খেলাধুলা – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Wed, 30 Mar 2022 05:06:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 মাধবপুরে অযত্নে অবহেলায় পড়ে আছে স্টেডিয়াম https://prothomsheba.com/archives/16228 https://prothomsheba.com/archives/16228#respond Wed, 30 Mar 2022 05:06:33 +0000 http://prothomsheba.com/?p=16228 ইয়াছিন তন্ময়:- মাধবপুর উপজেলা সদরের একমাত্র স্টেডিয়ামটি অযত্নে ও অবহেলায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। মাঠের পশ্চিম ও দক্ষিণ দিকে বর্জ্য ফেলা হচ্ছে।
ফলে ধীরে ধীরে মাঠের জায়গা দখল হয়ে যাচ্ছে। আবার এইসব বর্জ্য ও আবর্জনার কারনে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে ও নানান রোগবালাই ছড়াচ্ছে ব্যাহত হচ্ছে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ।

মাঠের ভীতরে জন্ম নিয়েছে অসংখ্য ছোট বড় গাছ ও ছোট বড় অনেক গর্ত। একটু বৃষ্টি হলেই গর্তগুলি পানিতে ভরে যায় দেখলে মনে হবে ছোট ডোবা বা নালা ।

মাঠের পশ্চিম দিকে একটি দর্শক গ্যালারি আছে যেটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে আছে। মাঠটি রক্ষায় যতাযত কতৃপক্ষের নেই কোন ধরনের নজরদারি।

এদিকে উপজেলা সদরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য উপজেলা সদরে অবস্থিত একমাত্র স্টেডিয়ামটি ছাড়া বিকল্প অন্য কোন স্টেডিয়াম না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না।

ফলে অধিকাংশ শিক্ষার্থীবিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা,গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা,ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান স্টেডিয়ামে আয়োজিত হতো।

কিন্তু বর্তমানে স্টেডিয়ামের দুরবস্থার কারনে কোন কিছুই অনুষ্ঠিত হয় না।

এদিকে সরকার প্রত্যেক উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মাধবপুর উপজেলা সদরে আধুনিক ও উন্নত একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যাপারে কোন প্রকার উদ্যোগ গ্রহন করেছে কিনা জানতে চাইলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুকুমল রায় বলেন,গত দুই বছর যাবত টেন্ডার সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (পদাধিকার বলে) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন,মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে টেন্ডার আহবানের যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

]]>
https://prothomsheba.com/archives/16228/feed 0
হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ জন্টুর জানাযায় মানুষের ঢল https://prothomsheba.com/archives/15777 https://prothomsheba.com/archives/15777#respond Tue, 08 Mar 2022 04:15:56 +0000 http://prothomsheba.com/?p=15777 স্টাফ রিপোর্টার– বাবা’র কবরের পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন হবিগঞ্জের ক্রীড়াঙ্গণের প্রিয় মুখ দেলোয়ার হোসেন ঝন্টু। গতকাল সোমবার সকাল ১১ টায় নূরপুর হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় অংশ নেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ বেলায়াত হোসেন দিপু। উল্লেখ্য, মরহুম দেলোয়ার হোসেন ঝন্টু গত রবিবার (৬ মার্চ) বেলা তিনটার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইটে নিজ মার্কেটের ছাদে উঠলে অসাবধানবশত বিদুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিক স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ বছরের এক ছেলে ও মা-ভাই-বোন, আত্মীয় -স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে ।

]]>
https://prothomsheba.com/archives/15777/feed 0
এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেটলীগ \ শ্যামলী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন উত্তরণ সংসদ https://prothomsheba.com/archives/15663 https://prothomsheba.com/archives/15663#respond Sat, 05 Mar 2022 04:35:33 +0000 http://prothomsheba.com/?p=15663 স্টাফ রিপোর্টারঃ– এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেটলীগের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হয় উত্তরণ সংসদ ও শ্যামলী স্পের্টিং ক্লাব। শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্যামলী স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে ৩য় বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঐতিহ্যবাহী উত্তরণ সংসদ। এর আগে প্রথমে টস জিতে
ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্যামলী স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৪৬ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্যামলী স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ব্যাটসম্যান সাকিব। ২য় সর্বোচ্চ রান করেন ৪৬ রান করেন সোহাগ। উত্তরণের হয়ে সমান ৩টি করে উইকেট নেন রাব্বি ও তানাম। ১টি করে উইকেট নেন রিন্টু ও রতন।
২২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে উত্তরণ সংসদের দুই ওপেনার। এক পর্যায়ে মাঝে মধ্যে উইকেট হারালেও সচল থাকে রানের চাকা। ৭ উইকেট হারিয়ে ৪৬ ওভার ৪ বলে কাঙ্খিত লক্ষ্যে পৌছে যায় উত্তরণ সংসদ। ফলে শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ৩ উইকেটে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় দলটি। উত্তরণ সংসদের হয়ে ৬৩ বলে সর্বোচ্চ ৬১ রান করেন ইমন। ২য় সর্বোচ্চ ৩৩ বলে ৩৫ রান করে নটআউট থাকেন রতন। শ্যামলী স্পোর্টিং ক্লাবের হয়ে সমান দুইটি করে উইকেট নেন বোলার আনসার ও সাহিদুর।
এদিকে, খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পুর্বে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সদস্য ফেরদৌস আহমেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, কেষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, জসিম উদ্দিন আহমেদ সুজন, শফিকুজ্জামান হিরাজ, আহমেদ কবির আজাদ, অলক দত্ত বাবু, মোঃ আসাদুজ্জামান, শাহ আরফিন সুমন, জামাল উদ্দিন তালুকদার, শাহরিয়ার কবির সুমন, সৈয়দ আহমেদ ও মিজানুর রহমান প্রমুখ।

