বাহুবল উপজেলার বিভিন্ন বাজারে অধিকমূল্যে চাল বিক্রির অভিযোগে ৩ দোকান মালিককে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার. ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এবং সহকারী কমিশনার(ভূমি) খৃষ্টফার হিমেল রিছিলের যৌত অভিযান পরিচালনা করেন। এসময় মিরপুর বাজারের কাজল মিয়া,পুটিজুরী বাজারের মামুনুর রশীদ ও দিগাম্বর বাজারের রিপন মিয়ার মালিকাধীন মুদি দোকানে অধিকমূল্যে চাল বিক্রি ও সঠিক মূল্য তালিকা না থাকার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বাজারে জনসমাগম রোধের লক্ষ্যে প্রচারণা করেন ইউএনও স্নিগ্ধা তালুকদার। তিনি করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা ও হোম কোয়ারান্টাইনের নিয়ম মেনে চলার অনুরোধ করেন এবং অকারণে বাহিরে না ঘুরানো নির্দেশ করে করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি জনসাধারণের উদ্দেশ্য আরও বলেন আপনারা নিশ্চিন্ত ঘরে ঘুমান,আমরা আপনাদের ভালর জন্য কাজ করছি।
Leave a Reply