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। মাঠের পশ্চিম ও দক্ষিণ দিকে বর্জ্য ফেলা হচ্ছে।
ফলে ধীরে ধীরে মাঠের জায়গা দখল হয়ে যাচ্ছে। আবার এইসব বর্জ্য ও আবর্জনার কারনে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে ও নানান রোগবালাই ছড়াচ্ছে ব্যাহত হচ্ছে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ।

মাঠের ভীতরে জন্ম নিয়েছে অসংখ্য ছোট বড় গাছ ও ছোট বড় অনেক গর্ত। একটু বৃষ্টি হলেই গর্তগুলি পানিতে ভরে যায় দেখলে মনে হবে ছোট ডোবা বা নালা ।

মাঠের পশ্চিম দিকে একটি দর্শক গ্যালারি আছে যেটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে আছে। মাঠটি রক্ষায় যতাযত কতৃপক্ষের নেই কোন ধরনের নজরদারি।

এদিকে উপজেলা সদরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য উপজেলা সদরে অবস্থিত একমাত্র স্টেডিয়ামটি ছাড়া বিকল্প অন্য কোন স্টেডিয়াম না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না।

ফলে অধিকাংশ শিক্ষার্থীবিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা,গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা,ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান স্টেডিয়ামে আয়োজিত হতো।

কিন্তু বর্তমানে স্টেডিয়ামের দুরবস্থার কারনে কোন কিছুই অনুষ্ঠিত হয় না।

এদিকে সরকার প্রত্যেক উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মাধবপুর উপজেলা সদরে আধুনিক ও উন্নত একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যাপারে কোন প্রকার উদ্যোগ গ্রহন করেছে কিনা জানতে চাইলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুকুমল রায় বলেন,গত দুই বছর যাবত টেন্ডার সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (পদাধিকার বলে) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন,মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে টেন্ডার আহবানের যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

]]>
https://prothomsheba.com/archives/16228/feed 0
সাবেক এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বাহুবলের সমুদ্রফেনা হতে নবীগঞ্জের আনোয়াপুর গ্রামে বিদ্যুতায়ন https://prothomsheba.com/archives/16209 https://prothomsheba.com/archives/16209#respond Tue, 29 Mar 2022 05:37:53 +0000 http://prothomsheba.com/?p=16209 স্টাফ রিপোর্টার:-বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন ও নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম আনোয়ারপুরে প্রায় ৮০ লক্ষ টাকা সরকারি ব্যয়ে বিদ্যুৎ সংযোগ সমাপ্ত হয়েছে।
সংরক্ষিত আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় এই বিদ্যুৎ সংযুক্ত হওয়ায় স্নানঘাটের সমুদ্রফেনা ও কালিয়ারভাঙ্গার আনোয়ারপুরের হাওর অধ্যুষিত মৎস্যজীবী পরিবারগুলো সরকারের বিদ্যুৎ সেবায় সংযুক্ত হলো।

সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমি গুংগিয়াজুরী হাওর পাড়ের মানুষ। হাওরের সুবিধাবঞ্চিত মানুষকে আওয়ামী লীগ সরকারের আলোর ধারায় আনতে সাংসদ থাকা অবস্থায় আমি সরকারের বিদ্যুৎ মন্ত্রনালয়ে ডিও প্রেরণে আবেদন করলে সাংসদ হিসাবে আমার বরাবর বিশেষ বিদ্যুৎ বরাদ্দ মঞ্জুর হয়।

এই বরাদ্দ দিয়ে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ হয়। যেহেতু সমুদ্রফেনা ও আনোয়ারপুর হাওর অধ্যুষিত গ্রাম তাই দূর্গম এই দুই গ্রামের বিদ্যুৎতায়ন সময়সাপেক্ষ হয়ে ওঠে।

অবশেষে, মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিষয়টি জানালে বিশেষ তদারকিতে আবারও বেগবান হয় এই বিদ্যুৎ সংযুক্তির কর্মকান্ড।

