স্টাফ রিপোর্টারঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ আউশকান্দি এলাকায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উল্লেখিত স্থানে পৌছলে সিলেটগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
Leave a Reply