নিজস্ব প্রতিনিধি।। বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বরগাঁও গ্রামে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে (১৯ এপ্রিল) বিকেল ৪ টায় এবং একইদিন সন্ধার দিকে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।
হামলায় বসতঘরে ব্যাপক ভাঙচুর লুটপাট করা হয়।
দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের হামলায় ভয়ে প্রাণ বাঁচানোর জন্য বরগাও নারী, পুরুষ ও শিশু বাড়ি-ঘর ছেড়ে এক কাপড়ে পালিয়ে আত্মিয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
বরগাঁও গ্রামের সরকার দলীয় এক প্রভাবশালী নেতার ভাই তাজু মিয়া চৌধুরী আব্দুর রহিম এর নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে।
বরগাঁও গ্রামের আব্দুল মনাফের পুত্র শাহীন মিয়া ও মমিন মিয়া জানান, প্রতিপক্ষ রহিম গংদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে । প্রভাশালীর নিকটতম আত্নীয় শামীম, ও শাহীন নিরীহ দিনমজুর আব্দুল হেকিমকে বাড়ির নাম মাত্র মুল্য দিয়ে তাড়িয়ে দিতে চায়। আব্দুল হেকিম তার স্ত্রী মমিনা তাদের কথা মতে রাজি না হওয়ায় বিভিন্ন ষড়জন্তে লিপ্ত রয়েছে। ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে শামীম, শাহীন, রহিম গংরা দাঁড়া গাও বাজারে মনাই মিয়ার ছেলে মমিনার, দেবর শাহীনকে পিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে সন্ধ্যা ৬ টায় রহিম, শামীম, ও শাহীনের নিকটতম আত্নীয় তাজুল বাহিনি নিয়ে হেকিমের বাড়িঘরে হামলা করে এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তাজুল ও রহিম গংদের হামলায় দিনমজুর আব্দুল হেকিমের স্ত্রী মমিনা ও শাহীন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মমিনা জানায় তাজু মিয়ার এক ভাই আওয়ামিলীগ নেতা তারা এলাকার প্রভাবশালী। তাদের অত্যাচারে ওই এলাকার মানুষ অতিষ্ঠ, চক্রটি বাড়ি-ঘরে হামলা করে নির্মমভাবে মারপিট ও বাড়ি-ঘর ভেঙে তছনছ করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে। নিরীহ শাহীন ও মমিনা এ হামলার প্রশাসনের কাছে বিচার চান। এ বিষয়ে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেন।
Leave a Reply