আলহাজ্ব হোসাইন আলী রাজনঃ দুই ভাইবোন, দেখে মনে হচ্ছে পাশাপাশি ঘুমাচ্ছে কিন্তু না । নিচে পড়ুন। ঈদের দিন বোনটি মেহেদি হাতে মেহেদী দিয়ে ঈদ মোবারক লিখেছেন।
কিন্ত ভাগ্যের কি নির্মম পরিহাস। ঈদের দিন সকাল দশটার দিকে পানিতে পড়ে ইন্তেকাল করে দুই ভাইবোন।কি করে মেনে নিবে, এদের পিতা মাতা এই কষ্ট। বাবার কাদে সন্তানের লাশের বোঝার চেয়ে। বড় কষ্টের বোঝা আর দুনিয়াতে নেই। এক মাত্র যা হারিয়েছে তারাই বুঝে। তারা বলতে পারে। আল্লাহ পাক তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন।
এরা একতো জান্নাতি পাখি।
আল্লাহ জান্নতের উচ্চ মোকাম নসিব করুক আমিন।
Leave a Reply