ওমেন্স ফান্ড এশিয়া (ডব্লিউ এফ এ) এর সহায়তায় নারী উন্নয়ন শক্তি (এন ইউ এস) এবং ওমেন্স জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ডব্লিউ জে এন, বি) এর যৌথ উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং যৌন নির্যাতন প্রতিরোধে বিশেষ প্রতিবেদন প্রকাশে পুরস্কার পেলেন দৈনিক অর্থনীতির কাগজ এর বার্তা সম্পাদক মো. এহছানুল হক খান (এহছান খান পাঠান)।
আজ মঙ্গলবার (২১ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আনুষ্ঠানিকভাবে এহছান খান পাঠান এর হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল হসপিটালের ডিরেক্টর সুলতান মুহম্মদ রাজ্জাক, উন্নয়ন শক্তির প্রকল্প পরিচালক মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply