স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। আজ সকাল ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, নিরাপদ সড়ক চাই আন্দোলন ও রোভার স্কাউটস বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, নিরাপদ সড়ক চাই আন্দোলন ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সদস্য সচিব জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ । এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
Leave a Reply