বিনোদন – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Wed, 30 Mar 2022 06:13:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 করোনাকালের মানবিক-সামাজিক সংকটের দুঃখগাথা নিয়ে নাটক ‘অবিনাশী কাল’ মঞ্চস্থ https://prothomsheba.com/archives/16249 https://prothomsheba.com/archives/16249#respond Wed, 30 Mar 2022 06:13:45 +0000 http://prothomsheba.com/?p=16249 স্টাফ রিপোর্টার:- করোনা অতি মহামারী মানবিক ও সামাজিক সংকটে বিশ্বব্যাপী যে দুঃখগাথা নিয়ে রচিত নাটক ‘অবিনাশী কাল’ মঞ্চস্থ করেছে জীবন সংকেত। নাটকে লকডাউন, কোয়ারেন্টাইন, ভ্যান্টিলেশনসহ করোনাকালের দুর্বিষহ পরিবেশ তুলে ধরা হয়েছে। এই নাটকের মাধ্যমে জীবন সংকেতের স্টুডিও থিয়েটারের যাত্রা শুরু হল।
গত সোমবার ও গতকাল মঙ্গলবার হবিগঞ্জ শহরের শ্মশানঘাট রোডস্থ জীবন সংকেত স্টুডিও থিয়েটারে নাটকটির তিনটি মঞ্চায়ন হয়। গত সোমবার রাত ৯টায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম স্টুডিও থিয়েটার উদ্বোধন করেন। এসময় প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নাট্যজন এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু ও এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জীবন সংকেতের সিনিয়র সদস্য অনুপ কুমার ধর মনা, হবিগঞ্জ জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, জীবন সংকেতের সিনিয়র সদস্য এডভোকেট তুষার কান্তি মোদক, জীবন সংকেতের সিনিয়র সদস্য যুক্তরাজ্যপ্রবাসী দেলোয়ার হোসেন হিরু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মুকসিত চৌধুরী রাজীব, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান প্রমুখ। গতকাল মঙ্গলবার নাটকের দ্বিতীয়দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সাংস্কৃতিক কর্মকর্তা মো. সোয়েব শাত-ঈল ঈভান, কবি তাহমিনা বেগম গিনি, অধ্যাপক জাহানারা খাতুন, শিশু সংগঠক বাদল রায়, পানিউমদা রাগীব-রাবেয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ এনামুল হক, প্রগতি লেখক সংঘ হবিগঞ্জের সাধারণ সম্পাদক তানসেন আমীন, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল আজাদ রাসেল ও জনপ্রিয় কন্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান প্রমুখ।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক শীর্ষক আয়োজনের অংশ হিসেবে জীবন সংকেত ‘অবিনাশী কাল’ মঞ্চায়ন করে জীবন সংকেত। রুমা মোদক রচিত ও অনিরুদ্ধ কুমার ধর নির্দেশিত এ নাটকে অভিনয় করেন অনিরুদ্ধ কুমার ধর, জুয়েল দাস, অদ্বিতীয়া ধর, তন্বি পাল, ঊর্মি বডুয়া, তুষ্টি রায়, শক্তি রানী দাস সৃষ্টি, লুৎফুর রহমান, তানজিয়া আহমেদ ও শাহ মো. রাসেল। নাটকটির আলো ও মঞ্চ পরিকল্পনা জুনায়েদ ইবনে ইউসুফ, পোশাক ও সঙ্গীত পরিকল্পনা করেন নুসরাত জাহান জিসা।

]]>
https://prothomsheba.com/archives/16249/feed 0
হবিগঞ্জে ২ দিন ব্যাপী লোক উৎসব ও বাউল মেলার সমাপ্তি https://prothomsheba.com/archives/16203 https://prothomsheba.com/archives/16203#respond Tue, 29 Mar 2022 05:25:15 +0000 http://prothomsheba.com/?p=16203 খায়রুল ইসলাম সাব্বির:-সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ লও জেনে। শুনি ম’লে পাবো বেহেস্তখানা তা শুনে তো মন মানে না বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে এই ভুবনে। আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা জানতে হয় নামাজের বেনা বিশ্বাসীদের দেখাশুনা লালন কয় এই ভুবনে।
হবিগঞ্জ জেলায় বাউল গানের ইতিহাস বহুকালের । এই মাটির সাথে মিশে অনেক বাউল শিল্পী, লেখক অনেকের ইতিহাস এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের লোক সংস্কৃতিকে ঐতিহ্য তুলে ধরতে সাবেক জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারী শহরের জালাল স্টেডিয়ামে তিনদিনব্যাপী লোকজ উৎসব আয়োজন করা হয় ।