সোমবার( ২৮ মার্চ) বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিদ্যুৎ খুটি ও সংযোগ আনয়নে হবিগঞ্জ পল্লী বিদ্যুতায়ন উন্নয়ন বোর্ড হবিগঞ্জ এর জিএম মোতাহার হোসেন, সহকারী জেনারেল মোঃ শহীদুল্লাহ সহ উপস্থিত সকলের জন্য দোয়া করা হয়।

এসময় শোকর গোজার দাতব্য সেবালয়ের শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, নবীগঞ্জ বাহুবল উপজেলায় সীমান্তবর্তী দুই গ্রামে বিদ্যুৎ সংযুক্তির মাধ্যমে আল্লাহ তায়ালা সুন্দর পরিসমাপ্তি ঘঠালেন।

এই সময় সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সহকারী জেনারেল মোঃ শহীদুল্লাহ, বিদ্যুৎ লাইন ইনস্পেক্টর কামররুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন- অর রশিদ, ওর্য়াড আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন,কৃষক লীগ ওয়ার্ড সভাপতি কাছন মিয়া, শোকর গোজার পাঠশালার কমিটির সভাপতি দীলিপ সহকারি শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও সমুদ্রফেনা ও আনোয়ারপুর গ্রামের নানা বয়সী নারী- পুরুষ বিদ্যুতায়নের আনন্দঘন আয়োজনে উপস্থিত ছিলেন।

]]>
https://prothomsheba.com/archives/16209/feed 0
হবিগঞ্জে ২ দিন ব্যাপী লোক উৎসব ও বাউল মেলার সমাপ্তি https://prothomsheba.com/archives/16203 https://prothomsheba.com/archives/16203#respond Tue, 29 Mar 2022 05:25:15 +0000 http://prothomsheba.com/?p=16203 খায়রুল ইসলাম সাব্বির:-সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ লও জেনে। শুনি ম’লে পাবো বেহেস্তখানা তা শুনে তো মন মানে না বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে এই ভুবনে। আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা জানতে হয় নামাজের বেনা বিশ্বাসীদের দেখাশুনা লালন কয় এই ভুবনে।
হবিগঞ্জ জেলায় বাউল গানের ইতিহাস বহুকালের । এই মাটির সাথে মিশে অনেক বাউল শিল্পী, লেখক অনেকের ইতিহাস এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের লোক সংস্কৃতিকে ঐতিহ্য তুলে ধরতে সাবেক জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারী শহরের জালাল স্টেডিয়ামে তিনদিনব্যাপী লোকজ উৎসব আয়োজন করা হয় ।

এইসম গান গেয়েছেন প্রয়াত কন্ঠ শিল্পী হবিগঞ্জের সন্তান সুবীর নন্দীরসহ আরো অনেকেই পরবর্তীতে করোনা ভাইরাসের কারনে এই লোক উৎসবের আয়োজন করতে পারেনি জেলা প্রশাসক।

করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসায় হবিগঞ্জের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহরের নিমতলা কালেক্টর প্রাঙ্গনে রবিবার (২৭ মার্চ) এবং মঙ্গলবার (২৮ মার্চ) দুইদিন ব্যাপী লোক উৎসব ও বাউল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

দুইদিন ব্যাপী এই লোক উৎসব ও বাউল মেলার অনুষ্ঠানের শেষ দিনে মঞ্চ মাতালেন হবিগঞ্জের বাউল শিল্পী আশিকের পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কুষ্টিয়া, যশোর জেলা থেকে আসা শিল্পীরা।

