হবিগঞ্জের চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলী আশরাফ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২০ডিসেম্বর ) চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক এর সভাপতিত্বে সেকেন্ড অফিসার এসআই অলক বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন,বিদায়ী ওসি তদন্ত আলী আশরাফ, এসআই শহীদুল ইসলাম, এএসআই ইমন, কনস্টেবল ইমরান, সাংবাদিক সুলতান খান প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসআই মোসলিম,এসআই মলাই, এসআই মস্তফা কামাল,এএসআই কামাল হোসেন, রবিউল,ডিএসবি মোসলিম উদ্দিন, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, নুর উদ্দিন সুমন, জিলানী আখঞ্জীসহথানার সকল পুলিশ সদস্যবৃন্দ। সভায় বিদায়ী ওসি তদন্ত আলী আশরাফকে সংবর্ধনা ও স্মৃতি স্বারক শুভেচ্ছা উপহার তুলে দেন কর্মরত কর্মকর্তাবৃন্দ। এ সময় থানার সকল অফিসারদের আবেগ আপ্লুত হয়ে পড়ে। সভায় বক্তারা বলেন, বিদায়ী এ কর্মকর্তা ছিলেন সৎ ও ন্যায় পরায়ণ। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করে গেছেন। আমরা তার সফলতা কামনা করছি। বিদায়ী ওসি (তদন্ত) আলী আশরাফ বক্তব্যে বলেন, চুনারুঘাট উপজেলায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আমার অফিসের প্রতিটি বিষয়ে চুনারুঘাট থানার সকলের সহযোগিতা পেয়েছি। লোকজনের ভালবাসা আমাকে চিরমুগ্ধ করে রাখবে। আমিও এখানের লোকজনকে ভূলতে পারব না। বিদায় বেলায় আমি সবার কাছে দোয়া ও ভালবাসা কামনা করি।
Leave a Reply