কাজী মাহমুদুল হক সুজন।।চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের জন্য কভিড-১৯ এর সংক্রমণ থেকে সুরক্ষা পেতে পিপিই প্রদান করেছেন ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীব।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাই এর বড় ছেলে।
তার আরেক ভাই ব্যারিস্টার ইমরানুল হাই সজিব সুপ্রিমকোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। তার গ্রামের বাড়ী উপজেলার আইতন গ্রামে। এছাড়াও তিনি নিজেও এক সময় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। নয়া পদক্ষেপ নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমানে সেটা বন্ধ আছে। এদিকে গত সোমবার আরিফুল হাই রাজীব জেলার মাধবপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের জন্যও ২২টি পিপিই দিয়েছেন। আজ চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের এসব পিপিই প্রদান করেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম। এ সময় উপস্তিত ছিলেন এনটিভি প্রতিনিধি ইসমাঈল হোসেন বাচ্ছু,কাজী সুজন, শেখ হারুনুর রশিদ, মীর জুবায়ের,রায়হান আহমেদ, প্রমুখ। এ ব্যাপারে চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন বলেন এই দুর্দিনে সাংবাদিকদের জন্য পিপিই খুবই প্রয়োজন ছিল,যা আরিফুল হাই রাজীব চুনারুঘাটের মাঠ পর্যায়ে সাংবাদিকদের প্রদান করে বড় মনের পরিচয় দিয়েছেন। তিনি চুনারুঘাট সাংবাদিকদের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া সাপ্তাহিক প্রথম সেবার পক্ষ থেকে মাক্স ও গ্লাবস দেয়া হয়।
Leave a Reply