শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হলেন সৈয়দ শামীম হবিগঞ্জ কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু মাধবপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীর কারাদণ্ড চুনারুঘাটে পরিবারের সবাইকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ॥ টাকাসহ স্বর্ণলংকার লুটপাট মাধবপুরে ডাকাতি করতে গিয়ে দুই ডাকাত আটক হবিগঞ্জে নৌকা পেতে মরিয়া জেলার ৪টি আসনের আ.লীগ প্রার্থীরা আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খুটি ও মালামাল জব্দ চুনারুঘাটে বৃদ্ধের লাশ উদ্ধার ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে দি জাপান হসপিটালের ডা. এসকে ঘোষ, আরিফসহ ৪ জন কারাগারে সারা দেশে বিএনপি-সমমনাদের তৃতীয় দফার অবরোধ চলছে

চুনারুঘাটে চা-বাগানের প্রহরী হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৩১৯ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ॥ চুনারুঘাটের গিলানী চা-বাগানের নৈশ প্রহরী অমর তন্তুবায় হত্যা মামলার আসামী আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আব্দুল আউয়াল হলহলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। রবিবার রাত অনুমান ২টার দিকে চুনারুঘাট থানার ওসি তদন্ত আলী আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ গিলানী চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ বিষয়ে ওসি তদন্ত বলেন, ধারনা করা হচ্ছে পরকীয়ার বলি হয়ে অমর খুন হয়েছে। অমরের শ্যালকের স্ত্রী মালতীর সাথে আব্দুল আউয়ালের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি অমর জানত এবং এ নিয়ে আব্দুল আউয়ালের সাথে অমরের বেশ কয়েকদিন কথাকাটাকাটি হয়েছে। ধারণা করা হচ্ছে এরই সূত্র ধরে আব্দুল আউয়াল অমরকে খুন করেছে। তদন্তে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। প্রসঙ্গত : ২০ জুন বৃহস্পতিবার রাম প্রায় ১১ টার দিকে অমর তন্তুবায়কে খুন করা হয়। ওইদিন রাত নয়টায় ওই চা বাগানের ২৬ নম্বর সেকশনে তার স্বামী দায়িত্ব পালনে যান। রাত ১১টা ৩২ মিনিটে পুষ্পর ভাই রাজন তন্তবায়কে ফোন করে অমর ডিউটিতে গেছে কি না জানতে চায় একই কাজে নিয়োজিত থাকা কবির। এর কিছুক্ষণ পর অমরের বাড়িতে এসে অমরকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ে দ্রুত চলে যায় কবির। অমরের স্ত্রী পুষ্প তাকে পিছনে ডাকাডাকি করলেও কবির আর ফিরে তাকায়নি।
খবর পেয়ে অমরের স্বজনরা ওই স্থানে গিয়ে খোঁজাখুঁজি করে বাগানের রাস্তার পাশে অমরের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। পরে চুনারুঘাট থানায় খবর দেয়া হয়। রাত আনুমানিক ১টায় চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী পুষ্পা তন্তু বায় বাদী হয়ে আব্দুল আউয়ালসহ কয়েকজনকে আসামী করে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com