রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

চুনারুঘাটের নিম্নাঞ্চল পানির তলে” ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি ও ধসে পড়ছে পাহাড়ি রাস্তা গাছপালা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৩২৯ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট।। চুনারুঘাট উপজেলার নিম্নাঞ্চলগুলো গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে।অতিরিক্ত বৃষ্টিতে পাহাড়ি রাস্তা ও গাছপালা উপড়ে পড়েছে।ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, মৎস চাষ।
সরেজমিনে ঘুরে দেখা যায়,আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল,কালিশিরি।দেওরগাছ ইউনিয়নের নিম্নাঞ্চল,গাজীপুর ইউনিয়নের পাহাড়ি ছড়া দিয়ে ভারতীয় পানি ঢুকে দুধপাতিল,বনগাও,কোনাগাও,ছনখলাসহ ৭/৮ টি গ্রাম প্লাবিত হয়েছে।করাঙ্গী নদীর বাঁধের উপর পানি প্রবেশ করে রানীগাও,সাটিয়াজুরী ইউনিয়নের ১৫/২০ টি গ্রাম প্লাবিত হয়েছে।রানীগাও ইউনিয়নের শাহপুর,আলাপুর,পারকুল সহ ৭/৮ টি গ্রাম।সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল,কৃষ্ণপুর,দৌলতপুর,কুনাউড়া,
চিলামী,সিরাজনগর,দারাগাও,

টিলাগাও,আটালিয়া,বাসুদেবপুরসহ ১২/১৫ টি গ্রাম পানিতে নিম্মজিত রয়েছে।কয়েকটি বিদ্যালয়ে পানি প্রবেশ করায় ছাত্রছাত্রী আসতে পারছে না।অতিরিক্ত বৃষ্টির ফলে ইউনিয়নের দারাগাও রাস্তা ধ্বসে পরেছে।শ্রীবাড়ি চা বাগান এলাকায় গাছপালা, বাড়ীঘর ধসে পড়েছে।মেম্বার সন্তুষ তাতি জানান শ্রীবাড়ি চা বাগান এলাকায় শতাধিক গাছপালা ৪/৫ টি ঘর ধসে পড়েছে।চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল জানান কয়েকদিনের বৃষ্টিতে চুনারুঘাটের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে,তিনি বৃষ্টিতে ভিজেই উপজেলার বিভিন্ন রাস্তাঘাট মেরামতসহ তদারকি করছেন।এবং বন্যা কবলিত এলাকাগুলোতে পরিদর্শনে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com