নিজস্ব প্রতিনিধি।। চুনারুঘাট উপজেলার রাণীগাওঁ ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী শেখ আশিকুজ্জামানের বড় ছেলে ও সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদের ভাতিজা শেখ আবদুল্লাহ-আল মাহদীর সুন্নাতে খৎনা সম্পন্ন হয়েছে।
(৩ মার্চ) মঙ্গলবার বেলা ২ টায় তাঁর নিজ বাড়িতে খৎনা সম্পন্ন হয়। খৎনা পুর্বে শেখ মাহদী,শেখ হাদী,শেখ আরহাম, শেখ নুসাঈফা ও শায়েক আহমেদ হৃদয়ের সুস্থতা এবং দীর্ঘায়ূ কামনাসহ বিশ্ব মুসলিমদের শান্তি কামনায় মোনাজাত করা হয়।
উক্ত দোয়ার আয়োজনে অংশ গ্রহণ করেন চাটপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ইব্রাহীম,হাফেজ সোহাগসহ কোরআনে হাফেজগণ। এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,মাওলানা আব্দুল হাই,হাজী মোক্তাদির,মীর নানু মিয়া,হাবিবুর রহমান জাহিদ,আশরাফুল হক আবদাল,আব্দুল আহাদ।এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম জনি,সাজ্জাদ হোসাইন,কায়েস মোন্তাকিম,নাজমুল হাসান,ছালেক মিয়া,সামিউল সালেহিন অমি,শায়েস্তাগঞ্জ থানার বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখার রহমান ইমরান সহ আরও অনেকেই।
Leave a Reply