নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার সমাপনী দিনে ৫০ ও ১০০ মিটার দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় উপজেলার ৬ শতাধিক স্কুল ছাত্রী /ছাত্রী অংশগ্রহণ করে । বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলা প্রশাসনের মাঠে দেখা গেছে স্কুলের সকল শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে। তাদের প্রতিযোগিতা দেখতে স্কুল মাঠে ভিড় করেছে অভিভাবকসহ স্থানীয়রা। বিকেলে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সামছুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম সহ উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। এর মধ্যে প্রথম হওয়া শিক্ষার্থী উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা জানান। পরে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।
Leave a Reply