স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ বাজার এলাকা থেকে একটি ইজি বাইক(টমটম)ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ছিনতাইকারী হাছন আলী।বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাত ৮ টায় এ ঘটনা ঘটে।জানা যায়,হাছন আলী পৌর শহরের গুচ্ছগ্রামের আজগর আলীর ছেলে।টমটমের মালিক উপজেলার মিরাশী ইউনিয়নের ভুলারজুম আমীরপুর গ্রামের আব্দুল গফুর(৩২)।প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারী হাছন আলী অজ্ঞাত কয়েকজন সহপাঠী নিয়ে সুন্দরপুর যাওয়ার কথা বলে টমটম ভাড়া করে।কিন্তু গাজীগঞ্জ বাজারে যাওয়ার আগ মুহুর্তে টমটম মালিক গফুর মিয়াকে প্রাণনাশক অস্ত্রদিয়ে মাথায় আঘাত করে গাড়িটি নিয়ে যেতে চাইলে সে সুর-চিৎকার শুরু করে।তাঁর সুর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী হাছন আলীকে আটক করলে ও তাঁর সহপাঠিরা পালিয়ে যায়।এ সময় স্থানীয়রা গফুরকে উদ্ধার করে চুনারুঘাট থানা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন।এদিকে স্থানীয়রা ছিনতাইকারী হাছন আলীকে উত্তম মধ্যম দিয়ে চুনারুঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
Leave a Reply