শেখ মো হারুনুর রশিদ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পশ্চিম পাশে উজ্জল ভিলার সামনে আগুনে পুড়ে একটি প্রাইভেট কার বিধ্বস্ত হয়েছে। ৩ সেপ্টম্বের দুপুরে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,শায়েস্তাগঞ্জ ওলিপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ক ০ ৩-৯৬০৬ প্রাইভেটকারের চাকা পাংচার হলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পশ্চিম পাশের বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে গ্যাস সিলিন্ডার আগুন ধরে যায়। মুহুতের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গাড়িতে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আরিফুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে প্রাইভেটকারটি পুড়ে যায়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান- প্রাইভেটকারের মালিক এখনো সনাক্ত হয়নি, তবে কারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
Leave a Reply