আইন-আদালত – Prothomsheba.com https://prothomsheba.com A Online Newspaper of Bangladesh Fri, 19 Apr 2024 17:28:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 নাশকতা মামলার পলাতক আসামি এনামুল ইসলাম সোহাগকে খুঁজছে পুলিশ https://prothomsheba.com/archives/17659 https://prothomsheba.com/archives/17659#respond Fri, 19 Apr 2024 17:22:00 +0000 https://prothomsheba.com/?p=17659 নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তানগরে আলোচিত নাশকতা মামলার পলাতক আসামি চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম সোহাগ ১০ মাস ধরে পলাতক। এখনও গ্রেপ্তার হয়নি। ঘটনার সময় পুলিশ যুবদলের সভাপতি সহ ১০জনকে গ্রেপ্তার করলেও মামলার ২নং আসামি এনামুল ইসলাম সোহাগ এখনও অধরা। যদিও পুলিশ বলছে তাকে আটকে অভিযান অব্যাহত আছে । মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালে ২৪ মে সমসাময়িক ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচীর নামে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী অসংখ্য নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া স্লোগান ও মিছিল শুরু করে মারমুখী হয়ে উঠে এবং জনসাধারনের জানমাল বিপন্ন করার উদ্দেশ্যে চলাচলরত যানবাহনের উপর নাশকতা করে পালিয়ে যায়। খবর পেয়ে এসময় পুলিশ মিছিলের কাছে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি দেখিয়া মিছিলে যোগদানকারী নেতাকর্মীরা দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১০জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং মিছিলে নেতৃত্ব প্রদানকারী যুবদলের সক্রিয় সদস্য মোঃ এনামুল ইসলাম সোহাগ ঘটনার শুরুতেই পালিয়ে যায়। ঘটনার পর ২০২৩ সালের ২৪ মে হবিগঞ্জ সদর থানার এসআই জসিম উদ্দিন চৌধুরী বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি ও চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম সোহাগ সহ ৩৫ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং জিআর ১১৫/ ২৩ হবি:। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এনামুল ইসলাম সুহাগকে গ্রেফতারে সোর্স নিয়োগসহ যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

]]>
https://prothomsheba.com/archives/17659/feed 0
সালিশ বৈঠকে গৃহবধূকে ৮২ বেত্রাঘাত, ৮০টি পাথর নিক্ষেপ https://prothomsheba.com/archives/16739 https://prothomsheba.com/archives/16739#respond Sat, 08 Apr 2023 09:15:17 +0000 https://prothomsheba.com/?p=16739 নিজস্ব প্রতিনিধি :চুনারঘাট বড়ঝুস গ্রামের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে শালিস বৈঠকে এক গৃহবধূকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন– উপজেলার আলীনগর গ্রামের হাফেজ মোঃ নুরল ইসলাম (৩৫), বড়জুম গ্রামের বায়েজিদ হোসেন (৭০), আতিক উল্লা (৫০) ও মো. তৈয়ব আলী (৬৮)।চুনারঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, শুক্রবার (৭ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চুনারঘাটের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর বিরদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে সালিশের আয়োজন করা হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ এপ্রিল রাতে ঔ গ্রামের একটি বাড়ির উঠানে ঔ নারীকে বেত্রাঘাত করা হয়।পরে ওই নারী চুনারঘাট থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে।মামলায় ওই নারী অভিযোগ করেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের নাটক তৈরি করে শাস্তি হিসেবে তাকে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপ করা হয়েছে।’ ওসি মোঃ রাশেদুল হক জানান, ঔ নারীর শরীরে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। তবে পাথর নিক্ষেপ করা হয়েছে কিনা কিংবা মোট কয়টি বেত্রাঘাত করা হয়েছে; তা জানা যায়নি। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