এই অনুষ্ঠানের শেষ দিনে অংশগ্রহণ করেন জনপ্রিয় বাউল শিল্পী কিরন চন্দ্র রায়, চন্দনা মজুমদার, বাউল রনেশ ঠাকুর, বাউল হাবিল সরকার, বাউল আব্দুর রহমান, ইমরান খন্দকার, হবিগঞ্জের সৈয়দ আশিকুর রহমান আশিক, বাউল আহমেদ টিটু,বাউল মৃনাল বাবুসহ আরো অনেকেই বাউল গান গেয়ে মাতিয়েছেন মঞ্চ। তাদের কণ্ঠে ভেসে ওঠে আমাদের হাজার বছরের ঐতিহ্য, আমাদের হবিগঞ্জের সংস্কৃতির কথা।

এ বিষয়ে হবিগঞ্জের জনপ্রিয় বাউল শিল্পী আহমেদ আহমেদ টিটু দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, বাউল গান হবিগঞ্জের সংস্কৃতি একটি বড় অংশ জেলা প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়, আমরা চাই প্রতি বছরই এমন লোক উৎসব ও বাউল মেলার আয়োজন করা হউক।

]]>
https://prothomsheba.com/archives/16203/feed 0
নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র চালু https://prothomsheba.com/archives/16154 https://prothomsheba.com/archives/16154#respond Sat, 26 Mar 2022 07:55:08 +0000 http://prothomsheba.com/?p=16154 খায়রুল ইসলাম সাব্বির:-বেকার যুব মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করেছে সরকার।
মহিলা বিষক অধিদপ্তরের কর্তৃক নারীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনে নারী উদ্যোক্তা তৈরী করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনের জন্য রাজনগরের শহরোর মহিলা কলেজ রোডে সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার খোলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) আনুষ্ঠানিক ভাবে সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: রফিকুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক, মাহবুবুল আলম এবং সহকারী কমিশনার রিফাত আনজুম পিয়া প্রমুখ ।

]]>
https://prothomsheba.com/archives/16154/feed 0
বাহুবলে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করলেন এমপি আবু জাহির https://prothomsheba.com/archives/15642 https://prothomsheba.com/archives/15642#respond Fri, 04 Mar 2022 04:32:06 +0000 http://prothomsheba.com/?p=15642 স্টাফ রিপোর্টারঃ
বাহুবলে মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক শেখ রাসেল নকআউট ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য।
এতে তিনি বলেন, হবিগঞ্জের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করেছি।
বাহুবলসহ জেলার সকল উপজেলা এই উন্নয়নের অংশীদার। এ ছাড়া শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলা সদরের সকল উন্নয়ন-অগ্রগতির উপকার ভোগ করছেন পুরো জেলার মানুষ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদ, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

