শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

জনদুর্ভোগ লাঘবে রাস্তা থেকে গাছ অপসারণ করে  দিল পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৩৮৭ বার পঠিত
নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকায় প্রচন্ড ঝড়ে এ বাগানের গাছপালার ব্যাপক ক্ষতি হয়। একটি গাছ বাগানের পাশের ডুলনা-সাদ্দাম বাজার রাস্তায় পড়ে থাকায় জনগণের পথ চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়।
২৬ মে রবিবার দুপুরে অপরাধ দমনে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এএসআই কামাল উদ্দিনসহ একদল পুলিশ নালুয়া এলাকায় অভিযান চালায়।এ সময় নালুয়া চা বাগান এলাকার ডুলনা-সাদ্দাম বাজার রাস্তায় গাছ পড়ে থাকতে দেখতে পায় অভিযানরত পুলিশ।
এ অবস্থায় জনগণের পথ চলাচলে মারাত্মক সমস্যা দেখতে পেয়ে থানার ওসি কেএম আজমিরুজ্জামানকে বিষয়টি জানান এএসআই কামলা হোসেন।পরে ওসির নির্দেশে স্বেচ্ছায় এএসআই কামাল হোসেনসহ পুলিশ সদস্যরা রাস্তা থেকে গাছটি কেটে অপসারণ করেন। এতে করে এ রাস্তা দিয়ে জনগণের পথ চলাচল স্বাভাবিক হয়।
এ সময় অনেকেই মন্তব্য করেন, জনদুর্ভোগ লাঘবে রাস্তা থেকে গাছ অপসারণ করে জনগণের বন্ধুর পরিচয় দিল এ পুলিশ সদস্যরা। এ ব্যাপারে এএসআই কামাল হোসেন জানান, গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজার -ডুলনা রাস্তায় গাছটি উপড়ে পড়ে। গাছটি রাস্তায় পড়ে থাকায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি  করছে, দেখে প্রথমে গাছটি কেটে নেয়ার অনুরোধ করি। কিন্তু এ বাড়িতে কোন পুরুষ লোক ছিল না। পরে ওসি কেএম আজমিরুজ্জামান স্যারের পরামর্শে আমরা নিজেই গাছটি কেটে রাস্তার প্রতিবন্ধকতা দূর করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com