মোঃ ফারুক মিয়া চুনারুঘাট ঃ– চুনারুঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল) নির্বাচনে নির্বাচিত হয়েছেন রানীগাঁও মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (গণিত) মো: মিজানুর রহমান। রবিবার জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল) বাছাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল উপজেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেণি শিক্ষক (স্কুল) এর মধ্যে থেকে মো: মিজানুর রহমানকে তার কর্মদক্ষতা, অভিজ্ঞতার বিচারে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল) হিসেবে নির্বাচিত করেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক যৌথভাবে সিনিয়র শিক্ষক মো: মিজানুর রহমানকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল) হিসেবে ঘোষণা করেন। সিনিয়র শিক্ষক মো: মিজানুর রহমান উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মো: সুন্দর মিয়ার সুযোগ্য পুত্র।
Leave a Reply