শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট।। চুনারুঘাট পৌর শহরের অসহনীয় যানজট মুক্তকরণে পূর্ব ঘোষিত চুনারুঘাট উপজেলা পরিষদ ও পৌর পরিষদ,সিএনজি,টমটম,অটোরিক্সা ও বাজার ব্যবসায়ী সমিতির সমন্বয়ে এক যৌথ সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক আজকের অভিযান পরিচালনা কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়।সেই সিদ্ধান্ত অনুযায়ী শহরের সকল সড়কের ওপর বসানো অবৈধ দোকানপাট, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।আজ রোবার সকাল ১০টা থেকে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে অভিযান শুরু হলে যানজট নিরসন কার্যক্রম বেলা ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলেছে।তার পরও থেমে থাকেননি পৌর মেয়র,আনসার ব্যাটেলিয়ন পৌর পরিষদ কর্তৃপক্ষ।এ সময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সহকারী কমিশনার ভূমি স.ম আজহারুল ইসলাম,প্যানেল মেয়র কাজল,কাউন্সিলর হান্নান,লাল মিয়া,আকছির ভান্ডারি,বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি সালাম তালুকদার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুদ,সাংবাদিকবৃন্দ,ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম,আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ সহ আরও অনেকেই।চুনারুঘাট পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের উত্তর ও দক্ষিণ বাজার এলাকায় প্রধান সড়কের ওপড় দুই পাশে বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন বিভিন্ন ব্যবসায়ীরা। গড়ে তোলা হয়েছে সড়কের মধ্যেই সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের অবৈধ স্ট্যান্ড।যে কারণে শহরের মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে।পৌরশহরকে যানজট মুক্ত রাখতে চুনারুঘাট -শায়েস্তাগঞ্জ রোডের সকল বাস,ইমা
গাড়ী,সিএনজি,টমটম,অটোরিক্সা,অটোটেম্পু,উত্তর বাজার পৌরসভার নির্ধারিত ষ্ট্যান্ডে দাড়াইতে ও যাত্রী উঠা নামা করার নির্দেশ প্রদান এবং বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছেন অভিযান পরিচালনাকারীদল।সরেজমিনে দেখা যায়,চুনারুঘাট-রাণীগাঁওয়ের স্ট্যান্ডের সকল গাড়ী মরা খোয়াই নদীর পারে,চুনারুঘাট-আসামপাড়া স্ট্যান্ডের সকল গাড়ী বাজারের দক্ষিণ বাসস্ট্যান্ডে,চুনারুঘাট-সতং রোডের সকল গাড়ী এসিল্যান্ড অফিসের সামনে,চুনারুঘাট-বাসুল্লা রোডের সকল গাড়ী ডিসিপি হাই স্কুল মাঠের পাশে রাখার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে।এবং সকাল ৯টা হইতে বিকাল ৫ টা পর্যন্ত বাজার এলাকায় কোন পরিবহন থেকে মালামাল লোড-আনলোড করা যাবেনা এবং উল্লেখিত স্ট্যান্ডগুলোতে কোন ট্রাক ট্রাক্টর না দাড়ানোর নির্দেশ প্রদান করেছেন অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।এছাড়াও যাত্রী সাধারণের সুবিধার্তে পৌর শহরের ভিতরে এক স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ডের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।এ ব্যাপারে একাধিক পৌরবাসীর সাথে কথা বললে তারা স্বস্তির নিশ্বাস ছেড়ে এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন আজকের কার্যক্রমকে যদি ধরে রাখা যায় তাহলে ভবিষ্যতে এই শহরে শান্তি,স্বস্তি নিরাপদে চলাচল করা যাবে।এদিকে পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন,পৌরবাসী সহ উপজেলাবাসীর অসহনীয় যানজট ভোগান্তী নিরসনে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Leave a Reply