]]>
https://prothomsheba.com/archives/15642/feed 0
করোনা ভাইরাস কোথায় কতক্ষণ বেঁচে থাকে https://prothomsheba.com/archives/12038 https://prothomsheba.com/archives/12038#respond Sun, 12 Jul 2020 04:28:42 +0000 http://prothomsheba.com/?p=12038 করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিভিন্ন নিয়ম মেনে চলছে মানুষ। কিন্তু এই ভাইরাসটি কোথায় কতক্ষণ বেঁচে থাকে তা অনেকেই জানেন না। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, করোনা ভাইরাস মানবদেহের বাইরে কতক্ষণ বেঁচে থাকতে পারে। তবে কিছু গবেষণায় দেখা গেছে আরো যেসব করোনা ভাইরাস আছে, যেমন সার্স ও মার্স। এগুলো লোহা, কাঁচ এবং প্লাস্টিকের গায়ে ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আবার কোনো কোনো ভাইরাস ঠাণ্ডা জায়গায় ২৮ দিনও বেঁচে থাকতে পারে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের একজন ভাইরোলজিস্ট নিলৎজে ফান ডোরমালেন তার সহকর্মীদের নিয়ে গবেষণা চালিয়েছেন। সেখানে তিনি জানতে চেয়েছেন কোভ-২ বা সার্স ভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে। তাতে দেখা গেছে, কাশি দেওয়ার পর থেকে ড্রপলেটের মধ্যে এই ভাইরাসটি তিন ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। ক্ষুদ্র ড্রপলেটে, সার্স ভাইরাস কয়েক ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে। ক্ষুদ্র ড্রপলেটের আকার ১ থেকে ৫ মাইক্রোমিটার (মানুষের চুলের ৩০ গুন চিকন)। তবে গবেষণায় দেখা গেছে কোভ-২ ভাইরাস কার্ডবোর্ডের মতো শক্ত জিনিসের ওপর ২৪ ঘণ্টা আর প্লাস্টিকের জিনিসের গায়ে দুই থেকে তিন দিনও বেঁচে থাকতে পারে। গবেষণা বলছে, ভাইরাসটি দরজার হাতল, প্লাস্টিক ও লেমিনেটেড ওয়ার্কটপ এবং কঠিন বস্তুর ওপর দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। আর কপারের কোন জিনিসে পড়লে এর মৃত্যু হতে চার ঘণ্টা সময় লেগে যেতে পারে।
দেখা গেছে করোনা ভাইরাস মল-মূত্রের মধ্যে আরো বেশি সময় বেঁচে থাকতে পারে। টয়লেট থেকে ফিরে ভাল করে হাত না ধুলে তার হাতের স্পর্শে আরো অনেক কিছুতেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।
বিজ্ঞানীরা বলছেন, কোভিড-১৯ এর জন্যে দায়ী ভাইরাসটি কতক্ষণ বেঁচে থাকতে পারে তা নির্ভর করে এটি কোন ধরনের বস্তুর গায়ে পড়েছে তার ওপর।
দরজার শক্ত হাতল, লিফটের বাটন এবং কিচেন ওয়ার্কটপের মতো শক্ত জিনিসের গায়ে প্রায় ৪৮ ঘণ্টা টিকে থাকতে পারে।
তবে কাপড়ের মতো নরম জিনিসের গায়ে এটি এতো লম্বা সময় বেঁচে থাকতে পারে না। ফলে আপনি যে কাপড়টি পরেছেন, তাতে যদি ওই ভাইরাসটি থাকে, জামাটি একদিন বা দুদিন না পরলে সেখানে ভাইরাসটি জীবিত থাকার আর সম্ভাবনা নেই।
যুক্তরাষ্ট্রে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বলছে, ভাইরাসটি লেগে আছে এরকম কোন বস্তু স্পর্শ করার পর হাত দিয়ে যদি মুখ স্পর্শ করা হয় তাহলে ভাইরাসটি ছড়াতে পারে। তবে এটি এই ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান উপায় নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য কর্তৃপক্ষও বলছে যে, বার বার হাত ধুয়ে এবং একই সাথে যেসব জিনিস ধরা হচ্ছে সেগুলো বার বার জীবাণুমুক্ত করে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
বিবির প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস এক মিনিটে নিষ্ক্রিয় করে যেতে পারে। ৬২ থেকে ৭১ শতাংশ এলকোহল মিশ্রিত তরল পদার্থ দিয়ে কোনো জিনিস করোনামুক্ত করা যায়।
এছাড়া ০.৫ শতাংশ হাইড্রোজেন প্রিঅক্সাইড এবং ০.১ শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইট মেশানো ব্লিচ দিয়েও করোনা নির্মূল করা সম্ভব।

]]>
https://prothomsheba.com/archives/12038/feed 0
চির নিদ্রায় সাহারা খাতুন https://prothomsheba.com/archives/12006 https://prothomsheba.com/archives/12006#respond Sat, 11 Jul 2020 09:33:30 +0000 http://prothomsheba.com/?p=12006 প্রথমসেবা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। রাজধানীর বনানী কবরস্থানে শনিবার (১১ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে তার দাফন প্রক্রিয়া শেষ করা হয়।
দাফনের আগে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সহকারী সামরিক সচিব কর্নেল রাজু আহমেদ, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ, আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর তেজগাঁওয়ে বাইতুশ শরফ জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। এরপর বেলা ১১টার দিকে বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে সাহারা খাতুনের মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৬ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৭ বছর বয়সী এ রাজনীতিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনৈতিক। অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ২ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা তাকে। তারপর থেকেই অবস্থার অবনতি ঘটে তার। কয়েকদফা আইসিইউ’তে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

