বাহুবলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডিসি মো:কামরুল হাসান বলেন আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার পাশাপাশি পিতামাতার নির্দেশনা মানতে হবে:
সৈয়দ আব্দুল মান্নান বাহুবল : হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন বিজ্ঞান চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে পিতামাতা ও গুরুজনদের নির্দেশনা মেনে চলতে হবে। ১৪ জানুয়ারী দুপুরে বাহুবল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, এসিল্যান্ড খৃষ্টফার হিমেল রিচিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার।পরে জেলাপ্রশাসক শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।এর আগে জেলাপ্রশাসক বাহুবল পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে আর্থিক অনুদানের আশ্বাস দেন।
Leave a Reply