স্টাফ রিপোর্টার।চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও সাপ্তাহিক প্রথম সেবা এবং প্রথম সেবা টোয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ-এর পুত্র শেখ মোঃ আরাফাত আল হাদী’র জন্মদিন পালিত হয়েছে।১৩ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় তাঁর নিজ বাড়ি চাটপাড়ায় কেক কাটা পরবর্তী এক দোয়ার আয়োজনের মধ্য দিয়ে ৮ম জন্মবার্ষিকী পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ,এলাকার মাণ্যগন্য ব্যক্তিবর্গসহ শেখ হাদী’র অনেক আত্মীয়স্বজন।
Leave a Reply