]]>
https://prothomsheba.com/archives/16739/feed 0
জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি হবিগঞ্জ এর মাসিক সভা https://prothomsheba.com/archives/16128 https://prothomsheba.com/archives/16128#respond Thu, 24 Mar 2022 04:53:37 +0000 http://prothomsheba.com/?p=16128 প্রেস বিজ্ঞপ্তি :- জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি হবিগঞ্জ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় জেলা জজ আদালতের সভাকক্ষে বিজ্ঞ জেলা দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যল-২, বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যল-৩, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, উপজেলা চেয়ারম্যান সদর, সিভিল সার্জনের জেলা লিগ্যাল এইড অফিসার,
যুগ্ম জেলা জজ (২য় আদালত), জেল সুপার, উপপরিচালক সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি, পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যল-১, জেলা বেসরকারী কারাগার পরিদর্শক, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, জেলা ব্যবস্থাপক ব্র্যাক, জেলা ব্যবস্থাপক ইনডেভার, জেলা ব্যবস্থাপক নিশান হেলথ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড সেবা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে আহবান জানান। একই সাথে কিভাবে লিগ্যাল এইড সেবা মানুষের কাছে আরো সহজ ভাবে উপস্থাপ করা যায় সেই বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়।

]]>
https://prothomsheba.com/archives/16128/feed 0
শহরের চৌধুরী বাজারে তেলে কারচুপি, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা https://prothomsheba.com/archives/15832 https://prothomsheba.com/archives/15832#respond Wed, 09 Mar 2022 03:58:02 +0000 http://prothomsheba.com/?p=15832 জাকারিয়া চৌধুরী :-হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোজ্যতেলে কারচুপিসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ স্টোরকে ৩০ হাজার, তেল ক্রয় এর রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় মেসার্স রাধা বিনোদ মোদককে ৫০ হাজার, মেসার্স প্রগতি ভান্ডারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানককে সহায়তা করেন র‌্যাব-৯ এর একদল সদস্য। অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://prothomsheba.com/archives/15832/feed 0
শহরে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা https://prothomsheba.com/archives/15711 https://prothomsheba.com/archives/15711#respond Mon, 07 Mar 2022 03:47:31 +0000 http://prothomsheba.com/?p=15711 স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জ শহরে অতিরিক্ত দামে তেল বিক্রিসহ নানা অভিযোগে ৫ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জেলা শহরের কোর্টস্টেশন ও শায়েস্তানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখা এবং মূল্য টেম্পারিং করে তোলে ফেলার কারণে কাইয়ুম স্টোরকে ৮ হাজার টাকা করা হয়। এছাড়াও অন্যান্য অনিয়মের দায়ে গাজি মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার টাকা, মা মোরগ হাউজকে ২ হাজার ৫০০ টাকা, রাকা স্টোরকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ফারিয়া ফার্ম্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম অংশগ্রহণ করে। তিনি আরও জানান, এই অভিযান নিয়মিতভাবে চলবে। যারা সাধারণ মানুষকে বেকাদায় ফেলে অতিরিক্ত মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

]]>
https://prothomsheba.com/archives/15711/feed 0
চুনারুঘাটে ২৮০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার -১ https://prothomsheba.com/archives/15684 https://prothomsheba.com/archives/15684#respond Sat, 05 Mar 2022 12:09:23 +0000 http://prothomsheba.com/?p=15684 রূপক দাশ, বিশেষ প্রতিনিধি :-হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের অভিযানে ২৮০ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

অবিলাশ গঞ্জু (২৮) উপজেলার পাইকপাড়া ইউপির কাপাই চা বাগানের ওমেষ গঞ্জুর পুত্র। জানা যায়, শুক্রবার দুপুরে অবিলাশ গঞ্জুর বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে ৪টি প্লাস্টিকের বড় ড্রামে ২৮০ লিটার চোলাই মদসহ উপকরণ জাওয়া উদ্ধার করেছে।

অবিলাশ গঞ্জুর বিরুদ্ধে রাতে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর শনিবার দুপুরে অবিলাশ গঞ্জুকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

]]>
https://prothomsheba.com/archives/15684/feed 0
শহরে বিদ্যুৎ অফিসের মোবাইল কোর্ট পরিচালনা https://prothomsheba.com/archives/15567 https://prothomsheba.com/archives/15567#respond Tue, 01 Mar 2022 05:46:20 +0000 http://prothomsheba.com/?p=15567 স্টাফ রিপোর্টার:- বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।

শহরের শ্যামলী ঘাঁটিয়া বাজার, আনোয়ার পুুর,পিটি আই রোড এলকায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) সহকারী প্রকৌশলী মোঃআনসার আলী ও উপসহকারী প্রকৌশলী মোঃ ইমাম হোসেন ও চাঁদনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট যুগ্ম ও দায়রা জজ মোঃ আনোয়ারুল হক অভিযানে নেতৃত্ব দেন।

