বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে পরিবারের সবাইকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ॥ টাকাসহ স্বর্ণলংকার লুটপাট মাধবপুরে ডাকাতি করতে গিয়ে দুই ডাকাত আটক হবিগঞ্জে নৌকা পেতে মরিয়া জেলার ৪টি আসনের আ.লীগ প্রার্থীরা আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খুটি ও মালামাল জব্দ চুনারুঘাটে বৃদ্ধের লাশ উদ্ধার ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে দি জাপান হসপিটালের ডা. এসকে ঘোষ, আরিফসহ ৪ জন কারাগারে সারা দেশে বিএনপি-সমমনাদের তৃতীয় দফার অবরোধ চলছে আউশকান্দিতে ট্রাক-সিএনজি সংঘর্ষ ॥ ৫ জন আহত মাধবপুরে মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যু জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মাধবপুরে গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬ বার পঠিত

স্টাফ রির্পোটারঃ চুনারুঘাটের ইছালিয়া বড়কের ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। শনিবার উপজেলার গাজিপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের ইছালিয়া ছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।জানা যায়, উপজেলার গাজিপুর ইউনিয়নের দুধপাতিল এলাকায় ইছালিয়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বিষয়টি নজরে আসলে গতকাল দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার সদ্ধার্থ ভৌমিক বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল ওই এলাকার ব্রিজের গোড়া ও পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে হাতুন্ডা গ্রামের আব্দুল্লাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা ও ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইছালিয়া ও মুড়ি ছড়া সহ প্রায় ২০টি স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। তারা জানান, দীর্ঘ ৯ বছর ধরে টানা এ ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন করে অনেকেই রাতারাতি বনে গেছেন কোটিপতি। বালু নেয়ার পরিবহনে রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেয়ার হুমকি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com