এইসম গান গেয়েছেন প্রয়াত কন্ঠ শিল্পী হবিগঞ্জের সন্তান সুবীর নন্দীরসহ আরো অনেকেই পরবর্তীতে করোনা ভাইরাসের কারনে এই লোক উৎসবের আয়োজন করতে পারেনি জেলা প্রশাসক।

করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসায় হবিগঞ্জের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহরের নিমতলা কালেক্টর প্রাঙ্গনে রবিবার (২৭ মার্চ) এবং মঙ্গলবার (২৮ মার্চ) দুইদিন ব্যাপী লোক উৎসব ও বাউল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

দুইদিন ব্যাপী এই লোক উৎসব ও বাউল মেলার অনুষ্ঠানের শেষ দিনে মঞ্চ মাতালেন হবিগঞ্জের বাউল শিল্পী আশিকের পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কুষ্টিয়া, যশোর জেলা থেকে আসা শিল্পীরা।

এই অনুষ্ঠানের শেষ দিনে অংশগ্রহণ করেন জনপ্রিয় বাউল শিল্পী কিরন চন্দ্র রায়, চন্দনা মজুমদার, বাউল রনেশ ঠাকুর, বাউল হাবিল সরকার, বাউল আব্দুর রহমান, ইমরান খন্দকার, হবিগঞ্জের সৈয়দ আশিকুর রহমান আশিক, বাউল আহমেদ টিটু,বাউল মৃনাল বাবুসহ আরো অনেকেই বাউল গান গেয়ে মাতিয়েছেন মঞ্চ। তাদের কণ্ঠে ভেসে ওঠে আমাদের হাজার বছরের ঐতিহ্য, আমাদের হবিগঞ্জের সংস্কৃতির কথা।

এ বিষয়ে হবিগঞ্জের জনপ্রিয় বাউল শিল্পী আহমেদ আহমেদ টিটু দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, বাউল গান হবিগঞ্জের সংস্কৃতি একটি বড় অংশ জেলা প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়, আমরা চাই প্রতি বছরই এমন লোক উৎসব ও বাউল মেলার আয়োজন করা হউক।

]]>
https://prothomsheba.com/archives/16203/feed 0
হবিগঞ্জে এমপি আবু জাহিরের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান https://prothomsheba.com/archives/15605 https://prothomsheba.com/archives/15605#respond Thu, 03 Mar 2022 05:54:33 +0000 http://prothomsheba.com/?p=15605 স্টাফ রিপোর্টার:- যুবসমাজ একটি দেশের বড় শক্তি। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় যুবশক্তিকে কাজে লাগাতে হবে। তাঁদের মাদক থেকে দূরে রাখতে হবে। এ জন্য বাড়াতে হবে খেলাধুলা চর্চা। বর্তমান সরকার দেশজুড়ে ক্রিড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আমি হবিগঞ্জে আধুনিকস্টেডিয়াম নির্মাণসহ ক্রিড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন করেছি।
গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রিড়া
সমিতির শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, হবিগঞ্জে আন্তর্জাতিক খেলোয়াড়দের থাকার ব্যবস্থা রয়েছে। আমাদের আধুনিক স্টেডিয়ামও আছে। এখানে আন্তর্জাতিক পর্যায়ের খেলা আয়োজনের চেষ্টা করব। এ সময় উপস্থিত খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি বছরজুড়ে খেলাধূলার চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ প্রমুখ।

]]>
https://prothomsheba.com/archives/15605/feed 0
হবিগঞ্জ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/15527 https://prothomsheba.com/archives/15527#respond Mon, 28 Feb 2022 07:15:52 +0000 http://prothomsheba.com/?p=15527 স্টাফ রিপোর্টার-
হবিগঞ্জ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গত শনিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন কোর্ট-এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাকজমকপূর্ণ খেলায় বিজয়ী হয় পুলিশ লাইন্স-২ (জেলা পুলিশ স্পেশাল টীম) ও রানার্সআপ হয় পুলিশ লাইন্স-১ দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার এস এম মুরাদ আলি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী মিসেস তাহেরা রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাস সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, মাধবপুর সার্কেল অফিসার মহসীন আল মুরাদ, বাহুবল সার্কেল অফিসার আবুল খয়েরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ।

