হবিগঞ্জ সংবাদদাতা ঃ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রতিবছরের ন্যায় পৌষ সংক্রান্তিতে আয়োজিত এ মেলাটি প্রায় দুই শতাধিক বছর ধরে চলে আসছে। মঙ্গলবার সকাল থেকেই মাছ মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে। এতে সিলেট, মৌলভীবাজর, সুনামগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলার লোকজন এসেছেন মেলায়। মেলাটি একদিনের জন্য বসলেও চলবে আজ বুধবার দুপুর পর্যন্ত। মেলায় বোয়াল, বাগাই, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন বিক্রেতারা। এছাড়াও পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ উঠে ব্যাপক হারে। মেলাটির প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ভোগপণ্য, আখ, শিশুদের খেলনাও ছিল উল্লেখযোগ্য। পইলসহ আশপাশের গ্রামগুলোর মানুষ এ মেলাটিকে তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য বলে ধারণা করেন। দেখা যায়, প্রায় তিন শতাধিক বিক্রেতা অংশ নিয়েছেন পইল মাছের মেলায়। বড় বড় মাছের সাথে দেশীয় নানা প্রজাতির ছোট মাছও নিয়ে এসেছেন বিক্রেতারা। প্রত্যেকটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন মেলায়। প্রায় ২৫ কেজি ওজনের বাঘাই মাছটির দাম চাওয়া হয়েছে ৬০ হাজার টাকা। সবার দৃষ্টি ছিল এ মাছটির প্রতি।
মাছ ব্যবসায়ী জানান, বিভিন্ন নদী ও হাওর থেকে মাছ আসে এখানে। এ মেলাকে লক্ষ্য করে চলে মাছ ধরারও উৎসব। তারা বলেন, প্রতিবছরই এ মেলায় আমরা মাছ নিয়ে আসি। বাজারের তুলনায় মেলায় মাছের দাম বেশি হলেও সবাই আনন্দের সাথে মাছ কিনেন’। এদিকে মেলায় বিকেলে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা পইল মাছের মেলা পরিদর্শন করেন। এখানে মাছের মেলা দেখতে দূর দুরান্ত থেকে হাজার-হাজার দর্শনার্থীর সমাগম ঘটেছে। এছাড়াও নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে’
Leave a Reply