মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত। চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই লাখ টাকা জরিমানা আল-আকসা সুন্নিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী নবীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। মিশুক চালক নাঈম হত্যা মামলায় ৪ জন আটক ॥ ৩ জনের স্বীকারোক্তি চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হবিগঞ্জ থেকে মিশুক চালক নিখোঁজের ৭ দিন পর ॥ চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে নাঈম’র গলাকাটা লাশ উদ্ধার শায়েস্তাগঞ্জে চেতনা নাশক ঔষুধ স্প্রে পার্টির ৪ সদস্য আটক শায়েস্তাগঞ্জে দিনে দুপুরে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই ॥ আহত ২ শায়েস্তাগঞ্জে স্প্রে নিক্ষেপ করে আবারও দুই বাড়িতে চুরির চেষ্টা

শকুন ও বাজপাখি অবমুক্ত করলেন ডিসি মো: কামরুল হাসান

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৩১০ বার পঠিত

নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা পাহাড়ে শকুন ও বাজপাখি অবমুক্ত করা হয়েছে। (১০মার্চj? দুপুরে কালেঙ্গা বনে অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পরে রেমার ময়না বিলে শকুনটি অবমুক্ত করা হয়। এসময় চুনারুঘাটের ইউএনও সত্যজিত রায় দাশ, জেলা সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেন, , রেঞ্জ কর্মকর্তা মোঃ আলা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ আলা উদ্দিন বলেন, সম্প্রতি সুনামগঞ্জের হাওর এলাকা থেকে বাজপাখি ও শকুনটি উদ্ধার করে সিলেটের টিলাগড় ইকো পার্কেও বন্যপ্রাণি সংরক্ষণ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

গত ১৬ জানুয়ারি সুনামগঞ্জের ছাতক উপজেলার নুরাল্লাপুর এলাকার রকিব উদ্দিন বাবলুর বাড়ি থেকে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে হস্তান্তর করা হয়। রাকিব উদ্দিন বাবলু জানান, নুরাল্লাপুর গ্রামের পাশের বনে একটি শকুন পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু শিশু-কিশোর শকুনটিকে নিয়ে খেলতে শুরু করে খানিকটা আহত করে। পরে স্থানীয় কিছু যুবক শকুনটি তার বাসায় নিয়ে এলে তিনি পাখিটির পরিচর্যা করেন।

Birdsolves নামে একটি ফেসবুক গ্রুপে এক যুবক পাখিটির ছবি প্রকাশ করলে প্রাধিকারের সদস্যরা যোগাযোগ করেন এবং পাখিটিকে উদ্ধারে যায় প্রাধিকার। সংগঠনটির কোষাধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, শকুনটি ক্ষুধার্ত ও দুর্বল হয়ে থাকায় উড়তে পারছিল না। প্রাথমিক সেবা ও খাবার দেয়ার পর শকুনটি সিলেটের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

বাংলা শকুন, যা ইংরেজি White-rumped Vulture (Gyps bengalensis) নামে পরিচিত। এটি প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট আইইউসিএনের লাল তালিকায় রয়েছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে একসময় অসংখ্য বাংলা শকুন থাকলেও আইইউসিএনের তথ্য অনুসারে এখন দশ হাজারেরও কম বাংলা শকুন রয়েছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা কমছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com