]]>
https://prothomsheba.com/archives/15527/feed 0
নতুন ছবির ভিলেন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান গীতিকার এম আর মামুন https://prothomsheba.com/archives/12445 https://prothomsheba.com/archives/12445#respond Wed, 29 Jul 2020 11:54:07 +0000 http://prothomsheba.com/?p=12445 নিজস্ব প্রতিনিধি :তুহিন তোফাজ্জল এর নতুন ছবিতে ভিলেন হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ বেতারের গীতিকার হবিগঞ্জের কৃতি সন্তান এম আর মামুন। সম্প্রতি প্রযোজক তুহিন তোফাজ্জল জানিয়েছেন যে, কোরবানির ঈদের পর তার আরেকটি নতুন ছবির কাজ শুরু করবেন, আর সেই ছবির ২জন নায়ক ও একজন ভিলেন কে চুক্তিবদ্ধ করিয়েছেন, একজন হলেন নায়ক তামিম রাজ আরেক জন হলেন নায়ক তুষার রাজ, এবং ভিলেন হিসাবে চুক্তিবদ্ধ করলেন,গীতিকার এম আর মামুন কে,তামিম রাজ ইতিমধ্যে তুহিন তোফাজ্জল এর ” কবি ” শিরোনামের একটা ছবির কাজ শেষ করেছেন। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে, প্রযোজক তুহিন তোফাজ্জল বলেন, আমার নতুন ছবির গল্প ও চিত্রনাট্যর কাজ শেষ, তিনি ছবির নামটি এখনি প্রকাশ করবেননা, শুটিং শুরু হওয়ার কয়েকদিন আগে নতুন ছবির নাম প্রকাশ করবেন।

নায়িকা কাকে নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, নতুন ও পুরাতন নায়িকাদের মধ্যে কয়েক জনের সাথে কথা চলছে, এখনো কাউকে নায়িকা হিসেবে কনফার্ম করা হয়নি, ঈদ এর পর পর নায়িকা কনফার্ম করে ফেলবো।

]]>
https://prothomsheba.com/archives/12445/feed 0
প্রতারিত প্রত্যাশা : রুনা আক্তার স্বপ্না https://prothomsheba.com/archives/8470 https://prothomsheba.com/archives/8470#respond Wed, 15 Jan 2020 05:26:24 +0000 http://prothomsheba.com/?p=8470 প্রতারিত প্রত্যাশা
রুনা আক্তার স্বপ্না

আকাশে নিস্প্রভ চাঁদ, ধরনি বাক রুদ্ধ নিস্তব্ধতায়,
বিদগ্ধ অনুভূতি চটপট করে সীমাহীন অস্থিরতায়।

বেহাগী হৃদ তানপুরা খেঁকিয়ে উঠে মর্মবেদনায়,
সোনালী অতীত আজ বিভীষিকায় রূপ পায়।

নোনা চৌবাচ্চায় চোঁখদুটি দিনরাত ডুবে রয়,
অভিলাষী পাঁজরটা আজ জঞ্জাল যেনো হায়,
অন্তরজ্বালার নীল যন্ত্রণায় প্রানটার ক্ষয় হয়।

অভিশপ্ত প্রেম মিলনের অবগাহনে কাটিলনা সাতার,
প্রতারিত প্রত্যাশা খুলে দিলো হতাশার দ্বার।

অপেক্ষার অপরাধে মহাকালের স্রোতে পালায় সময়,
নির্মল ভালোবাসা প্রতিরাতে দাফন হয় ধুলোমাখা কণ্টক শয্যায়।

চামড়ার আচ্ছাদন ব্যথাভরা কষ্ট আর রোদিতে না চায়,
নিদারুণ প্রেমে বোধ বুদ্ধি একসাথে লোপ পায়।

নিষ্পাপ শরীরের উপরে হয় অনাকাঙ্ক্ষিত অনাচার,
মোহাবিষ্ট ভালোবাসার এ কেমন অযাচিত অবিচার।