]]>
https://prothomsheba.com/archives/15663/feed 0
বাহুবলে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করলেন এমপি আবু জাহির https://prothomsheba.com/archives/15642 https://prothomsheba.com/archives/15642#respond Fri, 04 Mar 2022 04:32:06 +0000 http://prothomsheba.com/?p=15642 স্টাফ রিপোর্টারঃ
বাহুবলে মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক শেখ রাসেল নকআউট ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য।
এতে তিনি বলেন, হবিগঞ্জের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করেছি।
বাহুবলসহ জেলার সকল উপজেলা এই উন্নয়নের অংশীদার। এ ছাড়া শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলা সদরের সকল উন্নয়ন-অগ্রগতির উপকার ভোগ করছেন পুরো জেলার মানুষ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদ, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

]]>
https://prothomsheba.com/archives/15642/feed 0
হবিগঞ্জে এমপি আবু জাহিরের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান https://prothomsheba.com/archives/15605 https://prothomsheba.com/archives/15605#respond Thu, 03 Mar 2022 05:54:33 +0000 http://prothomsheba.com/?p=15605 স্টাফ রিপোর্টার:- যুবসমাজ একটি দেশের বড় শক্তি। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় যুবশক্তিকে কাজে লাগাতে হবে। তাঁদের মাদক থেকে দূরে রাখতে হবে। এ জন্য বাড়াতে হবে খেলাধুলা চর্চা। বর্তমান সরকার দেশজুড়ে ক্রিড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আমি হবিগঞ্জে আধুনিকস্টেডিয়াম নির্মাণসহ ক্রিড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন করেছি।
গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রিড়া
সমিতির শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, হবিগঞ্জে আন্তর্জাতিক খেলোয়াড়দের থাকার ব্যবস্থা রয়েছে। আমাদের আধুনিক স্টেডিয়ামও আছে। এখানে আন্তর্জাতিক পর্যায়ের খেলা আয়োজনের চেষ্টা করব। এ সময় উপস্থিত খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি বছরজুড়ে খেলাধূলার চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ প্রমুখ।

]]>
https://prothomsheba.com/archives/15605/feed 0
মাধবপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/15563 https://prothomsheba.com/archives/15563#respond Tue, 01 Mar 2022 05:20:11 +0000 http://prothomsheba.com/?p=15563 শেখ জাহান রনি॥ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ত্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ ত্রীড়া প্রতিযোগিতা মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিকেলে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান এস,এফ,এ,এম শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, শিক্ষক মুসা মিয়া, সাংবাদিক আলাউদ্দিন আল রনি সহ প্রমুখ।

]]>
https://prothomsheba.com/archives/15563/feed 0
চুনারুঘাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/15560 https://prothomsheba.com/archives/15560#respond Tue, 01 Mar 2022 05:16:02 +0000 http://prothomsheba.com/?p=15560 স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ই ফেব্রুয়ারি)বিকাল ৩টায় দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ সাইফুল আলম রুবেল ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৫০তম বাংলাদেশ জাতীয় আন্তঃ স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতি শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার প্রায় ৪৮টি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠা থেকে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্র বিভিন্নরকম খেলাধুলায় অংশগ্রহণ করে। এই সকল খেলাধুলায় অংশগ্রহণ কারী বিজয়ীদের হাতে আজ পুরুষ্কার তুলে দেন অতিথিগণ।

এ সময় তারা বলেন, খেলাধুলা যেমন শারিরীক সুস্থতা ও মানুষিক সুস্থতা দেয়,
তেমনি সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখে।এমন উদ্যোগ চলমান থাকবে বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষকবৃন্দ।

]]>
https://prothomsheba.com/archives/15560/feed 0
হবিগঞ্জ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত https://prothomsheba.com/archives/15527 https://prothomsheba.com/archives/15527#respond Mon, 28 Feb 2022 07:15:52 +0000 http://prothomsheba.com/?p=15527 স্টাফ রিপোর্টার-
হবিগঞ্জ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গত শনিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন কোর্ট-এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাকজমকপূর্ণ খেলায় বিজয়ী হয় পুলিশ লাইন্স-২ (জেলা পুলিশ স্পেশাল টীম) ও রানার্সআপ হয় পুলিশ লাইন্স-১ দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার এস এম মুরাদ আলি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী মিসেস তাহেরা রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাস সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, মাধবপুর সার্কেল অফিসার মহসীন আল মুরাদ, বাহুবল সার্কেল অফিসার আবুল খয়েরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ।

