সিলেট প্রতিনিধি◾
সিলেটের প্রথম করোনা আক্রান্ত শনাক্তের পর নগরের হাউজিং এস্টেট এলাকা লকডাউনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (৬ এপ্রিল) সকালের মধ্যেই পুরো হাউজিং এস্টেট এলাকা লক ডাউন করা সম্ভব হবে।
জানা গেছে, সিলেটের একটি সরকারী হাসপাতালের চিকিৎসকের বাসায় কিছুদিন আগে এক প্রবাসী আত্মীয় আসেন। তিনি চলে যাওয়ার পর থেকেই ওই চিকিৎসক অসুস্থবোধ করা করেন। পরে তিনি নিজে উদ্যোগী হয়ে করোনা পরীক্ষা করালে তার দেখে করোনাভাইরাস শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে প্রবাসী আত্মীয়র সংস্পর্শে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। প্রবাসী ওই আত্মীয়কে খোঁজা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনার পর চিকিৎসকের বাসা লকডাউন করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আইসোলেশনে নেওয়া হবে বলে সিলেটের সিভিল সার্জন সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘আক্রান্ত চিকিৎসক বাসায় আছেন। তাঁকে সকালে আইসোলেশনে নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত নিশ্চিতের পর হাউজিং এস্টেট এলাকা লক ডাউনের পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। হাউজিং এস্টেট এলাকা লকডাউনের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আক্রান্ত চিকিৎসক হাউজিং এস্টেট এলাকার স্থায়ী বাসিন্দা এবং সুনামধন্য চিকিৎসক।’ এলাকায় করোনা রোগী শনাক্তের খবরে মানুষের মধ্যে গুঞ্জন চলছে জানিয়ে তিনি বলেন, ‘এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা আতঙ্কিত হবেন না। বরং বাসায় থাকুন তাহলেই করোনা সংক্রামণ থেকে মুক্ত থাকবেন।’
Leave a Reply