]]>
https://prothomsheba.com/archives/12006/feed 0
আসুন বাড়িতে আইসোলেশনে থাকার নিয়মগুলো জেনে নি https://prothomsheba.com/archives/9334 https://prothomsheba.com/archives/9334#respond Tue, 24 Mar 2020 13:21:10 +0000 http://prothomsheba.com/?p=9334 বাড়িতে আইসোলেশনে

মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। আমাদের দেশেও করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাড়িতে আইসোলেশনে থাকাকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করছেন চিকিৎসকেরা।

সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ঘর থেকেই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। ঘরে থাকলেও আইসোলেশনের সময়ে কিছু নিয়ম মেনে চলতে হয়। আসুন নিয়মগুলো জেনে নিই:

• ঘরে থাকলেও নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার রাখুন

• দরজা-জানালার হাতলকে জীবাণুনাশক তরলের সাহায্যে পরিষ্কার করুন

• ঘরের বিভিন্ন সুইচ ব্যবহারের সময় টিস্যু ব্যবহার করুন

• টয়লেট ব্যবহারের পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে

• খাবার ভালোভাবে রান্না করে খেতে হবে

• বিশুদ্ধ পানি পান করুন

• পরিবারের সবাই একসঙ্গে থাকলেও কিছুটা দূরত্ব বজায় রাখুন

• এই সময়ে বাড়িতে কোনো অতিথি ডাকবেন না, নিজেরাও ঘরের বাইরে যাবেন না

• অনলাইন ডেলিভারির মাধ্যমে বাইরের খাবার কেনার সময় প্যাকেট করে দিতে বলুন

• বাড়িতে এলে ওপরের প্যাকেট ফেলে দিয়ে হাত ভালো ভাবে সাবান দিয়ে ধুয়ে নিন।

]]>
https://prothomsheba.com/archives/9334/feed 0
মিরপুরে কেক কেটে পাবেলের জন্মদিন পালন   https://prothomsheba.com/archives/8345 https://prothomsheba.com/archives/8345#respond Tue, 07 Jan 2020 18:19:46 +0000 http://prothomsheba.com/?p=8345 নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ বাহুবল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মাদক নির্মূল শক্তি বাহুবল উপজেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সাজিদুর রহমান পাবেল এর ২২তম জন্মবার্ষিকী আজ । (৭জানুয়ারি ১৯৯৮সালের এই দিনে পাবেল জন্মগ্রহ করেন। পাবেল চুনারুঘাট সদর ইউনিয়নের গোঁলগাও গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পুত্র । তার জন্মদিন উপলক্ষে তার বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীরা এক কেক কাটার আয়োজন করে। সোমবার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন সংলগ্ন করাঙ্গী নিউজের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করে তার বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীরা। এসময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন করাঙ্গী নিউজ এর সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সাংবাদিক সাজিদুর রহমান, বাহুবল উপজেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বাচ্চু মিয়া, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, শামীম মেম্বার, অভিনেতা আক্তার হোসেন, ফরহাদ আহমদ, ইউসুফ, সবুজ মিয়া, কবি সাহিত্যিক বিপ্লব বর্ধন, শাহ জুনাইদ আহমেদ রাজু, মোঃ সেলিম মিয়া, শাকিব, নিজাম উদ্দিনসহ আরো অনেকেই। এ জন্মদিনে পাবেল তার নেক হায়াতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

]]>
https://prothomsheba.com/archives/8345/feed 0