]]>
https://prothomsheba.com/archives/8470/feed 0
শাকিবার দুই ছবি মুক্তির অপেক্ষায় https://prothomsheba.com/archives/7971 https://prothomsheba.com/archives/7971#respond Sun, 15 Dec 2019 03:56:02 +0000 http://prothomsheba.com/?p=7971 বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের উঠতি নায়িকা শাকিবা বিনতে আলী। এ পর্যন্ত তার অভিনীত বাঁচাও দেশ, মাঝির ছেলে ব্যারিস্টার, র্দুর্ধষ, বস্তির ছেলে কোটিপতি, এক জবান, মাটির ঠিকানা, রূপান্তর’সহ প্রায় ৪০টি ছবি মুক্তি পেয়েছে। তার পরও সেভাবে তিনি সাড়া ফেলতে পারেননি। তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্ডিাস্ট্রিতে নিজেকে মেলে ধরাতে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিবার দুটি ছবি। এর মধ্যে ‘রোহিঙ্গা’ নামে একটি ছবির কাজ তিনি শেষ করেছেন। বর্তমানে চলছে ‘তোলপাড়’ ছবির কাজ। এ ছবির কাজও প্রায় শেষ। এখন চলছে ছবির গানের শুটিং। এখানে শাকিবার বিপরীতে নায়ক রয়েছেন সনি রহমান। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এ ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান।

অন্যদিকে শুটিং শেষ হওয়া ‘রোহিঙ্গা’ ছবিতে শাকিবাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। এখানে থাকবে মিয়ানমার থেকে অত্যাচারিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গার ভয়াবহ জীবনের নানা গল্প। এর অধিকাংশ শুটিং হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে।

মুক্তির অপেক্ষায় থাকা দুটি ছবি সম্পর্কে শাকিবা বলেন, ‘সাংবাদিকরা কত কষ্ট করে সংবাদ সংগ্রহ করে তা আমি ‘রোহিঙ্গা’ ছবিটি করতে গিয়ে বুঝেছি। আর ‘তোলপাড়’ নিয়ে আমি বলব, আমাকে এই ছবিতে কয়েকটি রূপে দেখতে পাবেন। দর্শকদের উদ্দেশে বলব, আপনারা বেশি বেশি বাংলা ছবি দেখেন আর আমার অভিনীত ‘রোহিঙ্গা’ ও ‘তোলপাড়’ অবশ্যই হলে গিয়ে দেখবেন।’

]]>
https://prothomsheba.com/archives/7971/feed 0
শাকিবের সব ফাঁস করলেন অপু বিশ্বাস https://prothomsheba.com/archives/7921 https://prothomsheba.com/archives/7921#respond Thu, 12 Dec 2019 04:03:49 +0000 http://prothomsheba.com/?p=7921 বিনোদন ডেস্ক : গোপনে প্রেম, বিয়ে অতঃপর পুত্রের জন্ম। একটা সময় কিছুই গোপন থাকেনি। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ঢাকাই কিং শাকিবের সঙ্গে সম্পর্ক ও সংসারের কথা নিজেই ফাঁস করেছিলেন। এরপর তো ডিভোর্স। তাদের প্রেমের নিদর্শন স্বরূপ আব্রাম খান জয় নামে এক পুত্র থাকলেও শাকিব-অপু এখন দুই ছাদের বাসিন্দা।

বিচ্ছেদের পর ছেলের কোনও দায়িত্ব নেননি শাকিব খান। এমনকি ছোট্ট আব্রামের কোনও খরচও শাকিব দেন না বলে অপুর অভিযোগ। এমনকি আব্রামকে যে ১০ লাখ টাকা দেয়ার কথা শাকিব গণমাধ্যমকে বলেছেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন অপু বিশ্বাস।

সম্প্রতি তারকা আড্ডার এক অনুষ্ঠানে হাজির হয়ে ছেলের দায়িত্ব ভাগাভাগি সম্পর্কে অপু বলেন, ‘ভাগাভাগির তো কিছু নেই। সব দায়িত্বই তো আমাকে পালন করতে হচ্ছে। শাকিব তো তার ছেলেকে কিছুই দিচ্ছে না।’

অপু বলেন, ‘শাকিব আসলে কখনোই আব্রামের জন্য কোনও খরচ দেয়নি। আমি একসময় ওর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলাম। তখন আমরা স্বামী-স্ত্রী ছিলাম। আমাদের সম্পর্ক ভালো ছিল। পরে একটা সময় শাকিব দাবি, ওই ১০ লাখ টাকা নাকি সে ছেলের খরচের জন্য দিয়েছিল। ওই টাকা নাকি ফেরত দিতে হবে না। সেই দেয়াটাকে সবাই প্রচার করেছে, শাকিব তার ছেলে ও স্ত্রীর খরচ দিচ্ছে।’

এই ঢালিউড কুইন বলেন, ‘তখন আমি কিছু বলিনি। কারণ ও টাকাটা আমার কাছে পায়। কিন্তু সত্যিতো এটা নয়। সত্যিটা হলো, ছেলের জন্মের পর এক টাকাও শাকিব ছেলের জন্য দেয়নি। আমি অনেক সংগ্রাম করে আমার ছেলেকে বড় করছি। গণমাধ্যম ও পরিবার আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে, কেউ আর্থিক সাপোর্ট দেয়নি। আমি বিজ্ঞাপন, সিনেমা ও শো থেকে রোজগার করে ছেলের খরচ জোগাচ্ছি।’

তিনি বলেন, ‘আমি আমার পুত্র আব্রামের জন্য সব করতে পারি। ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। ওর নিরাপদ জীবনের ব্যবস্থা আমাকেই করতে হবে। শাকিব তার ছেলেকে মাসে-বছরে একটা গিফট দেয়, কালেভদ্রে দেখা করতে আসে। সেগুলো থেকেই সংবাদ প্রচার হয় যে, শাকিব ছেলের সব দায়িত্ব পালন করছে।’

গোপনে প্রেম করার পর ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। ২০১৬ সালে ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে বিয়ে ও সন্তানের ব্যাপারে প্রথম মুখ খোলেন অপু। এর কয়েক মাস পরেই বিচ্ছেদ হয় ঢাকাই ছবির এই তারকা দম্পতির।

]]>
https://prothomsheba.com/archives/7921/feed 0
শাকিবের কাছেই ফিরলেন বুবলী! https://prothomsheba.com/archives/7781 https://prothomsheba.com/archives/7781#respond Wed, 04 Dec 2019 03:38:47 +0000 http://prothomsheba.com/?p=7781 বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে রূপালি পর্দায় পা রাখেন চিত্রনায়িকা বুবলী। এরই মধ্যে দর্শকদের তারা উপহার দিয়েছেন ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘সুপার হিরো’, ‘পাসওয়ার্ড’সহ বেশ ক’টি ছবি।

এদিকে, শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ‘বীর’-এ নায়িকা হিসেবে শুরুতে বুবলীর নামটি শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তার থাকা না থাকা নিয়ে গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়।

শেষ পর্যন্ত শাকিব খানের সঙ্গেই জুটি বাঁধলেন বুবলী। রবিবার থেকে তিনি অংশ নিয়েছেন ‘বীর’-এর শুটিংয়ে।

বুবলী বলেন, ‘গতকাল (রবিবার) রাত পর্যন্ত “ক্যাসিনো”র শুটিং করেছি। আজ (সোমবার) সকাল ৮টা থেকে পূবাইলে “বীর”-এর শুটিং শুরু করেছি। যতদূর শুনেছি, এই ছবির শুটিং টানা হবে। এর মধ্যে সময় বের করে “ক্যাসিনো” কাজ শেষ করবো।’

গত ২৮ নভেম্বর ‘বীর’ ছবির শুটিংয়ে অংশ নেন চিত্রনায়ক শাকিব খান। এর আগে, প্রায় দেড় মাস অভিনয় থেকে দূরে ছিলেন এই চিত্রনায়ক। তিনি জানান, ছবির গল্পের প্রয়োজনেই নিজেকে তৈরি করতে তিনি এই সময় নিয়েছেন।

জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারিতে শাকিব-বুবলীর ‘বীর’ মুক্তি পাবে। ‘বীর’ পরিচালনা করছেন কিংবদন্তি নির্মাতা কাজী হায়াৎ। এটি তার ৫০তম ছবি।