]]> https://prothomsheba.com/archives/15527/feed 0 আজ শুরু হচ্ছে আইপিএল https://prothomsheba.com/archives/13120 https://prothomsheba.com/archives/13120#respond Sat, 19 Sep 2020 07:24:05 +0000 http://prothomsheba.com/?p=13120 ডেস্ক: বিশ্বজুড়ে চলমান মহামারী করোনাভাইরাসের মধ্যেই আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ত্রয়োদশ আসর। গত ২৯ মার্চ ভারতের মাটিতে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের।
কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের দাপটে গেল মার্চ থেকেই বিশ্ব ক্রীড়াঙ্গন স্তব্ধ হয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় ফুটবল-ক্রিকেট-টেনিসসহ সারাবিশ্বের ক্রীড়া ইভেন্টগুলো। যথা সময়ে শুরু হতে পারেনি আইপিএল। তবে শনিবার থেকে ভারতের বাইরে, সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে অর্থ সমৃদ্ধ এই টুর্নামেন্ট।
ভারতের করোনার প্রকোপ বেশি থাকায়, মরুর দেশে আইপিএল আয়োজনের সিদ্বান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনুষ্ঠানহীন-জাঁকজমকহীনভাবেই এবারের আইপিএলের পথচলা শুরু হচ্ছে। আবুধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রানার্স-আপ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি। ১০ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে করোনার আবহে থাকা আইপিএল। এবারের আসরে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
গেল মার্চ থেকে ক্রিকেট বন্ধ হয়ে যাবার পর ৮ জুলাই করোনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফেরে ক্রিকেট। এর আগে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ এবং আইসিসির কয়েকটি টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। মহামারীর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সাহস পায়নি ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপটি এক বছরের জন্য স্থগিত করে দেয় আইসিসি। আর এই সুযোগে আইপিএল আয়োজনের সিদ্বান্ত নেয় বিসিসিআই।

]]>
https://prothomsheba.com/archives/13120/feed 0
আইপিএলে আট দলের নেতৃত্বে যাঁরা https://prothomsheba.com/archives/13092 https://prothomsheba.com/archives/13092#respond Thu, 17 Sep 2020 05:30:41 +0000 http://prothomsheba.com/?p=13092 ডেস্কঃ আর কদিন বাদেই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি মাঠে গড়াচ্ছে ১৯ সেপ্টেম্বর। এই আসরে আট দলের নেতৃত্বে কারা থাকছেন, এক নজরে দেখে নেওয়া যাক।
বিরাট কোহলি, অধিনায়ক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ভারতীয় দলের অধিনয়াক কোহলি আইপিএলে নেতৃত্ব দেবেন বেঙ্গালুরুর। তিনি ১২ বছর ধরে এই দলে খেলছেন। দলটিকে ১১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৯ ম্যাচ জিতিয়েছেন। তবে এই দলকে একবারও শিরোপা এনে দিতে পারেননি তিনি। তাঁর নেতৃত্বে সেরা সাফল্য ২০১৬ আইপিএলে দলকে রানার্সআপ করানো।
মহেন্দ্র সিং ধোনি, অধিনায়ক চেন্নাই সুপার কিংস : ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক ১০ বছর এই দলটির হয়ে খেলছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্ব চেন্নাই তিনবার আইপিএল শিরোপা জিতেছে। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক আইপিএলেরও অন্যতম সফল অধিনায়ক।
রোহিত শর্মা, অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ানস : আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। সবচেয়ে বেশি চারবার অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি জিতেছেন তিনি। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির এই আসরে তিনি ধোনিকেও ছাড়িয়ে গেছেন।
দীনেশ কার্তিক, অধিনায়ক কলকাতা নাইট রাইডার্স : আইপিএলে দুটি দলকে নেতৃত্ব দিয়েছেন দীনেশ। এর আগে দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে আইপিএলে ৩৬টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ১৭টি ম্যাচে জয় পেয়েছেন।
ডেভিড ওয়ার্নার, অধিনায়ক সানরাইজার্স হায়দরাবাদ : অস্ট্রেলীয় ব্যাটসম্যান ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ আইপিএল ট্রফি জিতেছিল হায়দরাবাদ। বল-টেম্পারিং কাণ্ডের জন্য এক বছর নিষিদ্ধ থাকায় ২০১৮ আইপিএল খেলতে পারেননি তিনি। ২০১৯ আইপিএলে কেন উইলিয়ামসনের নেতৃত্বে দলটির হয়ে খেলেছেন। কিন্তু এবারের আইপিএলে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন তিনি।
স্টিভ স্মিথ, অধিনায়ক রাজস্থান রয়্যালস : স্মিথ তিনটি আইপিএল দলকে নেতৃত্ব দিয়েছেন। রাজস্থান রয়্যালসের আগে দুটি দল, পুণে ওয়ারিয়স এবং রাইজিং পুণে সুপারজায়েন্টকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তিনিও বল-টেম্পারিং কাণ্ডের জন্য এক বছর নিষিদ্ধ ছিলেন আইপিএলে।

]]>
https://prothomsheba.com/archives/13092/feed 0