চুনারুঘাট প্রতিনিধি ঃ আমরোড স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা বিরোধীদেরকে অতিথির মঞ্চে তোলায় বিক্ষোভ করেছে যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীরা। এসময় পরিস্থিতি শান্ত করেন চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান। এবিষয়ে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন মূলত আমাদের অনুষ্ঠানটি হল স্কুলের দলীয় নয়। তাই স্থানীয় নেতৃবৃন্দেরকে দাওয়াত করা হয়েছে। এর মধ্যে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীতা করেন কিছু আওয়ামীলীগ বিদ্রোহী কর্মীরা। তখন সময় তাদেরকে মঞ্চে দেখে ত্যাগী নেতা কর্মীরা মঞ্চ ত্যাগ করতে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করে। তবে আমরা সাথে সাথ পরিস্থিতি শান্ত করেছি। এতে কেহ হতাহত হয়নি। উল্লেখ্য বিগত ২৩ মার্চ স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিলো এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
Leave a Reply