শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

বাহুবলে কলেজ ছাত্রকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ। উত্তেজনা বিরাজমান।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০১৯
  • ৩৬৭ বার পঠিত

শাহ দুলাল আহমদ (বাহুবল থেকে) ॥ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে এক কলেজ ছাত্রকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় মিতালী বাসের স্টাফদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ঘটনাটি (৮মে) বুধবার সকাল প্রায় সাড়ে ১০টায় কলেজ গেইটের সামনে ঘটেছে।

জানা যায়, মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের সমদ পাঠানের ছেলে জুবায়ের পাঠান দীর্ঘদিন যাবত বাহুবল ডিগ্রি কলেজে অনার্স বাংলা বিভাগে লেখা পড়া করে আসছে। প্রতিদিনের ন্যায় বুধবার সকাল প্রায় ৯টার দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্য চেড়ে আসা মিতালী পরিবহন (-১৫-২০০৬-) বাসে উঠে বাসটি বাহুবল কলেজ গেইটের সামনে আসলে জুবায়ের পাঠান বাসের স্টাফদের নামিয়ে দেয়ার অনুরোধ জানায়। এ সময় বাসের স্টাফরা কলেজ গেইটের সামনে এসেই জুবায়ের পাঠানকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এ সময় জুবায়ের পাঠান পাকা রাস্তায় পড়ে তার হাত পা-সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাত পায়। এ অবস্থায় জুবায়ের পাঠানকে ঢাকা সিলেট মহাসড়ক থেকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পথচারী লোকজন। খবর পেয়ে বাহুবল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন বাহুবল হাসপাতালে এসে জুবায়ের পাঠানের চিকিৎসার খোঁজখবর নেন। ফলে বাহুবল ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে।

কলেজ ছাত্র-ছাত্রীদের দাবী অবিলম্বে মিতালী বাসের স্টাফদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যতায় তারা মহাসড়ক অবরুধ করার হুশিয়ারী দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com