যুগ্ম দায়রা জজ আনোয়ারুল হক বলেন যাঁরা বিদ্যুৎ চুরি ও বকেয়া রাখবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

তাই সবাইকে বকেয়া বা অবৈধ বিদ্যুৎ না জ্বালিয়ে সরকারের কাজে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

]]>
https://prothomsheba.com/archives/15567/feed 0
বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত ১৮ বছরের নিচে কোন চালককে অনুমতি দেয়া হবে না https://prothomsheba.com/archives/15537 https://prothomsheba.com/archives/15537#respond Mon, 28 Feb 2022 11:29:37 +0000 http://prothomsheba.com/?p=15537 সুজন মিয়া বানিয়াচং থেকে।। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বানিয়াচংয়ে ১৮ বছরের নিচে টমটম/মিশুকের কোন চালক হতে পারবে না। এতে করে দেখা যায় অনেক দূর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীসহ সাধারণ পথচারী। এসব চালকদের স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। প্রত্যেক ইউনিয়ন পরিষদ ফি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাছাই করা চালকদের নাম্বার প্লেইট দিতে হবে। এ ক্ষেত্রে যেন কেউ হয়রানির শিকার না হন সেদিকেও বিশেষ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, আপনারা (জনপ্রতিনিধিরা) বলছেন বানিয়াচংয়ের আইন শৃঙ্খলা অনেক ভালো। একসময় আমরা এ সভা থেকেই আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় থাকতাম। সেটা বর্তমান ওসি সাহেবের আন্তরিকতা ও কর্ম দক্ষতায় ভালো অবস্থানে রয়েছি আমরা। বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটলেও অতিদ্রুত ব্যবস্থা নেয়ায় সমস্যা থেকে উত্তোলন সম্ভব হচ্ছে। বিশেষ করে মাদক এবং জুয়া জিরো টলারেন্স হিসেবে দেখতে চাই। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন,উপজেলায় যে ক’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর ক্লু ও উদঘাটন করতে হবে। এসব ক্লু উদ্ধার করলে আইন শৃঙ্খলা আরও উন্নতি সাধন হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, মিশুক/টমটম চালকদের তালিকা করা হবে। ১৮ বছরের নিচে কোন চালককে অনুমতি দেয়া হবে না। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি,সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার,পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা,বিশিষ্ট লেখক ও গবেষক কাজী মুফতি আতাউর রহমান, চেয়ারম্যান মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ মিজানুর রহমান খান,বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া,মোঃ আরফান উদ্দিন,মোঃ রেখাছ মিয়া, মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী, ফরিদ মিয়া, মাসউদ কুরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, প্রকৌশলী জয় কুমার দাশ,আব্দুল আহাদ মিয়া, সাদিকুর রহমান, শেখ সামছুল হক, শেখ মিজানুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকার সরকার প্রমুখ।

]]>
https://prothomsheba.com/archives/15537/feed 0
মাধবপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ।। স্ত্রীর মামলা https://prothomsheba.com/archives/13560 https://prothomsheba.com/archives/13560#respond Tue, 27 Oct 2020 06:37:37 +0000 http://prothomsheba.com/?p=13560 আবুল হাসান ফয়েজ ।। হবিগঞ্জের মাধবপুরে যৌতুকের জন্য স্ত্রী কে নির্যাতন করার ঘটনায় আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জর মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামে। মামলার সুত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের মৃত মস্তু মিয়ার ছেলে মোঃ মতি মিয়া ধর্মীয় বিধান মতে বিয়ে করেন আয়লাবই গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার মেয়ে মোছাঃ আজিদা বেগম কে। বিয়ের পর ভাল ভাবেই সংসার চলছিল। বিয়ের কিছুদিন পর আজিদা বেগম কে তার স্বামী মতি মিয়া গৃহকর্মীর কাজ দিয়ে দুবাই পাঠিয়ে দেয়। দুবাইয়ে ৫ বছর থেকে আজিদা বেগম দেশে চলে আসেন। দুবাই থাকার সময় সব টাকা স্বামীর নিকট প্রেরন করেন ।
দেশে আসার পর তাদের দুটি কন্যা সন্তানের জন্ম হয়। ছোট মেয়ের বয়স যখন ৯ মাস তখন তার স্বামী তাকে গৃহকর্মীর কাজ দিয়ে পুনরায় জর্ডান পাঠিয়ে দেয়। সেখানে আজিদা ২ বছর থাকে এবং উপার্জিত টাকা স্বামীর কাছে প্রেরন করে। ২ বছর পর আজিদা দেশে ফিরে আসলে তার স্বামী মতি মিয়া কে গৃহকর্মীর কাজ দিয়ে তাকে আবার কাতার পাঠান। সেখানে আজিদা ৩ বছর যাবত করে উপার্জিত টাকা স্বামীর কাছে প্রেরন করে। ৩ বছর পর আজিদা দেশে ফিরে আসে। দুবাই, জর্ডান, কাতার ৩ দেশ মিলিয়ে প্রায় ১০ বছর আজিদা বেগম বিদেশ গৃহকর্মীর কাজ করে স্বামী কে ২৯ লাখ টাকা দেয়।
কিন্তু তাতে মতি মিয়ার মন ভরে নি। দেশে ফিরে আসার পর আরো টাকা দিবার জন্য মতি মিয়া আজিদার উপর নির্যাতন শুরু করে। এই নিয়ে স্বামীর সঙ্গে আজিদার পারিবারিক বিরোধ দেখা দিলে এলাকার স্থানীয় লোকজন সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে দেন।
স্থানীয়দের সিদ্ধান্তমতে স্বামীর বাড়িতে আলাদা গৃহ নির্মান করে ২ মেয়ে কে নিয়ে বসবাস করতে থাকে। তখনো স্বামী মতি মিয়া ২ লাখ টাকা দিতে আজিদা বেগম কে চাপ দিতে থাকে। আজিদা বেগম টাকা দিতে অস্বীকার করলে গত ১০ অক্টোবর সকালে মতি মিয়া ও তার অপর স্ত্রী ছায়েদা বেগম মিলে আজিদা বেগম কে মারপিট করে আহত করে।
এ ঘটনায় আজিদা বেগম গত ১২ অক্টোবর হবিগঞ্জ নারী শিশু নির্যাতন দম ট্রাইব্যুনাল-৩ এ একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কে তদন্তক্রমে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, তদন্ত করে বিজ্ঞ আদালত কে প্রতিবেদন দেওয়া হবে।

]]>
https://prothomsheba.com/archives/13560/feed 0
চুনারুঘাটে মা মেয়কে গণধর্ষণ: স্বীকারোক্তি দিল শাকিল ও হারুন https://prothomsheba.com/archives/13363 https://prothomsheba.com/archives/13363#respond Mon, 05 Oct 2020 13:12:16 +0000 http://prothomsheba.com/?p=13363 নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাটে মা মেয়কে গণধর্ষণের ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি শাকিল মিয়া ও তার বন্ধু হারুন মিয়া । সোমবার বেলা ৩টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধান এর আদালতে আসামিরা দায় স্বীকার করে এ জবানবন্দি দেয়। হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলো জেলার চুনারুঘাট উপজেলার জিবধর ছড়া এলাকার সফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২৫)ও একই এলাকার রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (১৯)। এর মধ্যে অন্যতম আসামি সালাউদ্দিন পলাতক রয়েছে। শাকিলের বরাত দিয়ে কোর্ট ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর তদন্ত জানান, পূর্ব পরিকল্পিতভাবে নিভৃত পাহাড়ি এলাকায় গত শুক্রবার গভীর রাতে গরমছড়ি ফরেস্ট এলাকায় মাজারে ঘুরতে যায় শাকিল হারুন ও সালাউদ্দিনসহ তার দলবল। সেখানে তারা হাত মুখ ধুয়ে মাজারের অদুরে পাহাড় বেষ্টিত পুর্বদিকের টিলায় জনৈক ব্যক্তির বাড়িতে গিয়ে গৃহবধূকে চাচী বলে দরজা খুলতে বলে। পুর্ব পরিচিত ওই গৃহবধূ শাকিলকে চা- পান দেন। এ সুযোগে শাকিলের নেতৃত্বে একদল যুবক হানা দিয়ে গৃহবধূ (৪৫) ও তার কন্যাকে (২৫) হাতে মুখে কাপড় বেঁধে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে শনিবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রবিবার বিকেলে চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম এর নেতৃত্বে এসআই শেখ আলী আজহার ও এসআই মুসলিম উদ্দিনসহ একদল পুলিশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি আল আমিন জানান, আটককৃতদের আদালতে স্বীকারোক্তি শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

]]>
https://prothomsheba.com/archives/13363/feed 0