নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পবিত্র রমজান মাসে বাজার মূল্য স্থিতিশীল, সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে এবং ভেজাল মুক্ত খাদ্য সরবরাহ করতে উপজেলার বিভিন্ন বাজারে হোটেল-রেস্তরাঁ ও দোকানপাটে ভেজাল বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার প্রায় ১৫/২০টি বিভিন্ন মাংস, সবজি ও ফলবাজার, খেজুরের গুদাম, মুদির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাছ বাজারে এক মুদির দোকানকে ভেজাল পণ্য বিক্রির দায়ে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স. ম. আজহারুল ইসলাম। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিন নেতৃত্বে একদল পুলিশ ও সার্ভেয়ার শহীদুল ইসলাম। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে নিত্যপণ্যের তালিকা প্রদর্শন, ওজনে কারচুপি না করা এবং সঠিক মূল্য রাখার, খাদ্যে ভেজাল না দেওয়ার জন্য ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply