চুনারুঘাট সুবিধা-বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর প্রধান অতিথি হিসেবে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ খায়ের উদ্দিন মোল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হেসেন জিতু, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, যুবলীগ নেতা রুমন ফরাজি, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ, সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, চুনারুঘাট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, সাজিদ রহমান, ফাহিমা আক্তার , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২শ জন সুবিধা-বঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান শিক্ষা নুরাগী আলহাজ্ব আব্দুল কাদির বলেন, শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সুবিধা-বঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছে, সম্পদের সুষম বণ্টন ও ধনী-গরিবের বৈষম্য কমিয়ে একটি মানবিক ধারার সমাজের বঞ্চিতদের প্রতি দায়বোধ থেকেই সরকার মেধাবী শিক্ষাথীদের বৃত্তি প্রদান করে আসছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি দেশ গড়ার কাজে তাদের অবদান রাখার আহ্বান জানান।
Leave a Reply