]]>
https://prothomsheba.com/archives/7781/feed 0
চলচ্চিত্রে যেভাবে এলেন চিত্রনায়িকা পরিমনি https://prothomsheba.com/archives/7550 https://prothomsheba.com/archives/7550#respond Wed, 27 Nov 2019 03:52:08 +0000 http://prothomsheba.com/?p=7550 বিনোদন ডেস্ক : সমালোচকরা প্রায়শই বলে থাকেন যে বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ অনেক আগে চলে গেছে। কিন্তু পরিমনির মতো প্রতিভাবান শিল্পীরা সেই দিনগুলোকে ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশের পর থেকে নিয়মিতভাবে বাংলাদেশ ও বিশ্বব্যাপী লাখ লাখ বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের মনে স্থান করে নিয়েছেন।
১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্ম নেয়া পরিমনির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। খুব অল্প বয়সে বাবা-মা হারানোর পর নানার বাড়িতে বড় হন তিনি। এইচএসসি পাস করে ২০১১ সালে ঢাকায় আসেন এবং বুলবুল ললিত কলা একাডেমি (বাফা) থেকে নাচ শিখেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা পরিমনি মূলত ২০১২ সালে নাটকের মাধম্যে অভিনয় জগতে নাম লেখান। পরবর্তী দু’বছরে এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, কোথা দিলাম, তোমার জন্য, এপারওপার, নারী ও নবনিতা, মন ভালো নাই এবং সেকেন্ড ইনিংসসহ বেশ কয়েকটি টিভি নাটকে দুর্দান্ত অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মন জয় করেন।
২০১৩ সালে গার্মেন্টস কারখানা রানা প্লাজার ধস নিয়ে নির্মিত চলচ্ছিত্র ‘রানা প্লাজা’ সিনেমায় চুক্তি করে ঢালিউড ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনায় আসেন পরিমনি। যদিও জাতীয় ইস্যুর কারণে সেন্সর-বোর্ডে আটকে যায় ছবিটি। পরে ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি তার পরবর্তী ছবি ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি মুক্তি পায়। মুক্তি পাওয়া এটিই তার প্রথম চলচ্চিত্র।
এ ছবির মাধ্যমে ছোট পর্দাকে বিদায় জানিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা করেন পরিমনি। তারপর থেকে পরিমনির চলচ্চিত্র ক্যারিয়ার আকাশ ছুঁতে থাকে। ২০১৫ সালে ১৫ জন প্রযোজকের সাথে কাজের সুযোগ পান তিনি।
২০১৫ সালে, পরিমনির চলচ্চিত্রের ক্যারিয়ারে পাগলা দেওয়ানা, আরও ভালোবাসবো তোমায়, প্রেমিকা নম্বর ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরি, আমার মন জুড়ে তুই, নিষ্পাপ প্রেম, সারপ্রাইজ, প্রবাসী ডন এবং ভালোবাসায় অনেক জ্বালাসহ আরও ১৫টি জনপ্রিয় চলচ্চিত্র যোগ হয়। ২০১৬ সালে রক্ত এবং ধূমকেতুতে কাজ করেছিলেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ উল্লেখযোগ্য জাজ মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছিল। বাংলাদেশি অ্যাকশন নির্ভর ছবিটি একজন নবাগতের বিপরীতে মূল চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরবর্তীতে, ২০১৭ সালে পরিমনি অভিনীত ‘কত স্বপ্নর কত আশা’, এবং ‘সোনাবন্ধু’ ছবিটি মুক্তি পায়। পরের বছর (২০১৮) ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেন তিনি। এর মধ্যে সোনা বন্ধু ও স্বপ্নজাল ব্যাপক হিট করে।
সংক্ষিপ্ত অথচ গৌরবময় চলচ্চিত্র ক্যারিয়ারে ইতিমধ্যে শাকিব খান, জায়েদ খান, আনিসুর রহমান মিলন, মামুনুর রশীদ, সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, আরেফিন শুভ, জিয়াউল রশান, যশ রোহান, আবুল হায়াত ও প্রবীর মিত্রসহ ঢালিউডের বহু বিখ্যাত অভিনেতাদের সাথে অভিনয় করেছেন পরিমনি। এছাড়া, ২০১৫ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং রাশান আরা নিপা পরিচালিত ‘মুহুয়া সুন্দরী’ সিনেমায় পরিমনি সহ-অভিনেত্রী ও সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন। সেই সাথে বহুমাত্রিক এই অভিনেত্রী ‘প্রেম আমার প্রিয়া’ সিনেমায় একটি গানেও কণ্ঠ দিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো পরিমনি বাংলাদেশ চলচ্চিত্র জগতের রত্ন। পরিমনি ভক্তরা সামনের দিনগুলোতে আরও অনেক চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জাদুকরী এই কন্যার উপস্থিতি দেখার জন্য অপেক্ষা করছেন।

]]>
https://prothomsheba.com/archives/7550/feed 0