মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত। চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই লাখ টাকা জরিমানা আল-আকসা সুন্নিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী নবীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। মিশুক চালক নাঈম হত্যা মামলায় ৪ জন আটক ॥ ৩ জনের স্বীকারোক্তি চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হবিগঞ্জ থেকে মিশুক চালক নিখোঁজের ৭ দিন পর ॥ চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে নাঈম’র গলাকাটা লাশ উদ্ধার শায়েস্তাগঞ্জে চেতনা নাশক ঔষুধ স্প্রে পার্টির ৪ সদস্য আটক শায়েস্তাগঞ্জে দিনে দুপুরে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই ॥ আহত ২ শায়েস্তাগঞ্জে স্প্রে নিক্ষেপ করে আবারও দুই বাড়িতে চুরির চেষ্টা

বানিয়াচং ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৫৩ বার পঠিত

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্র্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ জাফর ইকবাল চৌধুরীর (চলতি দায়িত্ব) কাছে মনোনয়পত্র জমা দেন তারা।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান (স্বতন্ত্র), উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন (স্বতন্ত্র) ও উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি নকীব ফজলে রকীব মাখন (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি আশসাফ চৌধুরী বাবু, আ’লীগ নেতা ফারুক আমীন, মন্টু লাল দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি স্মৃতি চ্যাটার্জি কাজল ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবেদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানিয়া খানম, সাবেক উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম ও জেসমিন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে সকাল ১০টা থেকে প্রার্থীরা নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের নিয়ে উপজেলা নির্বাচন অফিস মাঠে জড়ো হতে থাকেন। বিকাল ৫টা পর্যন্ত চলে মনোনয়ন ফরম গ্রহন।

  • উপজেলা যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ জাফর ইকবাল চৌধুরী (চলতি দায়িত্ব উপজেলা নির্বাচন অফিসার) জানান, শান্তিপুর্ণ পরিবেশ ও কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়াই প্রার্থীরা তাদের মনোনয়পত্র দাখিল করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে (১২ ফেব্রুয়ারি) মঙ্গলবার। প্রার্থীতা প্রত্যাহার করা হবে ১৯ ফেব্রুয়ারি। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com